How To Check Krishak Bandhu ID Number Step By Step | ফোন থেকে কিভাবে চেক করবেন কৃষক বন্ধু আইডি নম্বর

How To Check Krishak Bandhu ID Number Step By Step | ফোন থেকে কিভাবে চেক করবেন কৃষক বন্ধু আইডি নম্বর 

এই কৃষক বন্ধু আইডি সাধারণত কৃষকদের করতে হয় । যে সমস্ত কৃষকের কৃষক বন্ধু আইডি আছে কিন্তু আপনারা জানেন না আপনাদের কৃষক বন্ধু আইডি টি কত তাহলে আপনারা কিভাবে জানবেন সেই সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হয়েছে নিচে । 


কৃষক বন্ধু প্রকল্প আসলে কি ?

পশ্চিমবঙ্গে রাজ্য সরকার এই বেনিফিট স্কিম চালু করেছে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক এবং খামারি পরিবারের জন্য।  পশ্চিমবঙ্গের সকল কি সক এবং খামারি পরিবারের পরিবারকে একটি অনন্য আসিত আর্থিক সহায়তা চালু করেছে এই প্রকল্প কৃষক বন্ধুর মাধ্যমে।  এক কথায় বলা যায় এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকের একটি একক ডিজিটাইজড কার্ড করানো হয় বা একক ডিজিটাইজড কার্ড ভিত্তিক পরিচয় বলা যেতে পারে। 


আনন্দধারা প্রক্লপে লোক নেওয়া হচ্ছে - সম্পূর্ণ জানুন

রাজ্য সরকার খুবই সহজ উপায় অনলাইনের মাধ্যমে আপনার আইডি খুলতে নতুন একটি পদ্ধতি বের করেছে। কোথাও না গিয়ে কোথাও ছুটোছুটি না করে আপনার মোবাইল থেকেই কয়েক মিনিটের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কৃষক বন্ধু আইডি টি। তার জন্য আপনি যদি না জানেন নিচে দেওয়া স্টেপ গুলি ফলো করুন আপনি খুব সহজেই আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করে থাকেন আপনার কৃষক বন্ধু আইডি টি অনলাইনে বের করে নিতে পারবেন। 


রাজ্যে সরকারি কলেজে চাকরির সুযোগ - Click Here


কৃষক বন্ধু আইডি খোঁজার স্টেপ গুলি হল - 


প্রথমত, আপনাকে নিচে দেওয়া ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে এবং সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি কৃষি বিভাগীয় পরিষেবার মধ্যে কৃষক বন্ধু অপশনটিতে ক্লিক করবেন। 

অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক - Click Here

দ্বিতীয়ত , আপনি যখন ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কৃষক বন্ধু অপশানে ক্লিক করবেন, তখন আপনার সামনে নতুন একটি ওয়েবসাইট ওপেন হবে । 


১৩০০০ আশা কর্মী নিয়োগ - Click Here


ওয়েবসাইট - ক্লিক করুন

তৃতীয়ত, আপনার সামনে ওপেন হওয়া নতুন ওয়েবসাইট থেকে " নথিভুক্ত কৃষকের তথ্য" এই অপশানে ক্লিক করবেন । 

চতুর্থত, তারপর আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে । সেখানে আপানাকে আপানার ভোটার আইডি কার্ড এর নম্বর দিতে বলা হবে । আপনি আপনার ভোটার আইডি কার্ডের নম্বর টি দিয়ে দেবেন , এবং সার্চ অপশানে ক্লিক করবেন । 

তারপর আপনি আপনার কৃষক বন্ধু আইডি টি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেবন । 

কৃষক বন্ধু প্রকল্পের আইডি নম্বর ও স্ট্যাটাস চেক করুন ( Krishak Bandhu Prakalpa ID Number and Status Check Online ) - ক্লিক করুন 


Official Website Krishak Bandhu Prakalpa - Click Here
Check ID Number Krishak Bandha Prakalpa - Click Here

১১টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.