Oasis Scholarship 2023-24 Apply Online, Status Check, Amount
কিন্তু কারা পাবে OASIS SCHOLARSHIP? কিভাবে আবেদন করবেন ? সমস্ত কিছুই দেখে নেওয়া যাক
Oasis Scholarship ওয়েসিস স্কলারশিপ
- প্রি মেট্রিক,
- পোস্ট ম্যাট্রিক্স, ও
- স্নাতক স্তর।
ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship) আবেদন প্রক্রিয়া
- ওয়েসিস স্কলারশিপে আবেদনের জন্য ওয়েসিস স্কলারশিপ এর https://oasis.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
- এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে নিজের জেলার নাম বেছে নিতে হবে ও সাবমিট করতে হবে।
- তারপর কাস্ট সার্টিফিকেট নাম্বার সহ প্রয়োজনীয় তথ্যগুলি যেগুলি চাওয়া হবে সেগুলি পূরণ করতে হবে।
- সমস্ত তথ্য পূরণ করে কোর্স সম্পর্কিত তথ্য দিতে হবে ও প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
- সমস্ত প্রক্রিয়া পূরণ করা হলে Save and Proceed অপশনে ক্লিক করতে হবে এবং যে অ্যাপ্লিকেশন আইডিটি পাওয়া যাবে তা দিয়ে পরবর্তী সময় স্কলারশিপ স্ট্যাটাস চেক করা যাবে।
ওয়েসিস স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- কাস্ট সার্টিফিকেট
- পারিবারিক আয়ের সার্টিফিকেট
- বার্থ সার্টিফিকেট
- আধার কার্ড
- পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রেজাল্ট
- নিজস্ব ব্যাংক একাউন্ট ডিটেলস, ইত্যাদি