Check Your Voter Card and Aadhar Card Link Status : Step by Step Aadhar and Voter Link

প্রতিনিয়ত বর্তমানে ভারত সরকারের নতুন নতুন নিয়ম করা হচ্ছে। যেমন আধার কার্ড রেশন কার্ড লিঙ্ক আধার কার্ড ব্যাংক একাউন্ট লিংক আধার কার্ড প্যান কার্ড লিংক। তেমনি গত ১ আগস্ট ২০২২ থেকে শুরু হয়ে গেছে আঁধারো ভোটার লিংক করার প্রক্রিয়াকরণ। এখন প্রত্যেক ভোটারকেই তার ভোটার কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিংক করাতে হবে। কিন্তু বাড়িতে বসে মোবাইল থেকে কিভাবে দেখবেন যে আপনার ভোটার কার্ডও আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা তার স্টেপ বাই স্টেপ নিচের প্রতিবেদনে দেখানো হলো।





মূলত এই কাজ অর্থাৎ আধার কার্ড ও ভোটার কার্ড লি ঙ্ক দুইভাবে করা যায় এক - অফলাইন দুই - অনলাইন । তবে আপনি যদি দ্বিতীয় টি বেছে নেন অর্থাৎ অনলাইনে করতে চান তাহলে আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজেই আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড কে লিংক করতে পারবেন। 


এবং যদি অলরেডি আপনার আধার কারো ভোটার কার্ড লিঙ্ক হয়ে থাকে তাও আপনি দেখতে পারবেন।

দেখে নেওয়া যাক ভোটার কার্ড ও আধার কার্ড লিংক আছে কিনা কিভাবে দেখবেন

How to Check Aadhar Card and Voter Card Link -

 
  • প্রথমে আপনাকে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক - https://nvsp.in
  • তারপর আপনার সামনে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ National Voter Service Portal খুলে যাবে।
  • তারপর এখান থেকে আপনাকে নিচের দিকে থাকা এপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে।
  • পরবর্তী পেজ ওপেন হবে সেখানে আপনার রেফারেন্স নম্বর অর্থাৎ আপনি লিংক করার সময় যে রেফারেন্স নম্বর দিয়েছিলেন সেটি বসিয়ে সার্চ করবেন। 
  • তারপর আপনার সমস্ত তথ্য চলে আসবে যদি আপনার লিংক হয়ে থাকে তবে স্ট্যাটাস অ্যাকসেপ্টেড দেখাবে। 
Aadhar Card and Voter Card Link - Click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.