রাজ্যে SDO অফিসে নতুন Data Entry Operator কর্মী নিয়োগ বেতন ১৩ টাকা প্রতি মাসে

পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এসডিও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিকটমেন্ট প্রকাশ পেয়েছে। ছয় মাসের চুক্তিতে নিয়োগ করা হবে এবং বিভিন্ন জেলার sub-divisional অফিসে নিয়োগ করা হবে প্রার্থীদের । ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা এপ্লাই করতে পারবেন । wb govt data entry operator job vacancy 2021

পদের নাম - Data Entry Operator (DEO)

মোট শূন্যপদ - ৪ টি

বয়স সীমা - আবেদনকারীর বয়স 18 থেকে 40 এর মধ্যে হতে হবে এবং ০১/০১/২০২১ তারিখ অনুযায়ী হিসাব করতে হবে ।

শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীর এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে প্রার্থীকে থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে যে কোন শাখায় । এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন এ বেসিক কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এর উপর কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের আলাদাভাবে অগ্রাধিকার দেওয়া হবে ।

স্যালারি - প্রতি মাসে ১৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।


বিভিন্ন অফিসে প্রার্থী নিয়োগ করা হবে নিচে অফিসের নাম দেওয়া হলো :-
  1. Office of the D.C (purba Bardhaman)
  2. Office of the S.C (Burdwan Sadar )
  3. Inspectorate office (Burdwan municipality)
  4. Inspectorate office (guskara municipality)

এখানে আবেদন কিভাবে করবেন?

অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে । শনিবার রবিবার এবং ছুটির দিন ছাড়া যেকোনো দিন পাখিরা ড্রপবক্সে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারেন। 

আবেদনপত্র জমা করার ঠিকানা :-

Office of the sub divisional officer, Sadar north, purba Bardhaman

আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে ?

  1. Madhyamik examination admit card
  2. Residential certificate
  3. Graduation certificate with marksheet
  4. Computer application certificate
  5. And work experience certificate (if required)

নির্বাচন কীভাবে করা হবে ?

প্রথমত কম্পিউটার টেস্ট এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের সিলেকশন করা হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬/১১/২০২১ বিকাল 5:30 অবধি ।


আবেদনপত্র অফিশিয়াল নোটিশ ও কিছু গুরুত্বপূর্ণ লিংক নিচে দেওয়া হল 👇

গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.