Results for Graduate Pass Job News

গ্রাজুয়েশন পাস করা প্রার্থীদের জন্য সুখবর, সুপ্রিম কোর্টে চাকরির সুযোগ, বিস্তারিত জানতে প্রতিবেদন পড়ুন!

ফেব্রুয়ারী ০৭, ২০২৫

 
গ্রাজুয়েশন পাস করা প্রার্থীদের জন্য সুখবরসুপ্রিম কোর্টে চাকরির সুযোগবিস্তারিত জানতে প্রতিবেদন পড়ুন!


বর্তমানে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর প্রকাশ করল ভারতের প্রধান আদালত সুপ্রিম কোর্ট। ভারতীয় সুপ্রিম কোর্টের কাজ করার সুযোগ সমস্ত চাকরিপ্রার্থীদের কাছে স্বপ্নের মতো। এই স্বপ্ন পূরণের জন্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ান পক্ষ থেকে সরকারি কর্মী নিয়োগের 

বিজ্প্তি প্রকাশিত হয়েছে।

 এখানে যে কোন বিষয়ে গ্রাজুয়েশন পাস করে থাকলেই চাকরিপ্রার্থীরা এটির জন্য আবেদন করতে পারবে। ওদের নাম বেতন সীমা আবেদনের যোগ্যতা আবেদনের পদ্ধতি এবং শূন্য পদের বিবরণ সংক্রান্ত সমস্ত তথ্যই চাকরিপ্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই এই সমস্ত তথ্য বিশদে জানতে আজকে প্রতিবেদনটি পড়ুন।


নিয়োগ কারী সংস্থা- 

সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া।

পরের নাম- 

জুনিয়র কোড অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ বি (নন গেজেটেড)।

শূন্য পদের সংখ্যা-

 ২৪১ টি।

বয়স সীমা-

সমস্ত রকম চাকরি ক্ষেত্রে একটি বয়সসীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ক্ষেত্রেও সেটি রয়েছে। এখানে বলা হয়েছে যে ০৮/০৩/২০২৫ তারিখের অনুযায়ী ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বয়সি চাকরি প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু এটি সরকারি নিয়োগ সেই কারণে চাকরিপ্রার্থীদের সংরক্ষণের নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমা যথার্থ ছাড় দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা-

সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে যে উল্লেখিত পদে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত গ্রাজুয়েশনের ডিগ্রি রয়েছে যেকোনো বিষয়ে এমন চাকরিপ্রার্থীরাই আবেদন জানাতে পারবেন এই পথটির জন্য। প্রতিবেদনটিতে এটিও বলা হয়েছে যে গ্যাজুয়েশনের ডিগ্রি থাকার পাশাপাশি প্রার্থীকে কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান এবং কম্পিউটারের টাইপিং এর দক্ষতা থাকতে হবে। উল্লেখিত বিষয়ের হল যে প্রার্থীকে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা।

মাসিক বেতন-

প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে যে প্রথম মাস থেকেই মূল বেতন হিসাবে ৩৫,৪০০/- টাকা বেতন পাবে নিযুক্ত কর্মীরা। এবং এটিও বলা হয়েছে যে এর পাশাপাশি একা ধিক সরকারি সুযোগ-সুবিধা নিয়ে প্রতি মাসে মোট বেতনের পরিমাণ হবে প্রায় ৭২,০৪০/- টাকা।

আবেদন পদ্ধতি-

এই পদদির জন্য আবেদন করতে হলে আমাদের প্রথমে www.sci.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি পূরণ করে জমা করতে হবে। প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে যে চাকরিপ্রার্থীরা অবশ্যই আবেদন করার সময় নিজেদের জরুরি ডকুমেন্ট যেমন- আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র, এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যথাযথ সাইজ মেনে ওই নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করতে হবে। এবং সর্বশেষে আবেদনটির জন্য ধার্য করা মূল্য প্রদান করলেই আবেদনটি আদালতের পক্ষ থেকে গ্রহণ করা হবে। এবং প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে এই আবেদন পত্রটি অবশ্যই ০৮/০৩/২০২৫ তারিখের মধ্য সেরে ফেলতে হবে।

আবেদন মূল্য-

সমস্ত চাকরির ফরম ফিলাপের মতো এটির ক্ষেত্রে ও একটি নির্দিষ্ট মূল্য ধার্য করা রয়েছে। সাধারণত, OBC এর EWS চাকরিপ্রার্থীদের জন্য ১০০০ টাকা এবং ST, SC, Ex-servicemen চাকরিপ্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি-

তোমাকে চাকরির ক্ষেত্রেই একটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয় এইটির ক্ষেত্রেও সেটি প্রযোজ্য এখানে প্রথমে একটি অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা এবং কম্পিউটার পরীক্ষার আছে। প্রথম ক্ষেত্রে উত্তীর্ণ হলে চাকরিপ্রার্থীদের পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের টাইপিং দক্ষতার পরীক্ষা করা হবে (এখানে বলা আছে যে প্রার্থীকে অন্ততপক্ষে ৩৫ টা শব্দ লিখতে হবে এক মিনিটে) এবং তারপর একটি বিস্তারিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে যোগ্য চাকরিপ্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগ করবে ভারতীয় শীর্ষ আদালত।

Airports Authority of India Recruitment Notification

সেপ্টেম্বর ০১, ২০২৩

Airports Authority of India তরপ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হল


এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্নাতক পাশেই আবেদন করতে পারবেন। চলুন দেখে নেই কিভাবে আবেদন করবেন ও আরো বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে।

Airports Authority of India Recruitment Notification

Airports Authority of India Recruitment Notification 

রাজ্যে কৃষি দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ ২০২৩

এপ্রিল ০৫, ২০২৩

রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো , মাসিক বেতন ৬০ হাজার টাকা



রাজ্যের এগ্রিকালচার ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়ার তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের যে কোন নাগরিক আবেদন করতে পারবেন। চলুন দেখে নিই কোন কোন পদে নিয়োগ হচ্ছে? মোট শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি আজকের এই প্রতিবেদনে।

Agricultural Insurance Company Of India Recruitment Notification 2023 : 

পদের নাম ও মোট শূন্যপদ : 
মানাগেমেন্ট ট্রেনি মোট শূন্যপদ ৪০ টি

Employment No. : AIC/Rect/MT(40) -2022-23

মাসিক বেতন : ৬০,০০০/- টাকা


আরো চাকরীর খবর : 

IGNOU Recruitment 2023 : Apply Now

ISRO Recruitment 2023 : Apply Now 




বয়স : পাখিদের অবশ্যই ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন করতে হবে, এগ্রিকালচার মার্কেটিং বা এগ্রিকালচারাল বিজনেস ম্যানেজমেন্ট বা রুরাল ম্যানেজমেন্ট এর উপর ৬০% নম্বর পেতে হবে।


শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ : Apply Now 



নিয়োগ পদ্ধতি : কম্পিউটার বেস টেস্টের উপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে।




আবেদন পদ্ধতি : 
  • নিচে দেওয়া লিঙ্ক থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে।
  • আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।






রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ , মাসিক বেতন ৩০ হাজার টাকা

মার্চ ৩১, ২০২৩

শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ , মাসিক বেতন ৩০ হাজার টাকা


রাজ্যের জেলা শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। চলুন দেখে নিই কোন কোন পদে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা বেতন আবেদন পদ্ধতি ইত্যাদি আজকের এই প্রতিবেদনে।

Health Department Recruitment 2023 :



পদের নাম ও মোট শূন্যপদ : 
Office-In-Charge শূন্যপদ ১ টি

Employment No.: 144/DCPU/SW

আরো চাকরীর খবর : 

IGNOU Recruitment 2023 : Apply Now

ISRO Recruitment 2023 : Apply Now 

Data Entry Operator Recruitment : Apply Now 


শিক্ষাগত যোগ্যতা : যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Social Work / Sociology / Psychiatry / Community Resource Management এর উপর পোষ্ট গ্রাজুয়েট করতে হবে এবং ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন : ৩৩,১০০/- টাকা

বয়স : ২৭ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি : লিখিত পরীক্ষা , কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি :
  • অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের নিচে দেওয়া লিঙ্ক থেকে বিজ্ঞপ্তি টি পড়ে নেবেন ও ফর্মটি ডাউনলোড করে নেবেন।
  • সঠিক তথ্য দিয়ে ফরমটি ফিলাপ করবেন তার সাথে বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দেবেন।
  • তারপর একটি মুখ বন্ধ খামে ফর্মটি ভরে দেবেন।
  • খামের উপর লিখতে হবে Application For The Post of ____ ( পদের নাম )।





আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা : DCPU , Social Welfare Section , Office of District Magistrate , Paschim Medinipur , Pin - 721101


আবেদনের শেষ তারিখ : ২৪/০৪/২০২৩





রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ ২০২৩

মার্চ ৩১, ২০২৩

ডাটা এন্ট্রি অপারেটর পদে রাজ্যে কর্মী নিয়োগ , মাসিক বেতন ২০ হাজার টাকা 



রাজ্যের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন দেখে নিই আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়স ইত্যাদি আজকের এই প্রতিবেদনে।

DEO Recruitment Notification 2023 :
পদের নাম ও মোট শূন্যপদ : Data Entry Operator মোট শূন্যপদ ২ টি

Employment No. : R/61/23

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে BCA / Computer Science / B.SC করা থাকতে হবে ৫৫ শতাংশ নম্বর নিয়ে এছাড়া Ms Word, Excel, Power Point , Gem Portal , E- Tender এর কাজ জানতে হবে। এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


আরো চাকরীর খবর : 

IGNOU Recruitment 2023 : Apply Now

ISRO Recruitment 2023 : Apply Now 


বেতন : ২০,০০০/- টাকা 

বয়স : ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ০১/০১/২০২৩ অনুযায়ী।

আবেদন পদ্ধতি :
  • অফলাইনে আবেদন মাধ্যমে করতে হবে প্রার্থীদের।
  • নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেবেন।
  • সমস্ত প্রয়োজনে ডকুমেন্ট সংযুক্ত করে মুখ বন্ধ খামে আবেদন  পত্রটি জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : Office of the Register , University of Calcutta , Senate House , Darbhanga Building , 86/1 , College Street , Kolkata-073





নিয়োগ পদ্ধতি : ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ হবে।


আবেদনের শেষ তারিখ : ১৩/০৪/২০২৩






শ্যামাপ্রসাদ মুখার্জী পোটে কর্মী নিয়োগ ২০২৩

মার্চ ২৮, ২০২৩

রাজ্যের মুখার্জি পোর্টে কর্মী নিয়োগ , মাসিক বেতন ৩২,০০০ টাকা


রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শ্যামাপ্রসাদ মুখার্জী পোটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যে কোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন দেখে নিই কোন কোন পদে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা বয়স মাসিক বেতন আবেদন পদ্ধতি বিস্তারিত আজকের এই প্রতিবেদনে।


কলকাতা বন্দরে কর্মী নিয়োগ ২০২৩ :

IRCTC Recruitment Notification 2023

মার্চ ২৬, ২০২৩

IRCTC - তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো , মাসিক বেতন ৩০ হাজার টাকা 



ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড টুরিস্ম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ IRCTC এর মাধ্যমে রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গ যে কোন জেলার ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখে নিন আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা কোন কোন পদে নিয়োগ হচ্ছে মাসিক বেতন ইত্যাদি আজকের এই প্রতিবেদনে।

IRCTC RECRUITMENT NOTIFICATION 2023 : 


এমপ্লয়মেন্ট নাম্বার : 2023/IRCTC/HRD/Rectt,-I/Tourism Monitors 

পদের নাম : Tourism Monitors 

আরো চাকরীর খবর : 

CRPF Recruitment Notification 2023 : Apply Now 
Reliance Jio Recruitment Notification 2023 : Apply Now
Kolkata Municipal Corporation Recruitment Notification 2023 : Apply Now
Food Corporation Of India Recruitment 2023 : Apply Now

মোট শূন্যপদ : ৮ টি

বয়স : আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতেই হবে ০১/০৪/২০২৩ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন : ৩০,০০০/-




শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত পাওয়া প্রতিষ্ঠান থেকে টুরিজিমের উপর তিন বছরের ব্যাচেলার ডিগ্রী থাকতে হবে অথবা তিন বছরের ব্যাচেলর ডিগ্রী সহ এক বছরের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের।

আবেদন পদ্ধতি :
  • নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নেবেন।
  • ফর্মটি ফিলাপ করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন তারপর ফর্মটি ফিলাপ করবেন এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে উপস্থিত হতে হবে ইন্টারভিউর স্থানে।

ইন্টারভিউ এর স্থান : Hotel Polo Floater 9 , Jetty , 10 Strand Road , B.B.D Bagh , Kolkata - 01

ইন্টারভিউ তারিখ : ০৫/০৪/২০২৩ এবং ০৬/০৪/২০২৩ 


নিয়োগ স্থান : Kolkata, Guwahati , Bihar










West Bengal Municipal Corporation Recruitment 2023

মার্চ ২৫, ২০২৩

রাজ্যে মিউনিসিপাল কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ 


রাজ্য সকল চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।

দেখে নিন কোন কোন পদে নিয়োগ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন ও আবেদন পদ্ধতি আজকের এই প্রতিবেদনে।

West Bengal Municipal Corporation Recruitment 2023 : 


পদের নাম :
  • Sub Assistant engineer ( Mechanical)
  • Deputy Analyst
  • Assistant Analyst
  • Sub Assistant engineer ( Electrical)
  • Sub Assistant engineer ( Civil )

মোট শূন্যপদ :
  • Sub-Assistant engineer (Mechanical) : ১০ টি
  • Deputy Analyst : ২ টি
  • Assistant Analyst : ৫ টি
  • Sub Assistant Engineer (Electrical) : ১০ টি
  • Sub Assistant Engineer ( Civil ) : ৬৭ টি

মাসিক ভাতা : 
  • Sub Assistant Engineer : Pay Scale ১২ অনুযায়ী দেওয়া হবে বেতন।
  • Deputy Analyst : Pay Scale ১৬ অনুযায়ী দেওয়া হবে বেতন।
  • Assistant Analyst : Pay Scale ১১ অনুযায়ী দেওয়া হবে বেতন।


বয়স : 
উক্ত পদগুলির জন্য ৩৯ বছরের মধ্যে হবে ০১/০১/২০২৩ অনুযায়ী।



শিক্ষাগত যোগ্যতা :
  • Sub-Assistant engineer (Mechanical) : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে।
  • Deputy Analyst : মাইক্রো বায়োলজি বা বায়োকেমিষ্টির উপর মাস্টার্স করা থাকতে হবে ।
  • Assistant Analyst : কেমিস্ট্রি, বায়ো কেমিস্ট্রি বা ফুট টেকনোলজির উপর গ্রাজুয়েশন করা থাকতে হবে।
  • Sub Assistant Engineer (Electrical) : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে।
  • Sub Assistant Engineer ( Civil ) : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে।

নিয়োগ পদ্ধতি :
Sub Assistant Engineer পদ গুলির জন্য লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট দিতে হবে তারপর প্রার্থী নিয়োগ করা হবে।

Deputy Analyst ও Assistant Analyst পদগুলির নিয়োগ পদ্ধতি কিছু দিনের মধ্যে অফিশিয়াল ওয়েব সাইটে প্রকাশিত করে দেয়া হবে।


আবেদন মূল্য :
General এবং OBC দের জন্য ১৫০ টাকা এছাড়া SC/ST দের জন্য ৫০ টাকা ।


আবেদন পদ্ধতি :
  • অনলাইনের মাধ্যমে নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন করতে হবে।
  • সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করতে হবে তারপর আবেদনমূল্য জমা করতে হবে, প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য।
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিফিকেশনটি একবার ভালো করে পড়ে নেবেন।

আবেদন শুরুর তারিখ : ৩০/০৩/২০২৩

আবেদন শেষের তারিখ : ৩০/০৪/২০২৩




West Bengal State University তরপ থেকে প্রচুর কর্মী নিয়োগ

মার্চ ২৪, ২০২৩

প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ




প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার নাগরিকরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি জানতে নীচে রইলো বিস্তারিত আজকের প্রতিবেদন। 




West Bengal State University Recruitment 2023 :


পদের নাম - Project Associate


বয়স -  ২১ বছরের অব্যসই হতে হবে অথবা তার বেশি।



শিক্ষাগত যোগ্যতা - যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস করলে এবং ৫৫ শতাংশ নম্বর থাকলে সহ Net/Gate থাকলে আবেদন করতে পারবেন।


বেতন - প্রতি মাসে বেতন ৩১০০০/- টাকা । 


আবেদন পদ্ধতি -

তেমন কোন আবেদন পদ্ধতি নেই সরাসরি ইন্টারভিউর দিন বায়োডেটা নিয়ে উপস্থিত থাকলেই হবে এবং প্রয়োজনীয় পরিচয় পত্র , মার্কশীট ইত্যাদি


কোন পদের উপর নিয়োগ হবে ?

Zoology Department


 ইন্টারভিউএর তারিখ তারিখ - ০৩/০৪/২০২৩


নিয়গ পদ্ধতি - ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে ।



Official Notification

Official Website

জেলা পরিষদ অফিসে কর্মী নিয়োগ 2022 | BongEdutech.com

নভেম্বর ০৭, ২০২২

নদীয়া জেলা পরিষদ অফিসে কর্মী নিয়োগ ২০২২ 


জেলা পরিষদ অফিসের চুক্তিভিত্তিকভাবে কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ হবে। রাজ্যের যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবে। দেখে নিন আবেদন পদ্ধতি বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন নিয়োগ পদ্ধতি ইত্যাদি আজকের এই প্রতিবেদনে দেওয়া হল।


পদের নাম ও মোট শূন্যপদ :- 
District Assistant Co- Ordinator মোট শূন্যপদ ২ টি ( ১ জন Technical এবং ১ জন Non Technical )




শিক্ষাগত যোগ্যতা :- 

Non Technical দের জন্য যেকোন বিশ্ব বিদ্যালয় থেকে Rural Development/ Social Work এর উপর স্নাতক/ ডিপ্লোমা পাশ করলে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটারে MS Office কাজ জানতে হবে । ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Technical দের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং উপর ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটারে MS Office কাজ জানতে হবে । ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।






বয়স সীমা :- ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন ০১/০১/২০২২ অনুসারে।






বেতন : ২৪,০০০/- টাকা মসিক বেতন উক্তি পদ গুলোর জন্য।







আরো চাকরির খবর :- 

SAIL এ প্রচুর কর্মী নিয়োগ  - Apply Now

WBPSC তরপ থেকে প্রচুর কর্মী নিয়োগ - Apply Now




আবেদন পদ্ধতি :
১)অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২)নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নীচে দেওয়া হয়েছে।
৩)আবেদন করির অবশ্যই মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে রেজিষ্ট্রেশন করার সময়।







নিয়োগ পদ্ধতি : 
ইন্টারভিউ এবং নম্বরের ভিত্তিতে পার্থী নিয়োগ করা হবে।






আবেদনের শেষ তারিখ : ১৬/১১/২০২২









WBPSC Recruitment Notification 2022

নভেম্বর ০৭, ২০২২

WBPSC -মাধ্যমে রাজ্যে শ্রম দপ্তর থেকে প্রচুর কর্মী নিয়োগ 





পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে  ইতি মধ্যে প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরের অধীনে ফ্যক্টরি সার্ভিস ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে ।




PSC Inspector of Factories Recruitment 2022 -এ ভারতবর্ষের নাগরিক আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের নাগরিক অর্থাৎ উভয়ই যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবে। সংরক্ষিত আবেদনকারীদের জন্য কোন প্রকার আবেদন মূল্য লাগবে না। 





West Bengal PSC Recruitment 2022 : এ আবেদনর যোগ্যতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন মূল্য, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, বয়স সীমা, নীয়গ পদ্ধতি, মোট শূন্য পদ ইত্যাদি জানতে নীচের বিস্তারিত লেখা গুলো সম্পূর্ণ পড়ুন। 




পদের নাম - lnspector of Factories 



মাসিক বেতন - 67,300 - 1,73,200 টাকা 



মোট শূন্যপদ - সবমিলিয়ে মোট শূন্য পদ 09 টি নিয়গ করা হবে। 



আবেদন শুরু - 10/11/2022

আবেদন শেষ - 1/12/2022



বয়স সীমা - আবেদনকারী বয়স 01/01/2022 অনুযায়ী 36 বছরের কম হতে হবে। সরকারী নিয়ম অনুযায়ী বয়সে ছার থাকবে। 




আবশ্যিক যোগ্যতা -
  1. এই পদে আবেদনের জন্য উপযুক্ত বিষয়ে ডিগ্রী থাকতে হবে। 
  2. ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 
  3. আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নটিশ দেখুন। 




আরও চাকরির খবর :-

মাসিক বেতন ২৪,০০০ টাকা রাজ্যর জেলার পরিষদে কো- অর্ডিনেটর পদে চাকরী : APPLY NOW 





আবেদন মূল্য - General/ OBC / EWS  আবেদনের জন্য  210 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে । SC, ST দের জন্য কোনপ্রকার আবেদন মূল্য লাগবে না। 








আবেদন পদ্ধতি - 

  1. অনলাইনের মাধ্যমে অবেদন করতে হবে। 
  2. প্রথমে নিজের নাম রেজিষ্ট্রেশন করতে হবে ।
  3. নিম্নে উল্লেখিত ডকুমেন্টস গুলো যোগ করতে হবে। 
  4. নির্ভুল ভাবে ফ্রম ফিলাপ করতে হবে। 
  5. সবশেষে অবেদন পত্র সাবমিট করতে হবে। 
  6. অনলাইনে আবেদনে শেষ তারিখ ।1/12/2022 (3:00PM)
  7. আবেদন করার আগে একবার ভালো করে পড়েনিতে হবে। 









Apply online : Click Here (Update soon)  



Indo- Tibetan Border Police Force Recruitment Notification 2022

সেপ্টেম্বর ২৮, ২০২২

Indo-Tibetan Border Police Force- এ হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন 25,000/-, মোট শূন্যপদ 23টি - এখনই অনলাইনে আবেদন করুন



ভারত সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অধীনে ইন্দো তিবব্বত বর্ডার পুলিশ ফোর্স (Indo-Tibetan Border Police Force)- এ হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।


যেকোনো ভারতীয় নাগরিকই এই পদের জন্য যোগ্য। পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীরা 13/10/2022 তারিখ থেকে 11/11/2022 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন।

পদের নাম, শূন্য পদের সংখ্যা কয়টি, বেতন এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।

পদের নাম :-
Head Constable

মোট শূন্যপদ :- 23টি (Male-20, Female-03)

শিক্ষাগত যোগ্যতা :-
যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওলজিতে ডিগ্রী থাকতে হবে।

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 11/11/2022 তারিখে 20 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন :- মাসিক বেতন 25,000 টাকা থেকে 81,000/- টাকা

আবেদন ফি :- UR প্রার্থীদের 100/- টাকা আবেদন ফি হিসাবে দিতে হবে। Female/Ex-servicemen/SC/ST প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি :-
1. লিখিত পরীক্ষা
2. ফিজিক্যাল টেস্ট
3. মেডিকেল টেস্ট
4. ডকুমেন্ট ভেরিফিকেশন

আবেদন করার পদ্ধতি :- www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে
গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । আবেদন করার সময় বৈধ ইমেইল আইডি এবং ফোন নাম্বর থাকতে হবে। আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশটি অবশ্যই ভালোভাবে পড়ে নিন।


অনলাইন আবেদনের শুরুর তারিখ :- 13/10/2022


অনলাইন আবেদনের শেষ তারিখ :- 11/11/2022




Official Notification



Sports Authority of India Recruitment Notification 2022

সেপ্টেম্বর ২৮, ২০২২

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ 93, মাসিক বেতন 60,000/- এখনই অনলাইনে আবেদন করুন



মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার এন্ড স্পোর্টস এর অধীনে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফিজিওথেরাপিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ট্রোলিং এক্সপার্ট, ফিজিওলজিস্ট, সাইকোলজিস্ট, নিউট্রিশনিস্ট ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে।যেকোনো ভারতীয় নাগরিকই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।





পদের নাম, শূন্য পদের সংখ্যা কয়টি, শিক্ষাগত যোগ্যতা, বেতন এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের দেখুন।



পদের নাম ও মোট শূন্যপদ :- 
Physiotherapist - 20
Strength & Conditioning Experts - 20
Physiologist - 10
Pychologist - 10
Biomechanics - 10
Nutritionist - 10
Anthropometrist - 13




বেতন :- মাসিক বেতন 60,000/- টাকা




শিক্ষাগত যোগ্যতা :-
1. যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলার ডিগ্রী থাকতে হবে।
2. এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।





আবেদন করার পদ্ধতি :- https://sportsauthorityofindia.gov.in/saijobs/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদনকারীর অবশ্যই বৈধ mail id ও ফোন নাম্বার দিতে হবে। এছাড়াও প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে ।





নিয়োগ পদ্ধতি :-
ইন্টারভিউ
(Additional Qualification-15, Work Experience-10, Work Experience in Sports Establishment-10)






অনলাইন আবেদনের শেষ তারিখ :- 30/09/2022





Official Notification


SBI PO Recruitment Notification 2022

সেপ্টেম্বর ২৪, ২০২২

রাজ্যে স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে


রাজ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ইতিমধ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। সব মিলিয়ে মোট ১৬৭৩ টি কর্মী নিয়োগ হবে।


SBI Recruitment Notification 2022 : সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিচে দেওয়া লিঙ্ক থেকে। ভারতবর্ষের যে কোন নাগরিক আবেদন করতে পারবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হলে আবেদন করতে পারবেন।


SBI Probationary Officer Recruitment 2022 : দেখে নিন শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদনমূল্য ,মোট শূন্যপদ, বয়স সীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি আবেদন শুরুর ও শেষের তারিখ ,ইত্যাদি আজকের এই প্রতিবেদনে

SBI PO Recruitment 2022 :- 


পদের নাম :- Probationary Officer


মোট শূন্যপদ :- ১৬৭৩ টি


মাসিক বেতন :- 41,960/- টাকা 


বয়সসীমা :- ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে ০১/০৪/২০২২ অনুযায়ী।


শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে যে কোন বিষয়ে।

নিয়োগ পদ্ধতি :-  লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ হবে।

আবেদন মূল্য :-
General দের ৭৫০/- টাকা এবং SC,ST দের জন্য কোন প্রকার আবেদন মূল্য লাগবে না।



আবেদন পদ্ধতি :- 
  • অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন।
  • প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং নির্ভুলভাবে ফরমটি ফিলাপ করবেন।
  • ফর্মটি ফিলাপ করার আগে অফিশিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন।
  • নোটিসে উল্লেখিত ডকুমেন্টস গুলি স্ক্যান করে দেবেন।
  • সবশেষে আবেদন ফ্রি জমা করবেন এবং ফরমটি সাবমিট করবেন।



অনলাইন আবেদনের শেষ তারিখ : ১২/১০/২০২২



রাজ্যে মিড ডে মিল প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

সেপ্টেম্বর ২০, ২০২২

রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে কর্মী নিয়োগ - এখনই অফলাইনে আবেদন করুন

পশ্চিমবঙ্গ সরকারের জয়পুর (মুর্শিদাবাদ) সাব- ডিভিশনাল অফিসে মিড-ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম, শূন্য পদের সংখ্যা কয়টি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।

পদের নাম :- DEO (Data Entry Operator)

মোট শূন্যপদ :- 01 টি 

শিক্ষাগত যোগ্যতা :-
1. যে কোন বিষয় নিয়ে স্নাতক বা গ্রাজুয়েশন পাশ করতে হবে।
2. কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।

বেতন :- মাসিক বেতন 13,000/- টাকা

বয়সসীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 21থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ST/SC প্রার্থীরা 5 এবং OBC প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :- অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইট www.murshidabad.gov.in -এ গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ
নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। যেকোনো ওয়ার্কিং ডে-তে সকাল 11 টা থেকে বিকেল 4 টের মধ্যে আবেদন পত্র জমা করতে পারবেন। আবেদন করার পূর্বে অফিশিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নিন।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- Data Entry Operator (DEO), Cooked Mid Day Meal Program for Dhuliyan Municipality under Jaipur Sub-Division, Murshidabad.

প্রয়োজনীয় ডকুমেন্টস :-
Self-attested সহ যে সমস্ত ডকুমেন্টগুলি সংযুক্ত করতে হবে সেগুলি হল-
1. ভোটার কার্ড/প্যান কার্ড/আধার কার্ড 
2. বয়সের প্রমাণপত্র 
3. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট কম্পিউটার সার্টিফিকেট
4. কাস্ট সার্টিফিকেট 
5. পাসপোর্ট সাইজ ফটো
6. অভিজ্ঞতার সার্টিফিকেট

নিয়োগ পদ্ধতি :- কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ

নিয়োগের স্থান :- মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান মিউনিসিপালিটি

অফলাইন আবেদনের শেষ তারিখ :- 01/11/2022, 4 P.M.


রাজ্যে স্কুলে টিচিং ও গ্রুপ ডি কর্মী নিয়োগ ২০২২

সেপ্টেম্বর ২০, ২০২২

রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ ডি কর্মী নিয়োগ- এখনই অনলাইনে আবেদন করুন



জলপাইগুড়ি জেলার একলব্য মডেল রেসিডেনটিআই স্কুল (ইংলিশ মিডিয়াম) বিদ্যালয়ে গ্রুপ ডি এবং বিষয় ভিত্তিক শিক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জীবন-বিজ্ঞান, গণিত, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা এবং অর্থনীতিবিদ্যা- এই পাঁচটি বিষয়ে গেস্ট লেকচারার নিয়োগ নিয়োগ করা হবে । যেকোনো ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীরা তাদের আবেদনগুলি 22 শে সেপ্টেম্বর, 2022 এর আগে অনলাইনের মাধ্যমে জমা দিতে পারেন। 

রাজ্যের গেস্ট লেকচারার নিয়োগ :- পদের নাম, শিক্ষাগত যোগ্যতা , শূন্যপদ সংখ্যা কয়টি আছে, বেতন এবং অন্যান্য বিস্তারিত বিবরণের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।

পদের নাম : (Group –D)
মোট শূন্যপদ : ৫ টি


বয়সসীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা :-
গ্রুপ ডি পদে নিয়োগ করার ক্ষেত্রে নির্দিষ্ট কোন শিক্ষাগত যোগ্যতার উল্লেখ অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়নি। 
কিন্তু ধারণা করা যায় নিম্নতম যোগ্যতা অষ্টম পাশ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন ।
মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।



পদের নাম :- গেস্ট লেকচারাল (Life Sciences, Mathematics, Chemistry, Physics and Economics)

মোট শূন্যপদ :- পাঁচটি বিষয়ের জন্য একটি করে মোট শূন্য পদের সংখ্যা 5 টি


শিক্ষাগত যোগ্যতা :-
1. সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্যাজুয়েট বা স্নাতকোত্তর পাশ হতে হবে।
2.সঙ্গে অবশ্যই প্রার্থীর B.ED কমপ্লিট করা থাকতে হবে।

এছাড়াও কমপক্ষে দুবছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

বেতন :- প্রতি মাসে 12,000/- টাকা

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/09/2022 তারিখে 40 বছরের উর্ধ্বে হওয়া যাবে না। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :-
https://jalpaiguri.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীর অবশ্যই বৈধ ইমেইল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট :-
যে সমস্ত ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
1.পাসপোর্ট সাইজ ছবি 
2.স্বাক্ষর 
3. বয়সের প্রমাণপত্র 
4. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট 
5. অভিজ্ঞতার সার্টিফিকেট।

নিয়োগ পদ্ধতি :- ইন্টারভিউ মাধ্যমে

নিয়োগের স্থান :- 
Eklabya Model Residentiai School (English Medium), Nagrakata, PO. Nagrakata, District-Jalpaigur


অনলাইন আবেদনের শেষ তারিখ :- 22/09/2022, 5 P.M.


Official Notification 

Calcutta University Job Notification 2022

সেপ্টেম্বর ১৪, ২০২২

রাজ্যের ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রফেসর নিয়োগ, মোট শূন্য পদ 67 টি


রাজ্যের ইউনিভার্সিটিতে 67 টি শূন্য পদে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর প্রভৃতি বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো চাকরি প্রার্থী এই পদের জন্য যোগ্য।


শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।


পদের নাম :-
প্রফেসর 
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর 

মোট শূন্যপদ :- 67 টি 

শিক্ষাগত যোগ্যতা :- 


প্রফেসর - এই পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে Ph.D থাকতে হবে এবং সঙ্গে UGC অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ফিল্ডে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসোসিয়েট প্রফেসর - এই পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে Ph.D থাকতে হবে এবং সঙ্গে UGC অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ফিল্ডে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর :- এই পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে 50 শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর /Post Graduate করা থাকতে হবে এবং সঙ্গে UGC/CSIR -এর NET পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে।

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন :- মাসিক বেতন 57,700/ থেকে 1,82,400/- টাকা
 
আবেদন পদ্ধতি :-   
1. অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
2. প্রথমে অফিসিয়াল লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে ( লিঙ্ক নিচে দেওয়া হয়েছে)।
3. আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সহ নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
4. আবেদন পত্র জমা দেওয়ার পূর্বে অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে নিন।

অফলাইন আবেদনের শেষ তারিখ :- 11 অক্টোবর, 2022

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- The Office of the Hon'ble Vice-chancellor, University of Calcutta, Darbhanga Building, 1st Floor, 87/1 College Street, Kolkata - 700073

আবেদন ফ্রি :-
550/-টাকা (General) 
250/- টাকা (OBC)। 
SC/ST এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনোরকম আবেদন ফ্রি লাগবে না ।

নিয়োজিত ডিপার্টমেন্টগুলির নাম :- যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেগুলি হল-
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, পলিমার সায়েন্স এন্ড টেকনোলজি এবং অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে ।



রাজ্যের ইউনিভার্সিটিতে ‘নন টিচিং স্টাফ’ নিয়োগ -এখনই অফলাইনে আবেদন করুন

সেপ্টেম্বর ১৪, ২০২২


রাজ্যের ইউনিভার্সিটিতে ‘নন টিচিং স্টাফ’ নিয়োগ -এখনই অফলাইনে আবেদন করুন



জেলার বিশ্ববিদ্যালয়ের নন স্টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন । যোগ্য প্রার্থীরা অফলাইনে এর মাধ্যম 18 অক্টোবর, 2022 তারিখে বা তার আগে তাদের আবেদন জমা দিতে পারেন।


পদের নাম, শিক্ষাগত যোগ্যতা , শূন্যপদ সংখ্যা কয়টি আছে, বেতন এবং অন্যান্য বিস্তারিত বিবরণের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।


West Bengal Non Teaching Staff Recruitment 2022 :- 


পদের নাম :- টেকনিক্যাল অফিসার- III (University Science Instrumentation Centre) 

মোট শূন্যপদ :- 1 টি 

বয়স সীমা :  আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 40 বছরের মধ্যে হতে হবে ।

বেতন :- 1,44,200 টাকা-2,18,200 টাকা ( পে লেভেল 14)

শিক্ষাগত যোগ্যতা :- 
যেকোনো শাখায় স্নাতক অথবা ইলেকট্রনিক্স /রেডিও ফিজিক্স এবং ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইন্সটুমেনটেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সটুমেনটেশন /অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স এন্ড ইন্সটুমেনটেশনে B.E/ B.Tech কোর্স করে থাকতে হবে। যেকোনো শাখায় 55 শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর অথবা ইলেকট্রনিক্স/রেডিও ফিজিক্স এবং ইলেকট্রনিক্স /ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন /ইন্সটুমেনটেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সটুমেনটেশন /অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স এন্ড ইন্সটুমেনটেশনে এ M.E/M. Tech থাকতে হবে এবং সাইন্স/ ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি গ্রুপে Ph.D থাকতে হবে ।

স্টেট ব্যাংকের তরপ থেকে সকল ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ দেওয়া হবে : APPLY NOW 





পদের নাম :- টেকনিক্যাল অফিসার- I (University Science Instrumentation Centre) 

মোট শূন্যপদ :- 01টি (UR)

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 30 নিচে হওয়া যাবে না ।

বেতন :- 57,270 টাকা-1,82,400 টাকা ( পে লেভেল 10)

শিক্ষাগত যোগ্যতা :- 
যে কোন শাখায় স্নাতক অথবা ইলেকট্রনিক্স /ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ ইন্সটুমেনটেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সটুমেনটেশন /অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স এন্ড ইন্সটুমেনটেশন – এ B.E/B.Tech কোর্স করে থাকতে হবে ।
এছাড়া একাডেমিক ইনস্টিটিউট/ রেপুটেড ল্যাবটারিতে অন্ততপক্ষে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ।
 এছাড়াও সাইন্স/ ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি গ্রুপে Ph.D কোর্স, কম্পিউটেশনাল মডেলিং এ জ্ঞান এবং হ্যান্ডেলিং সফিস্টিকেটেড এনালাইটিক্যাল ইন্সটুমেনটেশনে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন।





পদের নাম :- ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার-I

মোট শূন্যপদ :- 01টি (UR)

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 35বছরের মধ্যে হতে হবে ।

বেতন :- 79,800 টাকা-2,11,5007 টাকা ( পে লেভেল 12)

শিক্ষাগত যোগ্যতা :- 
পদার্থবিদ্যা অথবা ইলেকট্রনিক্স এ স্নাতক কোর্স করে থাকতে হবে অথবা ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ ইন্সটুমেনটেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সটুমেনটেশন /অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স এন্ড ইন্সটুমেনটেশনে B.E/B.Tech কোর্স করে থাকতে হবে ।
এনালাইটিকাল ইন্সটুমেন্ট অথবা হ্যান্ডেলিং সফিস্টিকেটে ইলেকট্রনিক্স এ দক্ষতা থাকলে কাজে অগ্রাধিকার পাবেন ।
এছাড়াও ইলেকট্রনিক্স /Instrumentation in an Academic Institute অথবা ইন্ডাস্ট্রিতে অন্ততপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।






পদের নাম :- কো অর্ডিনেটর ফর SC/ST Cell-I

মোট শূন্যপদ :- 01টি (UR)

বয়স সীমা: - আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 30 বছরের নিচে হওয়া যাবে না ।
বেতন: - বেতন: - 57,700 টাকা-1,82,400 টাকা ( পে লেভেল 10)
শিক্ষাগত যোগ্যতা: -
যেকোন শাখায় স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে ।
এছাড়াও এডমিনিস্ট্রেটিভ অথবা একাডেমিক পজিশন হিসেবে বিশ্ববিদ্যালয় অথবা কলেজে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ।
ডাটা এনালাইসিস অথবা স্ট্যাটিস্টিকালে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন ।






পদের নাম :- প্রজেক্ট অফিসার (Department of Lifelong Learning)

মোট শূন্যপদ :- 01টি (UR)

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 30 বছরের নিচে হওয়া যাবে না ।

বেতন :- 57,770 টাকা-1,82,400 টাকা ( পে লেভেল 10)

শিক্ষাগত যোগ্যতা :- গুড একাডেমিক রেকর্ড নিয়ে স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে অথবা সোশ্যাল সাইন্স গ্রুপ অথবা এডুকেশনে অন্ততপক্ষে 55 শতাংশ নম্বর সহ যেকোনো ফরেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে ।
সোশ্যাল সাইন্স অথবা এডুকেশনে M.Phill/ Ph.D কোর্স করে থাকতে হবে ।






আবেদন পদ্ধতি :-
1. অফলাইনে আবেদন করুন ।
2. আবেদনপত্র ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন। (লিঙ্ক নিচে দেওয়া হয়েছে)।
3.তারপর আবেদন ফরম্যাট ডাউনলোড করুন এবং কোনো ভুল ছাড়াই যথাযথ বিবরণ সহ ফর্মটি পূরণ করুন।
4. উল্লিখিত সমস্ত ডকুমেন্ট সহ পোস্ট/ কুরিয়ার/ হাতে নিদিষ্ট ঠিকানায় জমা দিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করার পর বন্ধ খামের উপর লিখুন "অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ…………" (যে পদে আবেদন করবেন) ।
প্রয়োজনীয় ডকুমেন্ট: - Self-Attested সহ নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে:
1. বয়সের সার্টিফিকেট
2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
3. দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
4. কাস্ট সার্টিফিকেট


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের নিচের দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি জমা করতে হবে ।
The University of Burdwan, Golden Jubilee Building, Nurse Quarter More, Purba Bardhaman- 713104, West Bengal




আবেদন ফ্রি :-
 টেকনিক্যাল অফিসার-III পদের জন্য জেনারেল প্রার্থীদের 1500 টাকা এবং অন্যান্য প্রার্থীদের 1000/- টাকা আবেদন ফি লাগবে ।
 এছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে জেনারেল প্রার্থীদের 1000 টাকা এবং অন্যান্য প্রার্থীদের 700 টাকা আবেদন ফি লাগবে।




নিয়োগের স্থান :- বর্ধমান বিশ্ববিদ্যালয়





অফলাইন আবেদনের শেষ তারিখ :- 18/10/2022, 5 P.M.







Blogger দ্বারা পরিচালিত.