LIC Golden Jubilee Scholarship 2021 Full Details | আবেদন পদ্ধতি যোগ্যতা আবেদনের শেষ তারিখ সমস্ত জরুরী তথ্য

LIC Scholarship 2021 অনলাইন আবেদন শুরু। মাধ্যমিক এবং HS পাস করা শিক্ষার্থীদের জন্য LIC সুবর্ণ জয়ন্তী বৃত্তি 2021। www.licindia.in ওয়েবসাইটের মাধ্যমে LIC বৃত্তি 2021 এর জন্য অনলাইনে আবেদন করুন এবং উপযুক্ত ছাত্রছাত্রীরা বৃত্তির পরিমাণ পাবেন।


LIC Scholarship এর  উদ্দেশ্য- LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপ ২০২১ -এর মূল উদ্দেশ্য হল মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করা, যারা আর্থিকভাবে দুর্বল। তাদের উচ্চ শিক্ষার জন্য তাদের সহায়তা প্রদান করুন। এই বৃত্তি ভারতের সরকারি বা বেসরকারি স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য প্রদান করা হবে।


লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া (LIC) - আর্থিকভাবে দুর্বল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাগত বৃত্তি প্রদান করে। এলআইসি সুবর্ণ জয়ন্তী বৃত্তি 2021 অনলাইন আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর। দশম ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীরা LIC স্কলারশিপ 2021 এর জন্য আবেদন করতে পারে। আর্টস, সায়েন্স, কমার্স, টেকনিক্যাল এবং ভোকেশনাল কোর্সের শিক্ষার্থীরাও এই স্কলারশিপ স্কিমের জন্য আবেদন করতে পারে

LIC Golden Jubilee Scholarship 2021 Full Details

LIC Scholarship 2021 ডিটেলস -

বৃত্তিটির নাম - LIC Scholarship 2021 ভারতীয় কর্তৃপক্ষ জীবন বীমা কোম্পানি ( LIC Scholarship 2021)

যোগ্যতা - HS, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, ITI, ভোকেশনাল 

বার্ষিক পারিবারিক আয়ের সীমা - সর্বোচ্চ বার্ষিক আয় 1,00,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক(10th) বা HS-এ (12th) ন্যূনতম শতকরা 60% নম্বর প্রয়োজন

আবেদন পদ্ধতি- অনলাইনের শেষ তারিখ 31 ডিসেম্বর 2021।


স্কলার্শিপ টি দুই ভাবে দেওয়া হবে

  1. Regular Scholarship
  2. Special Girl Child Scholarship

  • রেগুলার স্কলার এর জন্য  Students-2019-2020 শিক্ষাবর্ষে কমপক্ষে 60% নম্বর নিয়ে দশম বা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বার্ষিক পারিবারিক আয় 2,00,000 টাকার বেশি হলে হবে না ।
  • শিক্ষার্থীরা মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েশন (যেকোন শাখায়), ডিপ্লোমা কোর্স, ভোকেশনাল কোর্সে ভর্তি হয়েছে এরকম ছাত্র-ছাত্রীরাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারে।
  • PG ( পোস্ট গ্রাজুয়েট) শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবে না।


স্কলারশিপের টাকা দিয়ে নিন্মলিখিত ভাবে দেওয়া হবে

1) টাকার পরিমাণ নির্বাচিত রেগুলার স্কলারকে বার্ষিক 20,000 প্রদান করা হবে এবং এটি তিন মাসে ভাগ ভাগ করে দেওয়া হবে।

2) উচ্চ মাধ্যমিক (10+2) কোর্সে অধ্যয়নরত নির্বাচিত স্পেশাল গার্ল চাইল্ড এর জন্য বার্ষিক 10,000 করে পাবেন।

LIC স্কলারশিপের পরিমাণ সরাসরি ব্যাংক ট্রান্সফার/NEFT পদ্ধতিতে পাঠানো হবে। সুতরাং, অনলাইনে আবেদনের সময় অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ভালোভাবে দেবেন।

LIC রেগুলার স্কলার শিক্ষার্থীদের জন্য কোর্সের পুরো সময়কাল এবং স্পেশাল গার্ল চাইল্ড স্কলার শিক্ষার্থীদের জন্য দুই বছরের জন্য গোল্ডেন জুব্লি বৃত্তি দেওয়া হবে।

LIC বৃত্তি পুনর্নবীকরণ আবেদন করার জন্য প্রার্থীকে পেশাগত ধারাগুলিতে 55% এর বেশি এবং শিল্প/বিজ্ঞান/বাণিজ্য স্নাতক কোর্সে 50% নম্বর বা সমতুল্য গ্রেড অর্জন করতে হবে। অন্যথায়, বৃত্তি বন্ধ করা হবে।

কি কি ডকুমেন্ট লাগবে নিচে দেওয়া হল - 

  • Marksheet/Result of the Last Exam Passed.
  • Income Certificate Affidavit (for self-employed parents) or Salary Slip, Form 16B, ITR etc (for employed parents).
  • Castle Certificate (যদি থাকে).
  • EWS Certificate (যদি থাকে).
  • Passport Size Photograph.
  • Address Proof copy (Adhaar, Voter card ইত্যাদি).
  • Age Proof Certificate (Birth Certificate, Madhyamik Admit ইত্যাদি).
  • Bank Account details (cancelled cheque).
  • Admission receipt.

Apply Online for LIC Golden Jubilee Scholarship - Click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.