কলকাতার গার্ডেন রিচে মাধ্যমিক পাশে আপ্রেন্টিস নিয়োগ | Step by Step Apprentice Form Fill Up

গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড 256 জন ট্রেড এ্যাপ্রেন্টিস গ্যাজুয়েট ও টেকনিশিয়ান এ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।


বিজ্ঞপ্তি নম্বর - App:01/2021

যোগ্যতা, বয়স সীমা, ট্রেনিং এর সময়সীমা, আবেদন পদ্ধতি সমস্ত কিছু বিস্তারিত ভাবে নিচে আলোচনা করা হল  -

1) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস- 170 টি।

ক্রাফটস ম্যান ট্রেনিং স্ক্রিমে অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পাস করা থাকতে হবে এবং ncvt ইসু করা সংশ্লিষ্টদের ট্রেড ন্যাশনাল সার্টিফিকেট থাকতে হবে।

১ সেপ্টেম্বর 2021 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 14 থেকে 24 বছরের মধ্যে হতে হবে ।সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন।

12 মাসের ট্রেনিং হবে এবং ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস আক্ট অনুযায়ী স্টাইপেন দেয়া হবে।

আবেদন করার জন্য যে সমস্ত ট্রেনিং গুলি প্রয়োজন সেগুলি হল- ফিটার, ওয়েল্ডার , ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, পাইপ ফিটার, কার্পেন্টার ড্রাফটসম্যান (মেকানিকাল), প্রোগ্রামিংং এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, মেকানিক মেশিন টুলস মেেনটেনেন্স, পেইন্টার , ইলেকট্রিক মেকানিক (ডিজেল ), ফিটার, সাইক্রেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মেকানিক।


2) ট্রেড এ্যাপ্রেন্টিস - মোট পদ 40 টি

যোগ্যতা - মাধ্যমিক পাস বা তার সমতুল্য ( যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থাকে)।

বয়স -পয়লা সেপ্টেম্বর 2021 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে ।সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন।

12 মাসের ট্রেনিং হবে এবং ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস আক্ট অনুযায়ী স্টাইপেন দেয়া হবে।

ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার এই সমস্ত ট্রেড এ নিয়োগ করা হবে।


3) গ্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এর মোট পদ - 16 টি

ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিগ্রী থাকতে হবে 2018 থেকে 2020 সালের মধ্যে।

বয়স -১ সেপ্টেম্বর 2021 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 14 থেকে 26 বছরের মধ্যে হতে হবে ।সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন।

12 মাসের ট্রেনিং হবে এবং ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস আক্ট অনুযায়ী স্টাইপেন দেয়া হবে।

মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সাইন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি, সিভিল।


4) টেকনিশিয়ান আপ্প্রেন্টিস - ৩০ টি শুন্যপদ আছে ।

সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করা থাকতে হবে তবে এখানে আবেদন করতে পারবেন (২০১৮,২০১৯,২০২০ সালে পাশ করতে হবে )

1 সেপ্টেম্বর 2021 তারিখ হিসেবে বয়স হিসাব করতে হবে প্রার্থীর বয়স 14 থেকে 26 বছরের মধ্যে হতে হবে । তবে সরকারি নিয়ম হিসেবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমা এ ছাড় পেয়ে যাবেন

এখানে ১২ মাস ট্রেনিং দেয়া হবে তবে ট্রেনিং চলাকালীন স্টাইপেন প্রোভাইড করা হবে।

এখানে সাধারণত মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন সিভিল নিয়োগ করা হবে ।


এখানে আবেদন কিভাবে করবেন ?

  1. প্রথম https://apprenticeshipindia.org/ এই ওয়েবসাইটে গিয়ে আগে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম রেজিস্ট্রেশন করাতে হবে ।
  2. গ্রাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস দের https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে ।
  3. তারপর http://www.grse.nic.in/ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন । এছাড়া নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ টি দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন চাইলে Apply Now বাটন থেকে এপ্লাই লিংকে সরাসরি প্রবেশ করতে পারেন ।


আবেদনের শেষ তারিখ - উপরোক্ত পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা 1 অক্টোবর 2021 তারিখ অব্ধি ।


গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.