Kolkata LIC Housing Finance limited job vacancy 2021 | কলকাতা LIC অফিসে চাকরির বিজ্ঞপ্তি

Kolkata LIC Housing Finance limited job vacancy 2021 | কলকাতা LIC অফিসে চাকরির বিজ্ঞপ্তি 

Kolkata LIC Housing Finance limited job vacancy 2021: LIC হাউসিং ফিনান্স লিমিটেড নতুন একটি রিক্রুটমেন্ট অর্থাৎ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে বেশ কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকলে এবং শর্তাবলী যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনারা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন নিচে বিস্তারিতভাবে সম্পূর্ণ টি আলোচনা করা হলো 



পদের নাম ও বিবরণ :-

এখানে সিএসআর (CSR) পদগুলিতে নিয়োগ করা হচ্ছে । 
এখানে অ্যাসোসিয়েট ক্যাডারে এবং অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হচ্ছে ।

মোট শূন্যপদ - এখানে মোট 6 টি শুন্য পদ আছে ।

নিয়োগের জায়গা - কলকাতা , দিল্লি, ব্যাঙ্গালোর ভোপাল ও মুম্বাইতে এই নিয়োগ করা হচ্ছে ।

শিক্ষাগত যোগ্যতা - আবেদনকারীকে সোশ্যাল ওয়ার্ক ফর রুরাল ম্যানেজমেন্ট এর উপর ন্যূনতম 55 শতাংশ নম্বর নিয়ে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করতে হবে । 

অভিজ্ঞতা - কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে ন্যূনতম এক বছরের যেকোনো রেপুটেড সংস্থাতে প্রজেক্ট লাইফ সাইকেল ম্যানেজম্যান্ট মনিটরিং মূল্যায়ন এর ওপর কাজ করতে হবে ।

দক্ষতা - এখানে কিছু স্কিল বা দক্ষতা আর কথা বলা হয়েছে প্রার্থীরা অবশ্যই কমিউনিকেশন স্কিল যেটি লিখিত এবং মৌখিক খুব ভালো হতে হবে এবং মেইনস্ট্রিম বিজনেস মডেল বুঝতে হবে, এছাড়াও রিচার্জ করা বা এনালাইজ করার দক্ষতা থাকতে হবে প্রেজেন্টেশন দেওয়ার স্কিল থাকতে হবে এছাড়া প্রজেক্ট ম্যানেজমেন্ট করার দক্ষতা থাকতে হবে ।

বয়সসীমা - 01/01/2021 অনুযায়ী প্রার্থীকে 23 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে । 

কাজের বিবরণ - এখানে আমি সংক্ষিপ্তসার এ কিছু কাজের বিবরণ দিয়ে রাখলাম আপনারা চাইলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে সম্পূর্ণ বিস্তারিতভাবে কাজের বিবরণ পড়তে পারেন ।
এখানে বলা হয়েছে সিএসআর প্রপোজাল সোর্সিং, প্রজেক্ট ডিজাইন, প্রজেক্ট ইম্প্লেমেন্টেশন, প্রজেক্ট মনিটরিং, আউটকামস অ্যান্ড ফিন্যান্সিয়াল অফ প্রজেক্ট, এক্টিভিটিস ইত্যাদি কাজ করতে হবে ।

আবেদন প্রক্রিয়া - এখানে আবেদন প্রক্রিয়া অনলাইন বলা হয়েছে ।

বেতন - এই পদের জন্য বছরে ৬ থেকে ৯ লক্ষ টাকা বেতন দেয়া হবে ।

কিভাবে আবেদন করবেন ?

আবেদনকারীকে আবেদন করতে হলে নিচে দেওয়া লিঙ্ক থেকে LIC হাউসিং এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং সেখানে গিয়ে নিজের রিজিউম বা বায়োডাটা সাবমিট করতে হবে।

প্রার্থী বাছাই প্রক্রিয়া - 

এখানে দুইটি মাধ্যমের প্রার্থী বাছাই করা হবে -
প্রথমত, শর্ট লিস্টেড প্রার্থীকে একটি অনলাইন টেস্ট নেওয়া হবে ।
দ্বিতীয়ত, অনলাইন টেস্ট একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং তার ওপর ভিত্তি করে একটি ইন্টারভিউ নেওয়া হবে ।
তারপর অনলাইন টেস্ট ও ইন্টারভিউ উভয়ের উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন করা হবে ।

আবেদনের শেষ তারিখ - ইচ্ছুক ব্যক্তিকে 7 জুন 2021 এর আগে আবেদন করতে হবে ।

অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন - Click Here
অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করুন - Click Here
অনালাইনে আবেদন করুন - Click Here

৪টি মন্তব্য:

  1. At the point when the SEER rating is higher the change of electrical energy is more effective and thusly the energy bills are lower for the home. hollywood real estate

    উত্তরমুছুন
  2. I am very much pleased with the contents you have mentioned. I wanted to thank you for this great article. Dan Calugar

    উত্তরমুছুন
  3. A great source of information on finance and business is finance magazines. It is important to subscribe to these magazines if you are in this industry because you will be constantly abreast with the current trends in the market. visit here

    উত্তরমুছুন
  4. However, Benjamin Franklin's advice that "by failing to prepare, you are preparing to fail" frequently falls on deaf ears in the personal environment. canvas llcc

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.