Sitaram Jindal Scholarship Online Form Fill up Step by Step | সিতারাম জিন্দাল স্কলারশিপ সম্পূর্ণ তথ্য

Sitaram Jindal Scholarship Online Form Fill up Step by Step

Sitaram Jindal Scholarship: সীতারাম জিন্দাল ফাউন্ডেশন এর পক্ষ থেকে সমস্ত ধরনের ছাত্র-ছাত্রীদের একটি স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই স্কলারশিপ প্রতিবছরই একাদশ শ্রেণি ছাত্র-ছাত্রীদেরকে শুরু করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং সমস্ত বাকি ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়ে থাকে । তবে প্রত্যেক শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা আলাদা শর্তাবলী দেওয়া হয়েছে, কোন ক্যাটাগরির ছাত্রছাত্রীদের কত টাকা স্কলারশিপ দেওয়া হবে এবং কিকি শর্তাবলী রাখা হয়েছে তার নিচে বিস্তারিতভাবে সম্পূর্ণ আলোচনা করা হলো। 

প্রথম ক্যাটাগরি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ।

স্কলারশিপ অ্যামাউন্ট - এক্ষেত্রে ছেলেদের জন্য মাসে 500 টাকা ও মেয়েদের জন্য মাসে 700 টাকা স্কলার্শিপ দেয়া হবে ।
আগের ক্লাসে নম্বর - এক্ষেত্রে এলিজিবিলিটি পার্সেন্টেজ রাখা হয়েছে ছেলেদের জন্য 60% ও মেয়েদের জন্য 55%, তবে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য কর্নাটকের ছাত্র-ছাত্রীদের জন্য নিয়মটি একটু আলাদা ।
পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য - ছেলেদের ক্ষেত্রে 65% ও মেয়েদের ক্ষেত্রে 60 শতাংশ নম্বর পেতে হবে ।
কর্ণাটক রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য - ছেলেদের ক্ষেত্রে 70% মেয়েদের ক্ষেত্রে 65 শতাংশ নম্বর পেতে হবে। 

দ্বিতীয় ক্যাটাগরি ক্ষেত্রে বলা হয়েছে ITI নিয়ে যে সমস্ত ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে ।

স্কলার্শিপ অ্যামাউন্ট - যে সমস্ত ছাত্র-ছাত্রী সরকারি আই টি আই কলেজে পড়াশোনা করছে তারা মাসে 500 টাকা পাবে ।
এবং যে সমস্ত ছাত্র-ছাত্রী বেসরকারী বা প্রাইভেট আই টি আই কলেজে পড়াশোনা করছে তারা মাসে 700 টাকা করে পাবে ।
শিক্ষাগত যোগ্যতা - আগের ক্লাসে চেলেদের ক্ষেত্রে 45 শতাংশ ও মেয়েদের ক্ষেত্রে 35 শতাংশ নম্বর পেতে হবে ।

তৃতীয় ক্যাটাগরী ক্ষেত্রে বলা হয়েছে যে সমস্ত ছাত্র-ছাত্রী গ্রাজুয়েশন করছে অর্থাৎ ব্যাচেলার নিয়ে পড়াশোনা করছেন ।

এখানে গ্রাজুয়েট কোর্স বলতে বলা হয়েছে , BA BCom BSc BF BCA BBA BBM bachelor of business economics finance bvsc ইত্যাদি ।
স্কলার্শিপ অ্যামাউন্ট - এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি মেয়েদের জন্য ১৪০০ টাকা মাসে দেওয়া হবে ও ছেলেদের জন্য ১১০০ টাকা মাসে দেওয়া হবে । ( তবে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদের জন্য মাসে ১৪০০ টাকা দেয়া হবে )

শিক্ষাগত যোগ্যতা - আগের ক্লাসে চেলেদের ক্ষেত্রে 55% ও মেয়েদের ক্ষেত্রে 50 শতাংশ নম্বর পেতে হবে, তবে এক্ষেত্রেও কর্ণাটক ও পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য অন্য নিয়ম। 
পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে - ছেলেদের জন্য 60 শতাংশ ও মেয়েদের জন্য 55 শতাংশ নম্বর পেতে হবে ।
কর্ণাটক রাজ্যের ছাত্র-ছাত্রীর জন্য - ছেলেদের ক্ষেত্রে ৬৫ শতাংশ ও মেয়েদের ক্ষেত্রে 60 শতাংশ নম্বর পেতে হবে ।

এরপরের ক্যাটাগরিতে আছে পোস্ট গ্রাজুয়েশন কোর্স 

এক্ষেত্রে যেসমস্ত ছাত্রছাত্রীরা মাস্টার্স করছে বিভিন্ন বিষয়ের ওপর তাদেরকে এই স্কলারশিপ দেওয়া হবে । 
স্কলার্শিপ অ্যামাউন্ট - জেনারেল ক্যাটাগরিতে ছেলেদের ক্ষেত্রে ১৫০০ টাকা দেয়া হবে মাসে এবং মেয়েদের ক্ষেত্রে ১৮০০ টাকা বরাদ্দ করা হয়েছে ।

শিক্ষাগত যোগ্যতা - ছেলে দের ক্ষেত্রে ৬০% নম্বর পেতে হবে , মেয়ে দের ক্ষেত্রে ৫৫% নম্বর পেতে হবে । তবে এক্ষেত্রে কর্ণাটক রাজ্যের ক্ষেত্রে অন্য নিয়ম 
কর্ণাটক রাজ্যের ক্ষেত্রে - ছেলেদের জন্য ৬৫% নম্বর পেতে হবে এবং মেয়েদের জন্য ৬০% নম্বর পেতে হবে ।

এরপরের ক্যাটাগরিতে আছে ডিপ্লোমা কোর্স করছে এমন ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ 

এক্ষেত্রে ডিপ্লোমা কোর্স বলতে যে কোন স্ট্রিমস বাসা কাকে বোঝানো হয়েছে সেটা হতে পারে মেডিকেল নার্সিং বা অন্য কিছু ।
স্কলার্শিপ অ্যামাউন্ট - এক্ষেত্রে মেয়েদের জন্য বারোশো টাকা প্রতি মাসে ও ছেলেদের জন্য হাজার টাকা প্রতি মাসে স্কলারশিপ দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আগের ক্লাসে সেলেদের ক্ষেত্রে 55% মেয়েদের ক্ষেত্রে 50 শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। 

এরপরের ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ারিং ও মেডিসিন কোর্স এর কথা বলা হয়েছে 

এক্ষেত্রে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্স যে কোন স্ট্রিম হতে পারে কিংবা গ্রাজুয়েট মেডিসিন কোর্স যেকোনো কিছু হতে পারে যেমন এমবিবিএস বি ফার্মা Mফার্মা হোমিওপ্যাথি ইত্যাদি । 
স্কলার্শিপ অ্যামাউন্ট - যেসমস্ত ছাত্রছাত্রীরা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং করছে তাদের জন্য মেয়েদের ক্ষেত্রে 23 টাকা মাসে ও ছেলেদের জন্য 2000 টাকা মাসে দেওয়া হবে ।
যে সমস্ত ছাত্র-ছাত্রী মেডিসিন কোর্স এর ওপর পড়াশোনা করছে তাদের মধ্যে ছেলেদের জন্য 2500 টাকা মাসে ও মেয়েদের জন্য তিন হাজার টাকা মাসে দেওয়া হবে ।
যে সমস্ত ছাত্র-ছাত্রী পোস্ট গ্যাজুয়েট করছে ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন এর ওপর তাদের ক্ষেত্রে মেয়েদের জন্য 3200 টাকা মাসে ও ছেলেদের জন্য 2800 টাকা প্রতি মাসে দেওয়া হবে ।

শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে প্রতিরোধের জন্য একই রকম শর্তাবলী রাখা হয়েছে ছেলেদের জন্য আগের ক্লাসে পয়ষট্টি শতাংশ নম্বর মেয়েদের জন্য 60 শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে ।

এখানে আবেদন করবেন কিভাবে ? 

এই স্কলার্শিপ এ আবেদন প্রক্রিয়া বলা হয়েছে অফলাইন নিচে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে সুন্দরভাবে সঠিকভাবে ফিলাপ করে নিচে দেওয়া নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট বা রেজিস্ট্রার পস্টের মাধ্যমে । 

ঠিকানা - The Trustee, Sitaram Jindal foundation, Jindal Nagar, Tumkur road Bengaluru 560073 .

কি কি নথিপত্র ডকুমেন্টস লাগবে ?
নিচে দেওয়া সমস্ত ডকুমেন্টগুলি আবেদন করার সময় প্রয়োজন হবে - 
  • লাস্ট পরীক্ষায় পাস করা রেজাল্ট এর জেরক্স
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট এর জেরক্স 
  • ইনকাম সার্টিফিকেট এর জেরক্স বিপিএল থাকলে তার জেরক্স ( ইনকাম সার্টিফিকেট যেকোনো সরকারি জায়গা যেমন ভিডিও বা গ্রামপ্রধানের থেকে বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে নিতে হবে ) মনে রাখতে হবে বাৎসরিক আয় চাকরিজীবীদের জন্য চার লাখ টাকা এবং অন্যান্যদের জন্য বছরে আড়াই লাখ টাকার কম হতে হবে ।
  • নিচে দেওয়া ফরম এর মধ্যে annexure-1 ফরম টি অ্যানুয়াল ফিসের প্রমাণপত্র হিসাবে দিতে হবে ।

অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন - Click Here
আবেদনপত্রটি ডাউনলোড করুন - Click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.