রাজ্যে গ্রাম রোজগার সহায়ক পদে নতুন কর্মী নিয়োগ ২০২১ : Gram Rojgar Sahayak job Recruitment under BDO office | Bongedutech.com

রাজ্যে গ্রাম রোজগার সহায়ক পদে নতুন কর্মী নিয়োগ ২০২১ : Gram Rojgar Sahayak job Recruitment under BDO office | Bongedutech.com


রাজ্যে গ্রাম রোজগার সহায়ক পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে । এখানে ১০০ দিনের কাজের জন্য BDO অফিসের অধিনে পঞ্চায়েতে এই কর্মী নিয়োগ করা হচ্ছে । উচ্চমাধ্যমিক যোগ্যতায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থী রা এখানে আবেদন করতে পারবেন । নিচে সমস্ত বিবরন আলোচনা করা হল । 

Recruitment for Gram Rojgar Sahayak post 2021


বিজ্ঞপ্তি নম্বর - 166/MGNREGS/ H.C. PUR-I

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ -  25/01/2021


শিক্ষা গত যোগ্যতা - এখানে আপনারা উচ্চমাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারেন  তবে অবশ্যই আপনাকে বিজ্ঞান শাখায় অথবা ভোকেশনাল শাখায় উচ্চমাধ্যমিক পাস করতে হবে । এবং সাথে অঙ্ক ও পদার্থবিদ্যা থাকতে হবে । 

এছাড়া ৬ মাসের কোন কম্পিউটার এর ওপর কোর্স করা থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন ।


মোট শুন্যপদ - ৩ টি । মালদা জেলার হরিশ্চন্দ্র পুর ব্লকের ৩ টি আলাদা আলাদা পঞ্চায়েতে এই নিয়োগ করা হচ্ছে । 

১ ) খুশিদা GP - ১ টি

২)  মহেন্দ্রপুর GP - ১ টি

৩) রাশিদাবাদ GP - ১ টি


বয়স সীমা - এখানে বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে । বয়স হিসাব করতে হবে ১/১/২০২১ তারিখের মধ্যে । 

 

মাসে বেতন - এখানে প্রতি মাসে ১২০০০ টাকা করে বেতন প্রদান করা হবে । 


আবেদন পদ্ধতি - এখানে আপনারা অফলাইন ও অনলাইন আবেদন করতে পারবেন । 


অফলাইন আবেদনের পদ্ধতি -  এখানে নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট করে সুন্দর ভাবে ফিলাপ করে নিম্ন লিখিত নথিপত্র জেরক্স করে একটি মুখ বন্ধ খামের মধ্যে দিয়ে উল্লেখ্য ঠিকানায় ড্রপ বক্সে গিয়ে জমা করতে হবে ।


আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র - 

১) উচ্চমাধ্যমিকের রেজাল্ট / সমতুল্য পরীক্ষার রেজাল্ট এর জেরক্স ।

২) মাধ্যমিকের সার্টিফিকেট /  অ্যাডমিট কার্ডের জেরক্স বয়সের প্রমান পত্র স্বরূপ ।

৩) কম্পিউটারের সারটিফকেট 

৪) ভোটার কার্ড 

৫) আধার কার্ড ( স্থায়ী বাসিন্দার প্রমান পত্র )

৬) শারীরিক সক্ষমতার প্রমান পত্র


আবেদন পাঠানোর ঠিকানা -  "The Block Development officer , Hatischandrapur-I, Development Block, Vill+PO+PS - Hatishchandrapur, Dist.- Malda, Pin - 732125


অনলাইন আবেদনের পদ্ধতি - অনলাইনে আবেদন করতে হলে আবেদন পত্র সঠিক ভাবে পুরন করে, সাথে সমস্ত উপরোক্ত নথিপত্র ভাল ভাবে স্ক্যান করে নিচের ইমেইল আইডি তে ইমেইল করতে হবে ।

Email Id : recruitment.grshcp1@gmail.com



প্রার্থী নিয়োগের স্থান - এই পদে যারা চাকরি পাবে তারা মালদা জেলার হরিশ্চন্দ্র পুর ব্লকের অধিনে উপরক্ত তিনটি পঞ্চায়েতে নিয়োগ করা হবে । তবে এখানে এই পদে আবেদন করতে হলে আবেদন কারি কে অবশ্যই হরিশ্চন্দ্রপুর - I  ব্লকের  ভোটার ও স্থায়ী বাসিন্দা হতে হবে । 



সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ সহ আবেদন পত্র ডাউনলোড করুন - 👇👇👇




💙Thank You for visit our website 💙

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.