NADIA DM OFFICE RECRUITMENT 2023 NOTIFICATION

DEO পদে নিয়োগের আবেদন চলছে রাজ্যের জাস্টিস বোর্ড থেকে।

NADIA DM OFFICE RECRUITMENT 2023 NOTIFICATION পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ডিএম অফিসের তরফ থেকে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নদীয়ার জুভেনাইল জাস্টিস বোর্ডে এসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে নদীয়ায তরফ থেকে।

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে NODIA JUVENILE JUSTICE BOARD REQUIREMENT 2023 তে। আবেদন করতে হবে, নির্দিষ্ট একটি ফরম্যাট এর মাধ্যমে। নিচে উল্লেখিত ঠিকানায় ড্রপ বাক্সে জমা দেওয়া যাবে অথবা বাই পোস্ট পাঠানো যাবে। আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। নিচের অফিশিয়াল লিংক থেকে আবেদন ফরমটি ডাউনলোড করুন।

DEO JOB VACANCY IN NADIA DISTRICT 2023 এ পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো জেলার ছেলেমেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদন করা যাবে এক্ষেত্রে কোনরকম আবেদন মূল্য লাগবেনা।

NADIA SOCIAL WELFARE DEPARTMENT RECRUITMENT 2023 তে আবেদন করার জন্য আবশ্যিক যোগ্যতা, আবেদন মূল্য, মাসিক বেতন, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন শুরু ও শেষের তারিখ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে আজকের প্রতিবেদনটি পড়ুন।


পদের নাম :- Assistant-cum-data-entry Operator

শূন্য পদ:- একটি শূন্য পদ আছে।

বয়স সীমা :- ১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

মাসিক বেতন :- ১২০০০ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি :- কম্পিউটার টেস্ট লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।


পরীক্ষার্থীরা কবে থেকে মাধ্যমিকের এডমিট কার্ড পাবে জানালো মধ্যশিক্ষা পর্ষদ


আবেদন মূল্য :- এই পদে আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্য লাগবেনা।

আবশ্যিক যোগ্যতা :- 

  • উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এই পদে আবেদন করার জন্য।
  • কম্পিউটার অপারেটরে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • এছাড়া আরো ভালোভাবে জানতে নিচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিসটি পড়ে নিন।

আবেদন পদ্ধতি:-

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

1. প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।

2. ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করে নিতে হবে।

3. নোটিশে যেসব ডকুমেন্টস গুলি উল্লেখ করা হয়েছে সেগুলি যোগ করে নিতে হবে।

4. সঠিক ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করে দিতে হবে ।

5. আবেদনপত্র জমা করার ঠিকানা :- SOCIAL WELFARE SECTION, OFFICE OF THE DISTRICT MAGISTRATE, NADIA, KRISHNANAGAR, PIN 741101

6. আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে নেবেন।

7. অফলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হল 03/03/2023 বিকাল 5 টা।

প্রয়োজনীয় ডকুমেন্টস:- 

  1. বসবাসের প্রমাণপত্র
  2. বয়সের প্রমাণপত্র
  3. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  4. পাসপোর্ট সাইজ ছবি
  5. জাতিগত শংসাপত্র
  6. অভিজ্ঞতার শংসাপত্র
  7. এবং অন্যান্য ডকুমেন্টস।


আবেদন শুরু :- 06/02/2023

আবেদন শেষ :- 03/03/2023


IMPORTANT LINKS

OFFICIAL NOTIFICATION : DOWNLOAD NOW

APPLICATION FORM : DOWNLOAD NOW

OFFICIAL WEBSITE :- nadia.gov.in

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.