West Bengal Librarian Recruitment Notification 2022


রাজ্যে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে 

রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে ১২ টি লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

WB Health Department Librarian Recruitment Notification: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভারতবর্ষের নাগরিকত্ব হলেই আবেদন করা যাবে সুতরাং পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে ন্যূনতম ডিপ্লোমা পাশেই আবেদন করা যাবে।

Librarian Recruitment Notification : দেখেনিন আবশ্যিক যোগ্যতা , মাসিক বেতন, আবেদন মূল্য, ভ্যাকেন্সি ,বয়সসীমা ,নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ,আবেদন শুরু ও শেষ তারিখ ইত্যাদি জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

More Job Update :-  PNB Recruitment  


পদের নাম ও মোট শূন্যপদ :-
লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে মোট ১২ টি শূন্যপদ।

বেতন : পে স্কেল ৩/১০/১১ অনুযায়ী বেতন দেওয়া হবে প্রার্থীদের।

বয়সসীমা : ০১/০১/২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩৯ এর মধ্যে হলে আবেদন করতে পারবেন।

যোগ্যতা :- 
  • MLIS / BLIS / DIPLOMA IN LIBRARY SCIENCE অথবা যেকোন বিষয়ের উপর স্নাতক ডিগ্রি অর্জন করা থাকলে ও আবেদন করতে পারবেন।
  • আরো জানতে নিচের অফিসিয়াল নোটিস টি দেখুন।

নিয়োগ পদ্ধতি :-
রিটেন পরীক্ষা ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য :- 
১৬০/- টাকা ধার্য করা হয়েছে সবার জন্য।

আবেদন পদ্ধতি :-
  • অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।
  • অফিসয়াল নোটিস টি ভালো করে দেখুন।
  • নিজের নাম দিয়ে রেজিস্ট্রেশন করুণ তারপর সঠিক ভাবে ফিলাপ করুন।
  • উল্লিখিত ডকুমেন্টস গুলি আপলোড করুণ।
  • অনলাইন আবেদন করার শেষ তারিখ ০৫/০৫/২০২২



কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.