Asha Karmi Recruitment At Hooghly District 2021 রাজ্যে নতুন করে আশা কর্মী নিয়োগ

Asha Karmi Recruitment At Hooghly District 2021 

রাজ্যে আবারও নতুন করে কেবলমাত্র মহিলাদের জন্য নতুন করে কর্মসংস্থানের সুযোগ। আমাদের রাজ্যের একটি জেলা থেকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কেবলমাত্র হুগলি জেলার আরামবাগ, চন্দননগর, শ্রীরামপুর ও সদর মহকুমা অন্তর্গত এই কয়েকটি বিশেষ জায়গার ব্লক গুলিতে আশা কর্মী নিয়োগের জন্য বলা হয়েছে। 
বিস্তৃত বিবরণ নিচে দেয়া হল :-

পদের নাম - আশা কর্মী ( মহিলা প্রার্থী) 
মোট শূন্যপদ - 164 টি, আরামবাগ মহকুমা - 34 টি, শ্রীরামপুর মহাকুমা - 44 টি, চন্দননগর মহাকুমা - 35 টি, সদর মহকুমা - 51 টি 
বয়স - প্রার্থীদের বয়স 30 থেকে 40 এর মধ্যে হতে হবে, 01/01/2021 তারিখ অনুযায়ী। তপশিলি জাতি দের জন্য বয়সের সীমা 22 থেকে 40 এর মধ্যে হতে হবে। 
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীরা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হলেই হবে এবং উচ্চ কোন ডিগ্রী থাকলেও চলবে কেবলমাত্র নিয়োগ করা হবে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপর বিবেচনা করে। এবং মাধ্যমিক এর সমতুল্য হলেও এটিতে প্রার্থীর আবেদন করতে পারেন। 

Asha Karmi Recruitment At Hooghly District 2021 অনুযায়ী আবেদন পদ্ধতি ও তার বিস্তৃত বিবরণ - 

আবেদন পদ্ধতি - আবেদনপত্রটি সম্পূর্ণ ফিলাপ করে স্থানীয় বিডিও এর ড্রপবক্সে জমা করতে পারেন অথবা আবেদনপত্রটি ডাক যোগের মাধ্যমে পাঠাতে পারেন।



প্রয়োজনীয় নথিপত্র -
1. জন্ম তারিখে প্রমাণপত্র বা মাধ্যমিক বা সমতুল্য কোন বোর্ডের এডমিট কার্ড।
2. প্রার্থীরা যে এলাকার বাসিন্দা তার প্রমান পত্র হিসেবে ভোটার কার্ড অথবা রেশন কার্ড। 
3. সঙ্গে কাস্ট সার্টিফিকেট লাগবে।
4. মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট সেল্ফ অ্যাটেস্টেড।
5. প্রার্থীদের দু কপি পাসপোর্ট সাইজ কালার ফটো।

আবেদনপত্র জমা দেয়ার সময় ও তারিখ - 22 /11 /2021 থেকে 13/12/2021 সকাল 11 টা থেকে বিকাল পাঁচটার মধ্যে আবেদনপত্র জমা নেয়া হবে কেবলমাত্র ছুটির দিনগুলো আবেদনপত্র জমা নেয়ার কাজ বন্ধ থাকবে।

আবেদনের শর্তাবলী -
1.  কেবলমাত্র বিধবা/ বিবাহিত /বিচ্ছিন্না মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
2. মনে রাখতে হবে প্রার্থীরা জানো সেই এলাকার স্থানীয় বাসিন্দা হয়। 


Asha Karmi Recruitment আবেদন পত্র ডাউনলোড করুন 

শ্রীরামপুর এর আবেদন পত্র 
আরামবাগ এর আবেদন পত্র 
চন্দননগর এর আবেদন পত্র 
হুগলী সদর এর আবেদন পত্র 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.