Indian Oil Apprentices Recruitment 2022 | বিনামুলে ট্রেনিং ও চাকরি সাথে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে


রাজ্যে ইন্ডিয়ান অয়েল এর মাধ্যমে প্রচুর এ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রতি মাসে একটি স্টাইপেন দেওয়া হবে 


পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এই এ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে । পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আমাদের মাধ্যমে এই প্রশিক্ষণ দেয়া হবে তাও সম্পূর্ণ বিনামূল্যে । এবং ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন পাবেন স্টুডেন্টরা । ভারত সরকার অনুমোদিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর পাইপ লাইন বিভাগে এই এ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে । বিভিন্ন রাজ্যের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গীয় শূন্য পদ আছে এবং পশ্চিমবঙ্গে কোন কোন ট্রেনে নিয়োগ করা হবে কত শূন্য পদ আছে কোন যোগ্যতা থাকলে ছাত্র-ছাত্রীরা এখানে আবেদন করতে পারবেন সমস্তকিছু নিচে আলোচনা করা হলো ।


নিচে বিভিন্ন ট্রেড অনুযায়ী শূন্য পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেওয়া হলো 


1) পদের নাম - ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর 

 শূন্য পদের বিবরণ  - 2 টি

শিক্ষাগত যোগ্যতা - কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে 


2) পদের নাম - HR হিউম্যান রিসোর্স

মোট শূন্যপদ - 2 টি

শিক্ষাগত যোগ্যতা - যেকোনো সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে ( যে কোন শাখায় )


3) পদের নাম - ডাটা এন্ট্রি অপারেটর

মোট শূন্যপদ - 3 টি

শিক্ষাগত যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাস


4) পদের নাম - মেকানিক্যাল

মোট শূন্যপদ - 12 টি

শিক্ষাগত যোগ্যতা - মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা করা থাকতে হবে। 


5) পদের নাম - ইলেকট্রিক্যাল

মোট শূন্যপদ - 12 টি

শিক্ষাগত যোগ্যতা - ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা করা থাকতে হবে 


6) পদের নাম - একাউন্টস এন্ড ফাইন্যান্স

মোট শূন্য পদ - 8 টি

শিক্ষাগত যোগ্যতা- যে কোন বিশ্ববিদ্যালয় থেকে কমার্স নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে ।


7) পদের নাম - T & I

মোট শূন্যপদ - 12 টি

শিক্ষাগত যোগ্যতা - সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ করতে হবে ।


বয়স সীমা - আবেদনকারীর বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন এবং 1/10/2021 তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে। 


প্রশিক্ষণের সময় সীমা - এক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর এবং ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর এক্ষেত্রে প্রশিক্ষণের সময়কালে রাখা হয়েছে এক বছর তিন মাস অর্থাৎ 15 মাসের এবং বাকি ক্ষেত্রে প্রশিক্ষণ  1 বছর করে দেয়া হবে ।


কোথায় প্রশিক্ষণ দেওয়া হবে - প্রতিটি রাজ্য অনুযায়ী এটি আলাদা তবে পশ্চিমবঙ্গে মৌরিগ্রাম ও কলকাতাতে প্রশিক্ষণ করানো হবে। 


এখানে আবেদন কিভাবে করবেন ?

যে সমস্ত প্রার্থীরা আগ্রহী এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিচে দেওয়া লিঙ্ক অথবা IOCL ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। 


আবেদনের শেষ তারিখ - ২৫/১০/২০২১


গুরুত্বপূর্ণ কিছু লিংক 👇

গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক

Official Notice

Download Now

Official Website

Visit Now

Join Telegram

Join Now

Apply Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.