Yuvashree Prakalpa Online Apply 2021 | যুবশ্রী প্রকল্পের আবেদন করুন

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্প-এর মাধ্যমে। Yuvashree Prakalpa-কে অনেকে "বেকার ভাতা / যুব উৎসাহ ভাতা" নামে জানে থাকবেন।


প্রকল্পের নাম- যুবশ্রী  প্রকল্প

কারা পাবে-বেকার যুবক-যুবতী

মাসিক টাকা- 1500 টাকা

বছরে টাকা- 18'000 টাকা

রাজ্য- পশ্চিমবঙ্গ

আবেদন শুরু- নির্দিষ্ট সময় নেই

আবেদন শেষ-নির্দিষ্ট সময় নেই

টাকা দেওয়া হয়- সরাসরি ব্যাঙ্কে

আবেদন মাধ্যম- আনলাইন+অফলাইন

যুবশ্রী প্রকল্প কি?

পশ্চিমবঙ্গের বেকারদের আর্থিক সাহায্য প্রদানের জন্য এই যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) শুরু হয়। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। অর্থাৎ বছরে 18,000 টাকা। 

পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্পের যোগ্যতা:

পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।


প্রতি পরিবারে একজন বেকার সদস্যকে দেয়া হবে।


একজন বেকার যুবক/যুবতী হতে হবে।


Employment Bank-এ নাম নথিভুক্ত করে রাখতে হবে।


ন্যূনতম অষ্টম শ্রেণি পাস করতে হবে।


যুবকের বয়স হতে হবে  ১৮-৪৫ বছরের মধ্যে। ১ এপ্রিল ২০২১ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে।


রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনে কোনোরকম ঋণ না নেওয়া যুবক-যুবতী।

এই প্রকল্পের উদ্দেশ্যে কী?:

যুবশ্রী প্রকল্প ২০২১-র প্রধান উদ্দেশ্য বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে।

যুবশ্রী প্রকল্পের সুবিধা:

1) বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন।

2) চাকরিমুখী প্রশিক্ষণ করার সুবিধা।

3) আর্থিক সহায়তা প্রদান করা।

যুবশ্রী প্রকল্প কাদের জন্য?

পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য এই যুবশ্রী প্রকল্প। আর্থিক অবস্থা যেসমস্ত বেকার যুবক-যুবতীদের দুর্বল তাঁরা এই Yuvasree Scheme জন্য আবেদন করতে পারবেন।


যুবশ্রী  প্রকল্পে আবেদন পদ্ধতি

1)এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করতে হবে।

2) রেজিস্ট্রেশন টি পূরণ করার পর একটি পিডিএফ পাবেন সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে।

3) তারপর ওই প্রিন্ট আউট টিকে নিয়ে 60 দিনের মধ্যে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে যেতে হবে।

4) এবং সেখান থেকে আপনাকে আপনার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে।

5) তারপর আবার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে  আবেদন করতে হবে।

6) এরপর আপনার আবেদনটি যদি গ্রাহ্য হয় তাহলে আপনার অবদানটি সম্পূর্ণ হবে।


এই প্রকল্পের আবেদন করার জন্য জরুরী তথ্য-

1)মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এর সার্টিফিকেট ও জেরক্স।

2) উচ্চশিক্ষা থাকলে তার সার্টিফিকেট।

3) আধার কার্ডের জেরক্স।

4) ভোটার কার্ড এবং প্যান কার্ড। 

5) একটি বায়ো ডাটা। ( CV)

6) নিজের ব্যাংক অ্যাকাউন্ট এর প্রথম পাতার জেরক্স।


হেল্পলাইন নাম্বার - 033- 22376300

Email ID- employment_bank_wb@wb.gov.in

Official website- click here

৩টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.