মাধ্যমিক পাশে কনস্টেবল পদে নিয়োগ, নিয়োগ করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্স পদে

ভারত সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এর তরফ থেকে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটি সম্পূর্ণ চুক্তির ওপর ভিত্তি করে প্রার্থী নিয়োগ করা হবে। ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারে। স্পোর্টস নিয়োগ করা হবে। বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) কনস্টেবল (GD) রিকুটমন্ট। 


পদের নাম - কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগ।
মোট শূন্যপদ - ২৬৯ টি ।
শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে - মাধ্যমিক পাস ।
বয়স সীমা - ০১/০৮/২০২১ তারিখ এরমধ্যে প্রার্থীর বয়স 18 থেকে 23 এর মধ্যে হতে হবে।
মাসিক বেতন- Level-3 অনুযায়ী প্রতিমাসে প্রার্থীর বেতনক্রম হবে 21,700/- থেকেে 69,100/- টাকা।

শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে:
উচ্চতা: পুরুষদের ক্ষেত্রে 170 সেমি এবং মহিলাদের ক্ষেত্রে 157 সেমি।
ছাতি: 80 সেমির সাথে 5 সেমি প্রসারণের ক্ষমতা থাকতে হবে (এটি শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে)।
ওজন:  উচ্চতা অনুযায়ী পুরুষদের এবং মহিলাদের ও যথাযথ ওজন থাকতে হবে।
চোখের দৃষ্টি: কোনরকম লেন্স বা চশমা ছাড়া অন্ততপক্ষে  6/6 এবং 6/9 দৃষ্টিকোণ থাকতে হবে।

কোন কোন ক্ষেত্রে  প্রার্থী নিয়োগ হবে এবং তার মোট শূন্যপদের সংখ্যা কত তা নিম্নোক্ত:
বক্সিং (পুরুষ)- ১০টি, বক্সিং (মহিলা)- ১০টি,  জুডো (পুরুষ)- ৮টি, জুডো (মহিলা)- ৮ টি, সুইমিং (পুরুষ)- ১২টি , সুইমিং (মহিলা)- ৪টি, cross-country (পুরুষ)- ২টি, cross-country (মহিলা)- ২টি, কাবাডি (পুরুষ)- ১০টি, ওয়াটার স্পোর্টস (পুরুষ)- ১০টি, ওয়াটার স্পোর্টস (মহিলা)- ৬টি, wushu (পুরুষ)- ১১টি, জিমনাস্টিক (পুরুষ)- ৮টি, হকি (পুরুষ)- ৮টি, ওয়েট লিফটিং (পুরুষ)- ৮টি, ওয়েট লিফটিং (মহিলা)- ৯টি, ভলিবল (পুরুষ)- ১০টি, wresting (পুরুষ)- ১২টি, wresting (মহিলা)- ১০টি, হ্যান্ডবল (পুরুষ)- ৮টি, বডি বিল্ডিং (পুরুষ)- ৬টি, Archery (পুরুষ)- ৮টি,  Archery (মহিলা)- ১২টি, tae-kwondo (পুরুষ)- ১০টি, অ্যাথলেটিক্স (পুরুষ)- ২০টি, অ্যাথলেটিক্স (মহিলা)- ২৫টি, equestrain (পুরুষ)- ২টি, শুটিং (পুরুষ)- ৩টি, শুটিং (মহিলা)- ৩টি, বাস্কেটবল (পুরুষ)- ৬টি, ফুটবল (পুরুষ)- ৮টি।

আবেদন পদ্ধতি:  শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে প্রার্থীরা। www.rectt.bsf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনের জন্য আবেদনকারীর বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি থাকতে হবে।

আবেদন শুরুঃ 09/08/2021
আবেদন শেষঃ 22/09/2021

Apply Now - Click Here
Official Notice - Click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.