State Bank of India Apprentice Recruitment 2021 | রাজ্য জুরে স্টেট ব্যাঙ্কে ৬ হাজার শুন্যপদে নিয়োগ

পশ্চিমবঙ্গ সহ বাকি সমস্ত রাজ্য জুরে স্টেট ব্যাঙ্কে ৬ হাজার শুন্যপদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে । এখানে ভারতীয় নাগরিক হলে আবেদন করা যাবে , পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই আবেদন করা যাবে । ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন , কি কি শর্তাবলী আছে সমস্ত কিছুই নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল -

State Bank of India Apprentice Recruitment 2021 


পদের নাম - আপ্রেন্টিস

মোট দেশ জুরে শুন্যপদ - ৬১০০

পশ্চিমবঙ্গে শুন্যপদ - ৭১৫ টি


বিভিন্ন রাজ্য অনুযায়ী শুন্যপদ এর তালিকা - 

রাজ্যের নাম

শুন্যপদ

পশ্চিমবঙ্গ

৭১৫ টি

গুজরাট

৮০০ টি

অন্ধপ্রদেশ

১০০ টি

কর্ণাটক

২০০ টি

মধ্যপ্রদেশ

৭৫ টি

সিকিম

২৫ টি

ছত্রিশগর

৭৫ টি

আন্দামান নিকবার দিপ্পুঞ্জ

১০ টি

ওড়িশা

৪০০ টি

হিমাচল প্রদেশ

২০০ টি

হরিয়ানা

১৫০ টি

জম্মু ও কাশ্মির

১০০ টি

চন্দিগর

২৫ টি

লাদাখ

১০ টি

পাঞ্জাব

৩৬৫ টি

তামিলনারু

৯০ টি

গোয়া

৫০ টি

পন্দিচেরি

১০ টি

তেলেঙ্গানা

১২৫ টি

উত্তরাখণ্ড

১২৫ টি

উত্তরপ্রদেশ

৮৭৫ টি

রাজস্থান

৬৫০ টি

কেরালা

৭৫ টি

মহারাষ্ট্র

৩৭৫ টি

অরুনাচল প্রদেশ

২০ টি

আসাম

২৫০ টি

মেঘালয়া

৫০ টি

মনিপুর

২০ টি

মিজরাম

২০টি

নাগালান্ড

২০ টি

বিহার

৫০টি

ত্রিপুরা

২০ টি

ঝারখন্ড

২৫ টি

 

পশ্চিমবঙ্গে মোট শুন্যপদ ৭১৫ টি আছে । পশ্চিমবঙ্গের এই আবেদন প্রক্রিয়া নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল -


শিক্ষাগত যোগ্যতা - যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশান পাশ করতে হবে যেকোনো বিষয়ে । শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ করতে হবে ৩১/১০/২০২১ তারিখের মধ্যে । 

প্রার্থীর বয়স - আবেদনকারির বয়স ২০ থেকে ২৮ এর মধ্যে হতে হবে । ৩১.১০.২০২১ তারিখের মধ্যে বয়স হিসাব করতে হবে । তবে রাজ্যের SC/ST/OBC ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রা বয়স ছাড় পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুসারে । 

ট্রেনিং এর সময় - ১ বছর 

স্টাইপেন - প্রশিক্ষণ চলাকালিন প্রতি মাসে ১৫০০০ টাকা স্টাইপেন দেওয়া হবে । 

এখানে কিভাবে আবেদন করবেন ?

এখানে আবেদন অনলাইনে করতে হবে । এখানে আবেদন এর জন্য স্টেট বাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট https://www.sbi.co.in গিয়ে আবেদন করতে হবে । 

আবেদন মুল্য - এই ক্ষেত্রে আবেদনের জন্য ৩০০ টাকা দিতে হবে জেনারেল দের জন্য । SC/ST/PWD প্রার্থী দের কোন আবেদন মুল্য দিতে হবে না । জেনারেল প্রার্থী দের আবেদন মুল্য অনলাইনে পে করতে হবে ।

লিখিত পরীক্ষার সিলেবাস - 

1. General/Financial Awareness

2. General English

3. Quantitative Aptitude

4. Reasoning Ability & Computer Aptitude 


প্রার্থী নির্বাচন প্রক্রিয়া - অনলাইনে লিখিত পরীক্ষা ও ইন্টার্ভিউ এর মাধ্যমে প্রার্থি কে নির্বাচন করা হবে । লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় আগস্ট মাস ২০২১ সাল । ইন্টারভিউ নেওয়া হবে লোকাল লাঙ্গুয়েজ এ । 

পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র - পশ্চিমবঙ্গে কলকাতা, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, হুগলী ও কল্যাণীতে এক্সাম সেন্টার আছে । 


অফিসিয়াল নোটিশ 


উপরে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিতে পারবেন । 


আবেদনের শেষ তারিখ - ২৬ শে জুলাই ২০২১ 


রেজিস্ট্রেশান লিঙ্ক 

অনলাইনে আবেদন এর লিঙ্ক 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.