Army Group C & D Recruitment 2021 | মাধ্যমিক পাশে আর্মিতে নতুন স্থায়ী গ্রুপ C ও D নিয়োগের বিজ্ঞপ্তি

ভারতীয় আর্মি তে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।  এখানে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে বেশ কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদনকারী খুব সহজেই আবেদন করতে পারবেন এবং ভারতীয় নাগরিক হলেই অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন । এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে মিলিটারি কলেজ অফ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং Mhow MP থেকে । আপনারা কোন কোন পদে এখানে আবেদন করতে পারবেন কি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সমস্ত কিছু নিচে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হলো -

নোটিশ নম্বর - 471/DR-2014-21/Est


1) পদের নাম - স্টেনোগ্রাফার গ্রেড II
শূন্য পদ - 2 টি ( UR - 1 টি, OBC - 1 টি)
বেতন - পে লেভেল 4 অর্থাৎ 25500 থেকে 81100 টাকা বেতন দেওয়া হবে )
শিক্ষাগত যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ করতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে । এবং সাথে স্কিল টেস্ট এর নিয়ম অনুসারে 10 মিনিটে 80 শব্দ প্রতি মিনিট ডিকটেশন ও ট্রানস্ক্রিপশন এ 50 মিনিট ইংলিশ 65 মিনিট হিন্দি কম্পিউটারে যোগ্যতা থাকতে হবে। 

2) পদের নাম - লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্য পদ - 14 টি ( জেনারেলদের জন্য 7টি EWS - 2 টি ST  2 টি ও ওবিসি 3 টি এক্স সার্ভিস ম্যান এর জন্য 1 টি রিজাভ করা আছে )
বেতন - প্রতিমাসের লেভেল 2 অনুযায়ী 19900 থেকে 63200 টাকা ওরদি বেতন দেয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে যে কোন স্বীকৃত বোর্ড থেকে, এবং কম্পিউটারে টাইপিং এর গতি ইংলিশ এর ক্ষেত্রে 35 শব্দ প্রতি মিনিট ও হিন্দির ক্ষেত্রে 30 টি শব্দ প্রতি মিনিট হতে হবে ।

3) পদের নাম - ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 
শূন্য পদ - 2টি ( ur- 2টি)
বেতন - পেয়ে level3 অর্থাৎ 21700 থেকে 69100 টাকা অব্দি বেতন দেয়া হবে 
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে সাথে ফিজিক্স এবং কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে এবং ল্যাবে  কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। 

4) পদের নাম - ল্যাব এটেনডেন্ট (MTS)
শূন্য পদ - 2 টি ( জেনারেল - 1 টি, obc - 1 টি)
বেতন - লেভেল ওয়ান অর্থাৎ প্রতি মাসে 18 হাজার থেকে 56900 টাকা বেতন দেয়া হবে 
শিক্ষাগত যোগ্যতা-  মাধ্যমিক পাস করতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে । সাথে ল্যাব এটেনডেন্ট এর কাজের অভিজ্ঞতা একবছরের যদি থাকে তাহলে অগ্রাধিকার দেয়া হবে ।

5) পদের নাম - ড্রাফটসম্যান ( কম্পিউটার অপারেটর)
মোট শূন্যপদ - 1 টি ( ur- 1টি)
বেতন - প্রতিমাসে লেবেল ফোর অর্থাৎ 25 হাজার 500 থেকে 81100 টাকা বেতন দেয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা - তার থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা সমতুল্য কোন সার্টিফিকেট এর উপর ডিপ্লোমা থাকতে হবে ।

6) পদের নাম -  সিভিলিয়ান মোটর ড্রাইভার ( অডিনারি গ্রেড )
শূন্য পদ - 1টি ( UR- 1টি)
বেতন - প্রতিমাসে লেভেল 2 অর্থাৎ 19900 থেকে 63200 টাকা বেতন দেয়া হবে  ।
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাস করতে হবে সাথে সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হেবি ভিকেলস চালানোর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

7) পদের নাম - সাফাই ওয়ালা ( MTS)
মোট শূন্যপদ - 6 টি ( UR- 4 টি, EWS- 1 টি, OBC - 1টি)
বেতন - প্রতিমাসে লেভেল 1 অর্থাৎ 18000 থেকে 56900 টাকা বেতন দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাস করতে হবে যে কোন স্বীকৃত বোর্ড থেকে ।
এবং সাথে সাফাই ওয়ালা কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

8) পদের নাম - কুক 
মোট শূন্যপদ - 7টি ( UR-5 টি, EWS-2 টি)
বেতন -LEVEL  2 অর্থাৎ 19900 থেকে 63200 টাকা বেতন দেওয়া হবে  ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস করতে হবে যে কোন স্বীকৃত বোর্ড থেকে ।
এবং সাথে কুক এর কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

9) পদের নাম - ফ্যাটিগুইমান 
মোট শূন্যপদ - 2 টি ( জেনারেল - 1টি , EWS - 1টি)
বেতন - প্রতিমাসে লেভেল 1 অর্থাৎ 18000 থেকে 56900 টাকা বেতন দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাস করতে হবে যে কোন স্বীকৃত বোর্ড থেকে ।
এবং সাথে ফ্যাটিগুইমান কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়সসীমা - ‘স্টেনোগ্রাফার গ্রেড -২’, ‘লোয়ার ডিভিশান ক্লার্ক’ সাফাইওয়ালা (এমটিএস) ’,‘ ফাটিগুইমান, ল্যাব অ্যাটেন্ডেন্ট (এমটিএস) ’,‘ কুক ’,‘ ল্যাব অ্যাসিস্ট্যান্ট ’এবং‘ ড্রাফটসম্যান (কম্পিউটার অপারেটর ) জন্য 18-25 বছর বয়স হতে হবে ।

এবং সিভিলিয়ান মোটর ড্রাইভার এর জন্য ১৮ থেকে ২৭ বছর বয়স হতে হবে ।

তবে সরকারী নিয়ম অনুসারে SC ST প্রার্থী রা বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ও OBC প্রার্থী রা ৩ বছরের ছাড় পেয়ে যাবেন ।

আবেদন মুল্য - জেনারেল ও অবিসি দের জন্য ৫০ টাকা আবেদন মুল্য দিতে হবে । SC/ST দের জন্য কোন রকম আবেদন মুল্য লাগবে না । 

আবেদন মুল্য দিতে হবে ডিম্যান্ড ড্রাফট বা ইন্ডিয়ান পোস্টাল অডার এর মাধ্যমে । ডিম্যান্ড ড্রাফট কাটতে হবে - Commandant, Military College of Telecommunication Engineering, Mhow (MP) 453 441 এই ফেভারে ।

আবেদন পদ্ধতি - আবেদন করতে হবে অফলাইনে । নিচে দেওয়া আবেদন পত্র টি প্রিন্ট করে ফিলাপ করে সাথে সমস্ত নথিপ্ত্র শেল্ফ আটেস্টেড করে দিয়ে সাথে ডিমান্ড ড্রাফট টি একটি মুখ বন্ধ খামের মধ্যে দিয়ে নিচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে রেজিস্টার বা স্পীড পোস্টের মাধ্যমে । 

খামের বাম দিকে উপরের কনে আপনার ক্যাটাগরি অর্থাৎ SC/ST/OBC/UR বড় হাতের লিখে দিতে হবে । এবং লিখতে হবে - “APPLICATION FOR THE POST OF...................” পোস্টের নাম লিখে দিতে হবে ।

আবেদনের শেষ তারিখ - ৪৫ দিনের মধ্যে । অর্থাৎ ২৬/০৭/২০২১ তারিখ আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ ।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা - The Presiding Officer, Scrutiny Cell, Cipher Wg, Military College of Telecommunication Engineering, Mhow (MP) 453 441

অফিসিয়াল নোটিশ - Click Here
আবেদন পত্র - Click Here

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.