জল দপ্তরে নতুন কর্মী নিয়োগ | National water department agency new job recruitment 2021

National water department agency ( NWDA) new job recruitment 2021


NWDA New Job Recruitment 2021 : ন্যাশনাল ওয়াটার ডিপার্টমেন্ট এজেন্সি এর তরফ থেকে নতুন করে কিছু ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে , এখানে বেশ কিছু শূন্যপদে বেশ কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে, এখানে কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন সমস্ত কিছুই নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল ।
National water department agency ( NWDA) new job recruitment 2021



বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ - 
বিজ্ঞপ্তি নম্বর - 07/2021
মোট শুণ্যপদ - 62

এখানে কিছু আলাদা আলাদা পদে ভিন্ন ভিন্ন যোগ্যতার ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে ।

১) পদের নাম - জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল

মোট শূন্যপদ - ১৬ টি 
বয়স সীমা - ১৮- ২৭ বছর ( তবে SC/ST/OBC প্রার্থী রা বয়সের ঊর্ধ্বসীমার ছার সরকারি নিয়ম অনুসারে পেয়ে যাবে ।) 
বেতন - পে লেভেল - 6 (Rs.35400-112400/-)
শিক্ষাগত যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে । এছার যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী কোর্স বা সমতুল্য যোগ্যতা থাকে তবে অগ্রাধিকার দেওয়া হবে । 

২) পদের নাম - হিন্দি ট্রান্সলেটর 

মোট শূন্যপদ - ১ টি 
বয়স সীমা - ২১- ৩০ বছর ( তবে SC/ST/OBC প্রার্থী রা বয়সের ঊর্ধ্বসীমার ছার সরকারি নিয়ম অনুসারে পেয়ে যাবে ।) 
বেতন - পে লেভেল - 6 (Rs.35400-112400/-)
শিক্ষাগত যোগ্যতা - ইংরেজী সহ হিন্দিতে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি যেকোনো একটি বাধ্যতামূলক বা নির্বাচনী বিষয় বা পরীক্ষার মাধ্যম হিসাবে ডিগ্রি থাকতে হবে । এছাড়া আরও কিছু যোগ্যতার কথা বলা হয়েছে, যা নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা আছে । 

৩) পদের নাম - জুনিয়র আকাউন্টস অফিসার 

মোট শূন্যপদ - ৫ টি 
বয়স সীমা - ২১- ৩০ বছর ( তবে SC/ST/OBC প্রার্থী রা বয়সের ঊর্ধ্বসীমার ছার সরকারি নিয়ম অনুসারে পেয়ে যাবে ।) 
বেতন - পে লেভেল - 6 (Rs.35400-112400/-)
শিক্ষাগত যোগ্যতা -
  • কমার্স নিয়ে ডিগ্রী পাশ করতে হবে ।
  • ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে , যেকোনো সরকারী অফিসে/PSU/Autonomous Body/ Statutory Body তে । 
তবে সিএ / আইসিডব্লিউএআই / সংস্থা সচিব থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪) পদের নাম - আপার ডিভিশন ক্লার্ক ( UDC) 

মোট শূন্যপদ - ১২ টি 
বয়স সীমা - 18 -27 বছর ( তবে SC/ST/OBC প্রার্থী রা বয়সের ঊর্ধ্বসীমার ছার সরকারি নিয়ম অনুসারে পেয়ে যাবে ।) 
বেতন - পে লেভেল - 4(Rs. 25500- 81100/-)
শিক্ষাগত যোগ্যতা -  যে কোন শাখায় গ্রাজুয়েশান পাশ করতে হবে । সাথে কম্পিউটারে এম এস অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেটের জ্ঞান থাকতে হবে । 

৫) পদের নাম -  স্টেনোগ্রাফার গ্রেড ২ 

মোট শূন্যপদ - ৫ টি 
বয়স সীমা - 18 -27 বছর ( তবে SC/ST/OBC প্রার্থী রা বয়সের ঊর্ধ্বসীমার ছার সরকারি নিয়ম অনুসারে পেয়ে যাবে ।) 
বেতন - পে লেভেল - 4(Rs. 25500- 81100/-)
শিক্ষাগত যোগ্যতা -  উচ্চমাধ্যমিক পাশ করতে হবে । সাথে কম্পিউটারে দক্ষতা (শর্টহ্যান্ড) টেস্ট (কম্পিউটারে) ৮০ ওয়ার্ড পার মিনিট গতিতে ।

৬) পদের নাম - লোয়ার ডিভিশান ক্লার্ক 

মোট শূন্যপদ - ২৩ টি 
বয়স সীমা - 18 -27 বছর ( তবে SC/ST/OBC প্রার্থী রা বয়সের ঊর্ধ্বসীমার ছার সরকারি নিয়ম অনুসারে পেয়ে যাবে ।) 
বেতন - পে লেভেল - ২ (Rs.19900- 63200/-)
শিক্ষাগত যোগ্যতা -  উচ্চমাধ্যমিক পাশ করতে হবে । সাথে কম্পিউটারে দক্ষতা ইংরাজিতে ৩৫ ও হিন্দিতে ৩০ ওয়ার্ড পার মিনিট গতিতে টাইপিং এর দক্ষতা থাকতে হবে । 
সাথে সাথে কম্পিউটারে এম এস অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেটের জ্ঞান থাকতে হবে । 

আবেদন মুল্য - 

এখানে জেনারেল প্রার্থী ও অবিসি প্রার্থী দের জন্য আবেদন মুল্য ৮৪০ টাকা রাখা হয়েছে । এবং SC/ST/মহিলা/EWS ও PWD প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন মুল্য রাখা হয়েছে । আবেদন মুল্য অনালাইনে পেমেন্ট করতে হবে । 

প্রার্থী বাছাই প্রক্রিয়া - 

  • জুনিয়র ইঞ্জিনিয়ার, হিন্দি ট্রান্সলেটর , জুনিয়র অ্যাকাউন্টস অফিসার আপার ডিভিশান ক্লার্ক পদ্গুলির জন্য কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা নেওয়া হবে ।
  • স্টেনোগ্রাফার গ্রেড -২ এবং লোয়ার ডিভিশান ক্লার্ক পদের জন্য নির্বাচন করা হবেএকটি কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা অনলাইন  এবং দক্ষতা পরীক্ষা  (শর্টহ্যান্ড / টাইপিং) মাধ্যমে। 

এখানে কিভাবে আবেদন করবেন ?

এখানে আবেদনের জন্য অনলাইনে আবেদন করতে হবে , নিম্নে দেওয়া উল্লেখ্য ওয়েবসাইটে প্রবেশ করে সঠিক ভাবে ফর্ম পুরন করে আবেদন করতে হবে । 



অফিসিয়াল বিজ্ঞপ্তি - Click Here
অফিসিয়াল ওয়েবসাইট - Click Here
অনলাইনে আবেদন করুন - Click Here 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.