পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ও মহিলা ( লেডি ) কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি : West Bengal Police Constable & Lady Constable recruitment 2021 | Bong Edutech

পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ও মহিলা ( লেডি ) কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি : West Bengal Police Constable & Lady Constable recruitment 2021 | Bong Edutech

পশ্চিমবঙ্গে পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়ে মোট ৮৬৩২ টি শুন্যপদে নিয়োগের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে । এখানে মোট ৭৪৪০ জন কনস্টেবল১১৯২ জন লেডি কনস্টেবল নিয়োগ করা হবে । মাধ্যামিক পাস যোগ্যতায় এখানে আবেদন করা যাবে , এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।


বিজ্ঞপ্তি নম্বর ঃ 01/2021 WBPRB

বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ঃ 20/01/2021


এই নিয়োগে কনস্টেবলের শুন্যপদ - এখানে মোট শুন্যপদ আছে ৭৪৪০ জন । তবে এই শুন্যপদ গুলি আলাদা আলাদা Category তে ভাগ করা আছে । 


1. Unreserved (UR) 2640  

2. Unreserved (E.C.) 1280 

 3. Scheduled Caste 1120 

4. Scheduled Caste (E.C.) 560 

5. Scheduled Tribe 320 

6. Scheduled Tribe (E.C.) 160 

7. OBC-A 560 

8. OBC-A (E.C.) 240 

9. OBC-B 400 

10. OBC-B (E.C) 160


এই নিয়োগে লেডি কনস্টেবলের শুন্যপদ- এখানে মোট শুন্যপদ আছে ১১৯২ জন । তবে এই শুন্যপদ গুলি আলাদা আলাদা Category তে ভাগ করা আছে । 


1. Unreserved (UR)  423 

2. Unreserved (E.C.)  205 

3. Scheduled Caste 179 

4. Scheduled Caste (E.C.) 90 

5. Scheduled Tribe  51 

6. Scheduled Tribe (E.C.)  26 

7. OBC-A  90 

8. OBC-A (E.C.) 38 

9. OBC-B  64 

10. OBC-B (E.C)  26


কনস্টেবল পদে আবেদনের জন্য যোগ্যতা -

প্রধানত এখানে আবেদন করতে হলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে । এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যামিক পাশ করতে হবে । এবং বাংলা ভাষা লিখতে , পরতে, ও বলতে জানতে হবে। তবে যে সমস্ত ক্যান্ডিডেট রা দারিজিলিং ও কালিনপং এর স্থায়ী বাসিন্দা তাদের জন্য বাংলা ভাষা জানতে হবে এটা বাধ্যতামুলক নয় ।


কনস্টেবল পদে আবেদনের জন্য বয়সসিমা - 

এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে । বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২১ তারিখের মধ্যে । তবে সরকারি নিয়ম অনুসারে পশ্চিমবঙ্গের SC/ST ক্যান্ডিডেট রা বয়স এর ক্ষেত্রে ৫ বছরের ছাড় পেয়ে যাবেন এবং OBC  ক্যান্ডিডেট রা ৩ বছরের ছাড় পাবেন ।


এই পদে আবেদনের জন্য বেতন - 

কনস্টেবল পদে পে লেভেল ৬ অনুসারে বেতন দেওয়া হয় । অর্থাৎ [Rs. 22,700 - Rs. 58,500] বেতন দেওয়া হবে । 


পুরুষ কনস্টেবল পদের জন্য শারীরিক মাপজোক - 

কনস্টেবল পদের জন্য Gorkhas, Garhwalies, Rajbanshis and Scheduled Tribes ছাড়া বাকি সবার জন্য ১৬৭ সেমি উচ্চতা ও ৫৭ কেজি ওজন হতে হবে । বুকের ছাতি হতে হবে ৭৮ সেমি । তবে ফুলিয়ে ৮৩ সেমি হতে হবে ( ৫ সেমি ফুলিয়ে বারাতে হবে ) 

Gorkhas, Garhwalies, Rajbanshis and Scheduled Tribes ক্যান্ডিডেট দের জন্য ১৬০ সেমি উচ্চতা ও ৫৩ কেজি ওজন হতে হবে । বুকের ছাতি হতে হবে ৭৬ সেমি । তবে ফুলিয়ে ৮১ সেমি হতে হবে ( ৫ সেমি ফুলিয়ে বারাতে হবে ) 


মহিলা কনস্টেবল পদের জন্য শারীরিক মাপজোক -  

মহিলা কনস্টেবল পদের জন্য Gorkhas, Garhwalies, Rajbanshis and Scheduled Tribes ছাড়া বাকি সবার জন্য ১৬০ সেমি উচ্চতা ও ৪৯ কেজি ওজন হতে হবে ।

Gorkhas, Garhwalies, Rajbanshis and Scheduled Tribes ক্যান্ডিডেট দের জন্য ১৫২ সেমি উচ্চতা ও ৪৫ কেজি ওজন হতে হবে ।


কনস্টেবলের জন্য দৌড় (পুরুষ) PHYSICAL EFFICIENCY TEST (PET) :- 

৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড় আছে পুরুষ কনস্টেবলের ক্ষেত্রে ।


কনস্টেবলের জন্য দৌড় (মহিলা) PHYSICAL EFFICIENCY TEST (PET) :- 

৪ মিনিটে ৮০০ মিনিটে দৌড় আছে মহিলা তথা লেডি কনস্টেবলের ক্ষেত্রে ।


আবেদনের পদ্ধতি - 

অনলাইন । এখানে অনলাইনে আবেদন করতে হবে । অনলাইনে আবেদন চলবে ২২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত । অনলাইনে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ পুলিসের অফিসিয়াল ওয়েবসাইট www.wbprb.applythrunet.co.in এর মাধ্যমে ।


আবেদন মূল্য - 

পুলিশ কনস্টেবলের আবেদনের জন্য আবেদন মুল্য অনলাইনে ও অফলাইন জমা দেওয়া যাবে । 

অনলাইনে আবেদন মুল্য জমা করার জন্য আবেদন ফী লাগবে - ১৫০ টাকা + প্রসেসিং ফী ২০ টাকা । মোট ১৭০ টাকা । তবে রাজ্যের SC/ST দের জন্য শুধুমাত্র ২০ টাকা লাগবে । অনলাইনে আবেদন মুল্য ক্রেডিট কার্ড / ডেবিট কারদ/নেট ব্যাংকিং / UPI  এর মাধ্যমে জমা করা যাবে । 

অফলাইনে আবেদন মুল্য জমা দেবার জন্য আবেদন ফী লাগবে ১৫০ টাকা + প্রসেসিং ফী ২০ টাকা + ব্যাংক চার্জ এক্সট্রা । তবে রাজ্যের SC/ST দের জন্য শুধুমাত্র ২০ টাকা লাগবে ।


প্রার্থী বাছাই প্রক্রিয়া - 

পুরুষ ও মহিলা কনস্টেবলের ক্ষেত্রেই মোট ৫ টি ধাপে পরীক্ষা মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । 

১) Preliminary Written Test ( মোট ১০০ নম্বর )

২) PHYSICAL MEASUREMENT TEST (PMT)

৩) PHYSICAL EFFICIENCY TEST (PET)

৪) FINAL WRITTEN EXAMINATION ( মোট নম্বর ৮৫)

৫) পারসোনালিটি টেস্ট / INTERVIEW ( ১৫ নম্বর )


কনস্টেবল পরীক্ষার সিলেবাস ( Constable Exam Syllabus 2021)

প্রিলিমিনারি এক্সামে মোট ৩ টি বিষয় থেকে প্রশ্ন হবে ।

১)  General Awareness and General Knowledge : 50 Marks 

২)  Elementary Mathematics (Madhyamik (10th)  standard) : 30 Marks 

৩)  Reasoning : 20 Marks


কনস্টেবলের মেইন এক্সামের  সিলেবাস -

যে সমস্ত প্রার্থী রা PHYSICAL MEASUREMENT TEST (PMT) ও PHYSICAL EFFICIENCY TEST (PET) পরীক্ষায় পাস করবে তারাই শুধুমাত্র ফাইনাল পরীক্ষা মানে মেইন পরীক্ষা দিতে পারবে । এখানে ৮৫ নম্বরের পরীক্ষা হবে । নেগেটিভ মারিকং ০.২৫ । এখানের সিলেবাস হল - 

১) General Awareness and General Knowledge - 25 Marks 

২) English - 25 Marks 

৩) Elementary Mathematics (Madhyamik standard) - 20 Marks 

৪) Reasoning and Logical Analysis - 15 Marks


অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন - Click Here





Apply online Now - 




অনলাইনে আবেদনের জন্য কোন রকম সমস্যা হলে নিচের ভিডিও টি সম্পূর্ণ দেখতে পারেন । Step by Step Online form fill-up west bengal constable & Lady constable - 



Thank You for visit our bong Edutech website .

1 টি মন্তব্য:

  1. भारत सरकार की द्वारा चलाई जा रही सभी योजनाओं की जानकारी बस एक pmksny 9th installment से पायें ।

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.