ISRO Recruitment Notification 2023


মাধ্যমিক পাশে ISRO তে কর্মী নিয়োগ মাসিক বেতন ২২,০০০ টাকা


ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেসান অর্থাৎ ISRO তরফ থেকে মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার উপর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখে নিন আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা কোন কোন পদে নিয়োগ হচ্ছে বেতন ইত্যাদি আজকের এই প্রতিবেদনে।

ISRO RECRUITMENT NOTIFICATION 2023 :


পদের নাম : টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

যে সমস্ত যে সমস্ত পদে নিয়োগ হবে : মেকানিক্যাল,ইলেকট্রিক্যাল,ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন,কম্পিউটার সাইন্স এবং সিভিল ইঞ্জিনিয়ার।

মোট শূন্য পদ : ২৪ টি

শিক্ষাগত যোগ্যতা : উপরের পথগুলি জন্য যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স করলে আবেদন করতে পারবেন।

বেতন : ৪৪,৯০০/- টাকা 

আরো চাকরীর খবর : 
IRCTC Recruitment 2023 : Apply Now

পদের নাম : Technician (B)


মোট শূন্যপদ : ২৯ টি


যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে : ফিটার,ইলেকট্রনিক মেকানিক, ওয়েল্ডার রেফ্রিজারেশন ও এসি , ইলেকট্রিক্যাল, প্লাম্বার।


শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত পাওয়া বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে তার সাথে ITI ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

আরো চাকরীর খবর : 
BECIL Recruitment Notification 2023 : Apply Now 
পদের নাম : Heavy Vehicle Driver এবং Light Vehicle Driver 

মোট শূন্যপদ : 
Heavy vehicle driver : 5 টি
Light vehicle driver : 2 টি

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে LIGHT ও HEAVY ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স : সব পদগুলির জন্য প্রার্থীদের ১৮ বয়সের উপরে হতে হবে।






নিয়োগ পদ্ধতি :
CBT Test হবে এবং Skill Test হবে ।

আবেদন মূল্য : Technical Assistant দের ৭৫০/- টাকা এবং অন্য পদ গুলোর জন্য ৫০০/- টাকা ধার্য্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি :
  • নিচে দেওয়া লিঙ্ক থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ২৪/০৪/২০২৩








কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.