মহিলাদের জন্য সুখবর, আনন্দধারা প্রকল্পে চাকরির সুযোগ! বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, আনন্দধারা ব্লক অফিস থেকে প্রকাশিত হওয়া প্রতিবেদন টি তে রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে একটি ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে যে রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে এবার আনন্দধারা প্রকল্পের অন্তর্গত ব্লক অফিসে নিয়োগ করা হতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের স্বাবলম্বী এবং স্বনির্ভর হওয়ার জন্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে একাধিক প্রকল্পের সুযোগ করে দেয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় মহিলাদের একত্রিত করে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। বর্তমানে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্যই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাঁকুড়া জেলার আনন্দধারা ব্লক অফিস। এই নিয়ে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
আমাদের সাথে থাকতে আমাদের ফেসবুক পেজটি ও ইউটিউব চ্যানেলটি ফলো করে নিন।
পদের নাম, শূন্য পদের সংখ্যা, চাকরির বিবরণ, আবেদনের জন্য বিভিন্ন যোগ্যতা ইত্যাদি নিচে আলোচনা করা হলো।
পদের নাম-
আনন্দধারা ব্লক অফিস থেকে প্রকাশিত হওয়া প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে যে যে পদের জন্য চাকরিপ্রার্থীরা আবেদন করছে সেটির নাম হল CRP-EP বা কমিউনিটি রিসোর্স পারসনস - এন্টারপ্রাইজ প্রমোশন।
শূন্য পদের সংখ্যা-
প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে যে এই পদে মোট ৮ জনকে নেয়া হবে।
চাকরির সম্পর্কে বিবরন-
আনন্দধারা ব্লগ অফিস থেকে প্রকাশিত হওয়া প্রতিবেদনটিতে বলা হয়েছে যে, ২১/০২/২৫ তারিখে বাঁকুড়া জেলার আনন্দধারা ব্লক অফিসের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জেলার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রামে নিয়োগ করা হবে। যেখানে মোট এক বছরের চুক্তিভিত্তিক পদে এই নিয়োগটি করা হবে। এবং এর সাথে এটিও বলা হয়েছে যে এই নিয়োগ পদ্ধতিটি রাণীবাঁধ উন্নয়ন ব্লক অফিসে হতে চলেছে।
মাসিক বেতন-
প্রতিবেদনটিতে বলা হয়েছে যে উল্লেখিত পদে নিযুক্ত কর্মীদের প্রতিদিনের হিসাবে বেতন প্রদান করা হবে। কর্মীদের প্রতিদিন ৩০০ টাকা করে বেতন দেয়া হবে এবং বলা হয়েছে যে অতিরিক্ত গাড়ি ভাড়ায় সকল খরচ বহন করবে আনন্দধারা ব্লক অফিস কর্তৃপক্ষ।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা-
১) প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে যে আবেদনকারী যেন অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে।
২) আমি গাড়ি চাকরিপ্রার্থীকে আবশ্যকভাবে স্থানীয় ভাষায় কথোপকথনে দক্ষ হতে হবে।
৩) এর পাশাপাশি আবেদনকারী মহিলাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিচিত প্রার্থী হতে হবে।
৪) প্রতিবেদনটিতে বলা হয়েছে যে ২৫ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত বয়সী চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
৫) আবেদনের যোগ্যতা সম্পর্কিত একটি বিস্তারিত তালিকা নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা নিচে দেয়া লিংক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।
নিয়োগ পদ্ধতি-
প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে যে আবেদনকারীদের মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে যার মধ্য ৪০ নম্বরে কি লিখিত পরীক্ষা হবে এবং ১০ নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি-
আবেদনে ইচ্ছুক সকল প্রার্থীদের অবশ্যই অফলাইনের মাধ্যমে ব্লক অফিসে গিয়ে আবেদন পত্রটি জমা করে আসতে হবে। আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে প্রয়োজনীয় সকল নথিপত্রের সঙ্গে ২৫/০২/২০২৫ থেকে ১১/০৩/২০২৫ তারিখের মত নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে জমা করে আসতে হবে।
কোন মন্তব্য নেই: