রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে ২০০০ টাকা নিয়ে বড়ো ঘোষণা


রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত

Reserve Bank Of India , New Delhi Latest Updates on 2000 Ruppee Notes 


চলুন দেখে নিই রিজার্ভ ব্যাংক এর তরপ থেকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সন্ধায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হল যে খুব শীঘ্রই ২০০০ টাকার নোট বাতিল করে দেওয়া হবে, বেআইনি কালো টাকা ধরার জন্য।

Reserve Bank Of India on 2000 Notes
কেন্দ্র সরকারের জানলেন যে ২০০০ টাকার কালো বাজারে বেশি চলের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং RBI গভর্নর।

মাধ্যমিক মাধবী তালিকা  read more 

More Updates By RBI : রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে ২৩ মে থেকে ২০,০০০ টাকা প্রযন্ত ২০০০ টাকার নোট ডিপোজিট করে এক্সচেঞ্জ করতে পারবেন।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ২০২৩ প্রযন্ত ২০০০ টাকার নোট জমা ও বিনিময় সুবিধা প্রধান করবে বলেছে RBI ।

২০০০ টাকা বাতিল সম্বন্ধে আরো জানতে আমাদের পেজ চোখ রাখুন।

2000 note decontinuation 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.