Stenographer Recruitment in District Judge Court


পশ্চিমবঙ্গে বীরভূম জেলার  জজ কোর্টে কর্মী নিয়োগ - অনলাইনে আবেদন করুন।

বীরভূম জেলার জজ কোর্টে ইংলিশ স্টেনোগ্রাফার ,ট্রান্সলেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক ,পিয়ন ,নাইট গার্ড, প্রসেস সার্ভার ও বহু পদে নিয়োগ।

District Court Recruitment : দেখে নিন মোট শূন্যপদ ,কোন পদে নিয়োগ হবে, বেতন, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদন মূল্য, ইত্যাদি।

মাধ্যমিক পাশের চাকরি : Click Here

পদের নাম ও মোট শূন্যপদ :-
  • ইংলিশ স্টেনোগ্রাফার :৫ টি
  • বাংলা ট্রান্সলেটর : ৩
  • লোয়ার ডিভিশন ক্লার্ক : ২৮
  • প্রসেস সার্ভার : ৮
  • পিয়ন/নাইট-গার্ড : ৪৯

বেতন :-
  • ইংলিশ স্টেনোগ্রাফার :৫ টি
  • বাংলা ট্রান্সলেটর : ৩ টি
  • লোয়ার ডিভিশন ক্লার্ক : ২৮ টি
  • প্রসেস সার্ভার : ৮ টি
  • পিয়ন/নাইট-গার্ড : ৪৯ টি

বয়স : উপরের সব পদগুলির জন্য ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবে।

শিক্ষাগত যোগ্যতা :-

স্টেনোগ্রাফার পদের জন্য, গ্রেড-III [গ্রুপ-বি]: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংক্ষেপে ন্যূনতম গতি @ 80 শব্দ প্রতি মিনিট (W.P.M.) এবং ন্যূনতম গতি @ 30 শব্দ প্রতি মিনিট (W.P.M.) হতে হবে 10 মিনিট এবং একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণে কমপক্ষে একটি সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীর কম্পিউটার পরিচালনা এবং প্রয়োগে সন্তোষজনক জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।

বাংলা ট্রান্সলেটর [গ্রুপ-বি]: প্রার্থীকে অবশ্যই ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদে দক্ষ হতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ স্নাতক হতে হবে, বিশেষ করে ইংরেজি, বাংলা বা ভাষাগত ভাষায়। প্রার্থীর কম্পিউটার পরিচালনা এবং কম্পিউটারে টাইপিংয়ের প্রাথমিক জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক [গ্রুপ-সি] পদের জন্য: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণে কমপক্ষে একটি সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীর কম্পিউটার অপারেশন এবং কম্পিউটারে টাইপিং সম্পর্কে প্রাথমিক জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।

প্রসেস সার্ভার : প্রার্থীকে যেকোনো স্বীকৃত স্কুল বা অন্য কোনো স্বীকৃত সমমানের প্রতিষ্ঠান থেকে ক্লাস-অষ্টম পাস সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার অপারেশনের প্রাথমিক জ্ঞান বাঞ্ছনীয়। 

পিয়ন/নাইট গার্ড [গ্রুপ-ডি] পদের জন্য: প্রার্থীকে যেকোনো স্বীকৃত স্কুল বা অন্য কোনো স্বীকৃত সমমানের প্রতিষ্ঠান থেকে ক্লাস-অষ্টম পাস সার্টিফিকেট থাকতে হবে।

আবেদন মূল্য :- 
  • ইংলিশ স্টেনোগ্রাফার : General : ₹800/- ,SC/ST/OBC :600/- , PWD : 480/-
  • বাংলা ট্রান্সলেটর : General : ₹700/- ,SC/ST/OBC :500/- , PWD : 420/-
  • লোয়ার ডিভিশন ক্লার্ক : General : ₹600/- ,SC/ST/OBC :400/- , PWD : 360/-
  • প্রসেস সার্ভার : General : ₹600/- ,SC/ST/OBC :400/- , PWD : 360/-
  • পিয়ন/নাইট-গার্ড : General : ₹500/- ,SC/ST/OBC :350/- , PWD : 350/-
আবেদন মূল্য অনলাইনে পেমেন্ট করতে হবে।

আবেদন পদ্ধতি :- 
  • অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • সমস্ত নথিপত্র সঠিক ভাবে স্ক্যান করে আপলোড করতে হবে।
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়বেন।

আবেদনের শেষ তারিখ : ১২/০৫/২০২২ 


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.