ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস(WBCS) এর আবেদন 2022, আবেদনের শেষ তারিখ 24 মার্চ

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS) পরীক্ষার অনলাইন ফর্ম ফিলআপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ভারতবর্ষের যেকোনো রাজ্য থেকেই আবেদন করতে পারবেন। 24 মার্চ পর্যন্ত এই ফরম ফিলাপ করা যাবে। আবেদনকারীরা যে কোন বিষয়ে স্নাতক পাস হলেই এই পরীক্ষার জন্য ফরম ফিলাপ করতে পারবে। প্রার্থী বাছাই করা হবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে।WBCS 2022 exam

WBCS Group অনুযায়ী পদ ও তার বিবরণ - 
একটি আবেদনপত্র গ্রুপ A, B, C, D এর মধ্যে এক বা একাধিক পদের জন্য আবেদন কারীরা আবেদন করতে পারবেন যোগ্যতা ও বয়স মিললে, পদ পছন্দের ক্রোম উল্লেখ করে দিতে হবে।


শিক্ষাগত যোগ্যতা - 
আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে।  বাংলা লিখতে ও পড়তে জানতে হবে( নেপালি ভাসিদের জন্য এই শর্ত প্রযোজ্য নয়)। 


উচ্চতা - 
ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস (Group - B) পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম 1.65m এবং মহিলা প্রাচীরের উচ্চতা 1.50m. গোর্খা ও অসমের উপজাতি ইত্যাদি প্রার্থীদের উচ্চতা এর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে ছাড়পত্র পাবেন।

 
বয়স সীমা - 
  1. গ্রুপ A ও C এর ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 36 বছরের মধ্যে ( জন্মতারিখ 2nd জানুয়ারি 1986 থেকে 1st জানুয়ারি 2001)।
  2. গ্রুপ - B এর ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে কুড়ি থেকে 36 বছরের মধ্যে (জন্মতারিখ 2nd জানুয়ারি 1986 থেকে 1st জানুয়ারি 2002)।
  3. গ্রুপ - D এর ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 39 বছরের মধ্যে (জন্মতারিখ 2nd জানুয়ারি 1983 থেকে 1st জানুয়ারি 2001)।
  4. 1st জানুয়ারি 2022 তারিখের হিসাবে যাদের বয়স 20 ও 21 বছর (1st জানুয়ারি 2001 ও 1st জানুয়ারি 2002) তারা কেবলমাত্র গ্রুপ B এর জন্য আবেদন করতে পারবেন। 
  5. রাজ্য তপশিলি জাতি /উপজাতি, OBC, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।


মাসিক বেতন - 
Group - A - পে ব্যান্ড ফোর এ অনুযায়ী 15,600/-টাকা থেকে 42,000/- টাকা, গ্রেড পে 5,400/-টাকা । সঙ্গে অন্যান্য ভাতা। 

Group - A এর বিভাগ :
  1. ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ),
  2. অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অফ রেভিনিউ সার্ভিস, 
  3. ওয়েস্টবেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস,
  4. ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই সার্ভিস,
  5. ওয়েস্ট বেঙ্গল এম্প্লয়মেন্ট সার্ভিস (এম্প্লয়মেন্ট অফিসার টেকনিক্যাল পদ ছাড়া),
  6. ওয়েস্টবেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস। 

Group- B : ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। পে ব্যান্ড ফোর এ অনুযায়ী 15,600/-টাকা থেকে 42,000/- টাকা,গ্রেড পে 5,400/-টাকা । সঙ্গে অন্যান্য ভাতা। 

Group - C :পে ব্যান্ড ফোর এ অনুযায়ী 9,000/-টাকা থেকে 40,500/- টাকা, গ্রেড পে 4,800/-টাকা ।
 
Group - C এর বিভাগ :
  1. সুপারিনটেনডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম /ডেপুটি সুপারিনটেনডেন্ট, সেন্ট্রাল কারেকশনাল হোম, 
  2. জয়েন্ট ব্লক ডেভলপমেন্ট অফিসার,
  3. ডেপুটি এসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স এন্ড ফেয়ার বিজনেস প্রাক্টিসেস, 
  4. ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস,
  5. ওয়েস্টবেঙ্গল sub-ordinate ল্যান্ড রেভিনিউ সার্ভিস, 
  6. অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, 
  7. জয়েন্ট রেজিস্টার (ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার  ডিসপুটস রেড্রেসাল কমিশন কনসিউমার অ্যাফেয়ার্স দপ্তর) 
  8. অ্যাসিস্ট্যান্ট কানাল রেভিনিউ অফিসার (ইরিগেশন),
  9. চিপ কন্ট্রোলার কারেকশনাল সার্ভিসেস।

Group - D :পে ব্যান্ড ফোর এ অনুযায়ী 7,100/- টাকা থেকে 37,600/- টাকা । সঙ্গে অন্যান্য ভাতা। 

Group - D এর বিভাগ :
  1. ইন্সপেক্টর অফ co-operative সোসাইটি, 
  2. পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার (পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট দপ্তর)
  3. রিহ্যাবিলিটেশন অফিসার (রিফিউজি এন্ড রিহ্যাবিলিটেশন দপ্তর) 


নিয়োগ পদ্ধতি : 
প্রিলিমিনারি ও মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। 

লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে প্রিলিমিনারি ও মেইন। প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে 

1. ইংলিশ কম্পোজিশন, 
2.জেনারেল সাইন্স, 
3.জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার্স ,
4.ভারতীয় ইতিহাস ,
5.ভারতের ভূগোল সঙ্গে (পশ্চিমবঙ্গের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় )
6.ইন্ডিয়ান পলিটি এন্ড ইকোনমি ,
7.ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ,
8.জেনারেল মেন্টাল এবিলিটি ।

এর প্রত্যেকটিতে 25 নম্বর করে মোট 200 নম্বর থাকবে। প্রিলিমিনারিতে উর্ত্তীন্ন হলে প্রার্থী মেইন পরীক্ষা দিতে পারবে। 

মেইন পরীক্ষায় 6 টি পেপার থাকবে। 

Paper 1 - এ বাংলা/ হিন্দি /উর্দু /নেপালি /সাঁওতালি ভাষায় লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি, কম্পোজিশন ও অনুবাদ। 
Paper 2 - ইংলিশ লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি, কম্পোজিশন, ইংরেজি থেকে বাংলা/ হিন্দি /উর্দু /নেপালি /সাঁওতালি ভাষায় অনুবাদ। 
Paper 3 - জেনারেল স্টাডিজ ওয়ান (ভারতীয় ইতিহাস ও ভূগোল পশ্চিমবঙ্গের বিশেষ গুরুত্ব সহ)।Paper 4 -  এ জেনারেল স্টাডিস টু ( সায়েন্স এন্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্স,
এনভারমেন্ট, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স) । 
Paper 5 - এ ইন্ডিয়ান কনস্টিটিউশন এন্ড ইকনোমি।
Paper 6 -  অ্যারিথমেটিক রিজনিং ।


প্রিলিমিনারী পরীক্ষার কেন্দ্র - কলকাতা(01), বারাইপুর(02), ডায়মন্ড হারবার (03),ব্যারাকপুর(04), বারাসাত(05), হাওড়া (06),চুঁচুড়া(07), বর্ধমান (08),দুর্গাপুর(09), মেদিনীপুর (10),তমলুক(11), বাঁকুড়া(12), পুরুলিয়া(13), ঝাড়গাম (14),সিউড়ি(15), কৃষ্ণনগর(16), বহরমপুর(17), মালদা (18),রায়গঞ্জ(20), জলপাইগুড়ি (21), আলিপুরদুয়ার (22),কোচবিহার(23), বালুরঘাট (19),দার্জিলিং(26), শিলিগুড়ি(24), কালিংপং(25),


আবেদন ফি - 
  1. আবেদনকারীর আবেদন ফি 210 টাকা। বাড়তি সার্ভিস চার্জ। 
  2. তপশিলি জাতি /উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোন প্রকার ফ্রি ধার্য হয়নি। 
  3. অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে, 
  4. অফলাইনে চালানের মাধ্যমে আবেদন ফি জমা দিলে জেনারেট করতে হবে 24 শে মার্চ 2022 তারিখের মধ্যে।


আবেদন পদ্ধতি - ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS) এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে । প্রার্থীর নিজের বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদন করার আগে ওয়ানটাইম এনরোলমেন্ট স্কিমে নাম নথিভুক্ত করতে হবে উপরোক্ত ওয়েবসাইটে গিয়ে। যাদের আগে এনরলমেন্ট করা আছে তাদের পুনরায় আর করতে হবে না। 




কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.