কলকাতা মিউজিয়াম এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ, Kolkata NCSM New Recruitment 2022

Group - C Recruitment Kolkata Museum 2022

কলকাতা মিউজিয়াম এ বিভিন্ন গ্রুপ - সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেকশন অফিসার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এটি কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এর স্থায়ী চাকরি। ইতিমধ্যে আবেদন পর্ব শুরু হয়ে গিয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা রাজ্যের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। উৎসাহী চাকরিপ্রার্থীরা স্নাতক পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিবরণ নিচের বিবৃতিতে দেয়া হলো।

Kolkata NCSM Recruitment 2022 :

পদের নাম - Curator B
মোট শূন্যপদ - 5 টি
বয়স সীমা - আবেদনকারীর বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে ।
শিক্ষাগত যোগ্যতা - এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোন বিষয়ে স্নাতক পাস হতে হবে এবং কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন - 56,100/- টাকা থেকে 1, 77, 500/- টাকা ।
আবেদন ফ্রী - এই পদে আবেদনের জন্য আবেদন মূল্য 500/- টাকা ।

পদের নাম - অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
মোট শূন্যপদ - 1 টি
বয়স সীমা - আবেদনকারীর বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে ।
শিক্ষাগত যোগ্যতা - এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক পাস হতে হবে ( first class) এবং কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন - 56,100/- টাকা থেকে 1, 77, 500/- টাকা ।
আবেদন ফ্রী - এই পদে আবেদনের জন্য আবেদন মূল্য 500/- টাকা ।

পদের নাম - সেকশন অফিসার।
মোট শূন্যপদ - 2 টি
বয়স সীমা - আবেদনকারীর বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে ।
শিক্ষাগত যোগ্যতা - এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোন বিষয়ে স্নাতক পাস হতে হবে এবং কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন - 44,900/- টাকা থেকে 1,42,400/- টাকা ।
আবেদন ফ্রী - এই পদে আবেদনের জন্য আবেদন মূল্য 300/- টাকা ।

পদের নাম - অফিস অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ - 1 টি
বয়স সীমা - আবেদনকারীর বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে ।
শিক্ষাগত যোগ্যতা - এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোন বিষয়ে স্নাতক পাস হতে হবে। 
মাসিক বেতন - 35,400/- টাকা থেকে 1,12,400/- টাকা ।
আবেদন ফ্রী - এই পদে আবেদনের জন্য আবেদন মূল্য 300/- টাকা ।

Group - C Recruitment Kolkata Museum 2022 নোটিশ অনুযায়ী আবেদন পদ্ধতি - 

সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে করতে হবে। প্রথমে নিচে দেওয়া লিংকে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে এবং সেটিকে ফিলাপ করে উল্লেখিত ডকুমেন্ট সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর নির্দিষ্ট ঠিকানা - The Controller of Administration, National Council of Science Museums, Block - 33 GN, Sector - V, Salt Lake, Kolkata - 700091, Phone - (033)23579347/0850/5545/6008

আবেদনের তারিখ - আবেদন পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 02/03/ 2022 থেকে । 25/03/2022 আবেদন পর্ব শেষ তারিখ। 


Official Website - Visit Now
Official Notice - Click Here
Application Form - Download Now

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.