ব্লকে ব্লকে গ্রাম রোজগার সহায়ক কর্মী নিয়োগ হচ্ছে

West Bengal BDO office GRS recruitment 2022 : রাজ্যে বিডিও অফিসে গ্রাম রোজগার সহায়ক পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবে এটি পুরোপুরি চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ হবে এবং কোন পদে নিয়োগ করা হবে কি যোগ্যতা লাগবে বয়সের কথা কি বলা হয়েছে সমস্ত কিছু নিয়েছে বিস্তারিতভাবে আলোচনা করা হলো 


GRS অর্থাৎ গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে 

এখানে মোট শূন্যপদ আছে 4 টি 

1) আবেদনকারীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে তবে সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে ।

2) বিজ্ঞান বিভাগে অথবা ভোকেশনাল থেকে 55 শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে । এবং এক্ষেত্রে উচ্চমাধ্যমিকে ফিজিক্স ও ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে । সঙ্গে ছয় মাসের কম্পিউটার কোর্স তো অবশ্যই করা থাকতে হবে । 

3) এই পদে প্রতিমাসে 12000 টাকা বেতন প্রদান করা হবে ।

4) এক্ষেত্রে সম্পূর্ণ অফলাইনে এর মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম ফিলাপ করে একটি মুখ বন্ধ খামে ভর্তি করে পাঁচ টাকার ডাকটিকিট সহ নিচে দেওয়া ঠিকানায় জমা করাতে হবে ।


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা - the program officer and block development officer ranibandh Bankura

গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগ হচ্ছে - দেখুন

রেশম বন্ধু পদে কর্মী নিয়োগ - মাধ্যমিক পাশে আবেদন

এক্ষেত্রে আবেদনের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবেনা বিনামূল্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন ।


আবেদনের সঙ্গে যে সমস্ত নথিপত্র জম দিতে হবে তা নিম্নে বলা হলো ঃ-

  •  মাধ্যমিকের এডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট 
  • উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
  • ভোটার কার্ড
  • ছয় মাসের কম্পিউটার সার্টিফিকেট
  • একটি বাসিন্দা সার্টিফিকেট
  • সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি 


নিয়োগের স্থান

বাঁকুড়া জেলার অন্তর্গত রানিবাঁধ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই গ্রাম রোজগার সহায়ক নিয়োগ করা হচ্ছে । মূলত রানিবাঁধ গ্রাম পঞ্চায়েতে একটি অম্বিকা নগর গ্রাম পঞ্চায়েতের একটি রাজা কোটা গ্রাম পঞ্চায়েতে একটি হলুদকানালি গ্রাম পঞ্চায়েতে একটি শূন্য পদ আছে। 

উপরোক্ত পদে আবেদনের জন্য অবশ্যই প্রার্থীকে রানিবাঁধ ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে 

আবেদনের শেষ তারিখ 29/3/2022 সমস্ত সরকারি ছুটির দিন ছাড়া শনি রবিবার ছাড়া বাকি দিন আবেদনপত্র জমা নেওয়া হবে 


নিচে অফিশিয়াল নোটিশ দেওয়া হলো -

Download Now

আরও পড়ুন

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.