আবারো মাধ্যমিক পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গের কলকাতায় চাকরির সুযোগ। ভারতের ইনস্টান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট এর গ্রুপ ডি পদে একাধিক পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিয়োগ করা হবেইনস্টান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট পদে কলকাতার ফোর্ট উইলিয়াম এ। কোন কোন পদে নিয়োগ করা হবে কটি পোস্ট আছে, কি কি যোগ্যতা লাগবে, বয়স সীমা কত লাগবে, কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস এই পোস্টটিতে পেয়ে যাবেন।
পদের নাম - কুক
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং কুকিং এর ব্যাপারে অন্তত দু' বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট পদের সংখ্যা- 2 টি
বেতন - 19,900 টাকা থেকে 63,200 টাকা মাসিক বেতন পাবেন।
পদের নাম - ওয়াসার ম্যান
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয় এ অন্তত দু' বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট পদের সংখ্যা- 3 টি
বেতন - 18,000 টাকা থেকে 56,900 টাকা মাসিক বেতন পাবেন।
পদের নাম - বারবার
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয় এ অন্তত দু' বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট পদের সংখ্যা- 2 টি
বেতন - 18,000 টাকা থেকে 56,900 টাকা মাসিক বেতন পাবেন।
পদের নাম - মেসেঞ্জার
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাশ করা থাকতে হবে। এর সাথে কম্পিউটারে ডিপ্লোমা এবং টাইপিংয়ে যথেষ্ট স্পিড থাকতে হবে।
মোট পদের সংখ্যা- 1 টি
বেতন - 18,000 টাকা থেকে 56,900 টাকা মাসিক বেতন পাবেন।
বয়স- 01/09/2021 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
আবেদন পদ্ধতি- আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট এবং রেজাল্ট এর জেরক্স, সেল্ফ অ্যাটেস্টেড করা পাঁচ কপি ছবি নিম্নলিখিত ঠিকানায় পোস্ট করতে হবে বা চাইলে আপনারা স্পিড পোস্ট করতে পারেন।
আবেদনটি পোস্ট করবেন ঠিকানা -
Commanding Officer, ECSR, Front William, Kolkata-700021.
আবেদন মূল্য - প্রত্যেক প্রার্থীকে আবেদন করার জন্য 100 টাকা আগে তার মূল্য দিতে হবে।
আবেদনের শেষ তারিখ- বিজ্ঞপ্তিটি প্রকাশ হবার 30 দিনের মধ্যে আবেদনপত্রটি জমা দিয়ে দিতে হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস
General Awareness- 25 marks
General English- 25 marks
Numerical Aptitude- 25 marks
General Intelligence Reasoning- 25 marks
Official Website - Visit Now
কোন মন্তব্য নেই: