TET পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হল অনলাইনের মাধ্যমে আবেদন করুন

টেট পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। রাজ্যের সকল প্রাইমারি এবং মাধ্যমিক বিদ্যালয় গুলিতে শিক্ষকতা করার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতবর্ষের সমস্ত নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই পরীক্ষার পরীক্ষা কেন্দ্র করা হবে। CTET Notification, December 2021. 



CTET  অর্থাৎ Central Teacher Eligibility Test এর দুটি করে পরীক্ষা হয় (1) Paper - I এবং (2) Paper-II.
Paper - I এর পরীক্ষাটি হয় ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ানোর জন্য।
Paper-II এর পরীক্ষাটি হয় ক্লাস সিক্স থেকে সেভেন পর্যন্ত পড়ানোর জন্য।
প্রার্থীরা তাদের বয়স অনুযায়ী পেপার ওয়ান বা পেপার টু এর জন্য আবেদন করতে পারেন অথবা দুইটি পদের জন্য আবেদন করতে পারেন।

Paper-I এর জন্য শিক্ষাগত যোগ্যতা- অন্ততপক্ষে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। আর একই সঙ্গে অন্তত দুই বছরের d.el.ed কোর্স পাস করা থাকতে হবে। অথবা যারা d.el.ed কোর্সের অন্তিম বছরে পাঠরত (Final Year) তারাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
অথবা, অন্তত 50 শতাংশ নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ একসঙ্গে চার বছরের d.el.ed কোর্স পাস করা থাকতে হবে।
অথবা, যে কোন শাখায় স্নাতক বা গ্রাজুয়েট হতে হবে এবং দু'বছরের d.el.ed কোর্স পাশ করা থাকতে হবে।

Paper-II এর জন্য শিক্ষাগত যোগ্যতা-
যে কোন শাখায় স্নাতক বা গ্রাজুয়েট হতে হবে এবং দু'বছরের d.el.ed কোর্স পাশ করা থাকতে হবে।
অথবা, কমপক্ষে 50% নাম্বার নিয়ে স্নাতক বা গ্যাজুয়েট হতে হবে এবং অন্তত এক বছরের d.el.ed কোর্স পাশ করা থাকতে হবে।


বয়স- প্রার্থীকে অন্ততপক্ষে 17 বছর বয়স হতে হবে।


আবেদন পদ্ধতি - আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য পার্থীর একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি থাকা জরুরি।
আবেদনের সময় 3.5 × 4.5 (10 KB থেকে 100 KB) সাইজের ছবি এবং সিগনেচার অর্থ নিজের স্বাক্ষর ( 3 KB থেকে 30 KB) স্ক্যান করে পাঠাতে হবে। আমাদের ওয়েবসাইটে কি একটু নিচের দিকে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক এবং অফিশিয়াল নোটিশ এর লিংক পেয়ে যাবেন।


আবেদন মূল্য - এই ফরমটি ফিলাপ করার জন্য Part - I বা Part - II হাজার টাকা জেনারেল এবং ওবিসি দের জন্য 1000 টাকা আর এস সি এবং এ সটি PWD দের জন্য 500 টাকা করে আবেদন মূল্য লাগবে।

আর যারা Part - I এবং Part - II দুইটি ফরম ফিলাপ করবেন  জেনারেল এবং ওবিসি  দের জন্য 1200 টাকা আর এস সি এবং এ সটি দের জন্য 600 টাকা করে আবেদন মূল্য লাগবে। আবেদন মূল্য আপনারা অনলাইনের মাধ্যমে জমা দিতে পারেন Debit card, Credit card, Net banking, Visa card, Master Card এর মাধ্যমে জমা দিতে পারবেন।



পরীক্ষার সিলেবাস-
1) Child Development And Pedagogy [compulsory]- 30 Marks.
2) Language I [compulsory]- 30 Marks.
3) Language II [compulsory]- 30 Marks.
4) Science and Mathematic (for Science and Mathematics teacher)- 60 Marks.
                  OR
Social studies / Social Science (forSocial studies / Social Science teachers)- 60 Marks.


মোট 150 নাম্বার এর পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় সীমা দু ঘন্টা তিরিশ মিনিট (2:30) থাকবে।

পরীক্ষার তারিখ- কম্পিউটার বেসিক টেস্ট (CBT) পরীক্ষাটি 16 ডিসেম্বর 2021 থেকে 13 ই জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত হবে।

আবেদনের সময়সীমা - 20/09/2021 থেকে 19/10/2021 পর্যন্ত।

ডাউনলোড করুন - অফিশিয়াল নোটিশ

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.