Indian Railway Factory Job Recruitment 2021 | ভারতীয় রেলে ফ্যাক্টরিতে 192 টি এ্যাপ্রেন্টিস নিয়োগ

ভারতীয় রেল মন্ত্রকের অধীনস্থ রেল হুইল ফ্যাক্টরিতে 192 জন অ্যাপ্রেন্টিস নেয়া হবে এপেনটেল আক্ট অনুযায়ী (Railway Aprentice 2021).

শূন্য পদে তার সংখ্যা
ফিটার 85 টি, মেশিনিস্ট 31 টি, মেকানিক(মোটর ভিকেল) 8টি, টার্নার 5 , সিএনসি প্রোগ্রামিং কাম অপারেটর 23 টি, ইলেকট্রিশিয়ান 18 টি, ইলেকট্রিক মেকানিক 22 টি।

বয়স
15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে 13 সেপ্টেম্বর 2021 তারিখ অনুযায়ী।
সংরক্ষিত প্রার্থী অর্থাৎ sc.st.obc এরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে।

শিক্ষাগত যোগ্যতা
পার থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং মাধ্যমিকে 50 পার্সেন্ট নাম্বার পেতে হবে। বা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি অনুমোদিত কোন স্থান থেকে সমতুল্য ন্যাশনাল টেক্স সার্টিফিকেট।

সিএনসি প্রগ্রমিং কাম অপারেটর পেটে প্রতি মাসে 10,899 টাকা।
বাকি ট্রেনগুলোর ক্ষেত্রে 12661 টাকা করে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি-
আবেদন করতে 100 টাকা লাগবে। ইন্ডিয়ান পোস্টাল অর্ডার/ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি জমা দিতে হবে(Railway Aprentice 2021)।
তপশিলি/ উপজাতি বা শারীরিক প্রতিবন্ধীদের আবেদন মূল্য লাগবেনা।
www.rwf.indianrailways.gov.in এই ওয়েবসাইট থেকে আপনারা দরখাস্তের বয়ান ডাউনলোড করতে পারবেন।


পোস্ট করবার ঠিকানা
The Senior Personnel Officer, Personnel Department, Rail Wheel Factory, Yelahanka, Bangalore- 560064.
এর সাথে যাবতীয় জরুরী ডকুমেন্ট এবং সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে।

আবেদন পত্রটি 13 ই সেপ্টেম্বর 2021 তারিখ বিকাল পাঁচটার মধ্যে উক্ত ঠিকানায় পৌঁছাতে হবে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.