Gram Rojgar Sahayak Job Recruitment 2021 | গ্রাম রোজগার সহায়ক পদে চাকরি মাসে ১২ হাজার টাকা বেতন

রাজ্যে পঞ্চায়েত অফিসে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে । গ্রাম রোজগার সহায়ক পদে এখানে আবেদন চলছে । শুধু মাত্র উচ্চমাধ্যমিক পাশে এখানে আবেদন করা যাবে । কিভাবে আবেদন করবেন ? কি কি শর্তাবলী আছে সমস্ত কিছু নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল ।
নোটিশ নম্বর - ২১১৩
নোটিশ প্রকাশের তারিখ - ১৮/০৬/২০২১

পদের নাম - Gram Rojgar Sahayak ( গ্রাম রোজগার সহায়ক )

এখানে আবেদনের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে ?
  • Gram Rojgar Sahayak গ্রাম রোজগার সহায়ক পদে আবেদনের জন্য প্রার্থী কে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে বিজ্ঞান শাখায় এবং সাথে ৫৫ % নম্বর নিয়ে পাশ করতে হবে ।
  • সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশান এর ওপর কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ।
মাসে বেতন কত টাকা দেওয়া হবে ?

গ্রাম রোজগার সহায়ক পদের জন্য প্রতি মাসে ১২০০০ টাকা বেতন প্রদান করা হবে ।

বয়স ও শর্তাবলী কি কি আছে ?
  • গ্রাম রোজগার সহায়ক পদে এখানে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে । বয়স হিসাব করতে হবে ০১.০৬.২০২১ তারিখের মধ্যে । 
  • সাথে প্রার্থীকে মহম্মদ বাজার ডেভ্লপমেন্ট ব্লক, বিরভুমের স্থায়ী বাসিন্দা ও ভোটার হতে হবে ।

এখানে কিভাবে আবেদন করবেন ?

আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে । নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করে A4 সাইজ পেজে প্রিন্ট করে ফিলাপ করে সাথে নিচে দেওয়া ডকুমেন্টস গুলি সংযোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে উল্লেখ ঠিকানায় রেজিস্টার পোস্ট বা সরাসরি গিয়ে জমা দিয়ে আসতে হবে ।

কি কি ডকুমেন্টস লাগবে ?
  1. এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ফটো ।
  2. বয়সের প্রমান পত্র হিসাবে মাধ্যামিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট এর জেরক্স
  3. উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এর জেরক্স
  4. ভোটার কার্ড
  5. আধার কার্ড
  6. কম্পিউটার সার্টিফিকেটের জেরক্স 

সমস্ত নথিপত্র অবশ্যই শেল্ফ আটেস্টেড করা থাকতে হবে ।


অবশ্যই খামের ওপর লিখতে হবে - Application For The Post Of Gram Rojgar Sahayak 

আবেদন পত্র কোন ঠিকানায় পাঠাতে হবে ?

আবেদন পত্র পাঠাতে হবে  "Programme Officer & Block Development Officer, Md.Bazar Dev. Block, Vill. Patelnagar, P.O. Md.Bazar (T.S.), Dist. Birbhum PIN - 731132"

আবেদন পত্র পাঠানোর সময় ও শেষ তারিখ ?

আবেদন পত্র পাঠাতে হবে সকাল ১১ টা থেকে দুপুর ৩ টের মধ্যে । শনিবার রবিবার ও সরকারি ছুটির দিন বাদে । আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ ০২/০৭/২০২১

আবেদন পত্র ডাউনলোড করুন - Click Here

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.