দশম / মধ্যমিকের পরে আপনি কোন বিভাগ টি বেছে নেবেন : বিজ্ঞান, কলা বা বাণিজ্য | Subject in Arts, Science & Commerce Stream in HS

Subject in Arts, Science & Commerce Stream in HS  

আপনার মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার পরে একটি সঠিক কোর্স নির্বাচন করা খুব কঠিন। সঠিক কোর্সটি বেছে নেওয়ার বিষয়ে আপনি অনেকটা বিভ্রান্ত হয়ে পড়েছেন। শুধু আপনিই নন, বেশিরভাগ শিক্ষার্থীই এই পরিস্থিতিতে দ্বিধায় রয়েছেন। তবে আপনাকে এই পরিস্থিতিতে ক্ল্যাম এবং আবেগী হতে হবে কারণ একটি ছোট্ট ভুল আপনাকে পুরো ক্যারিয়ার এবং চাকরীর জীবনেও বিভ্রান্ত করতে পারে। সুতরাং নিখুঁত থাকুন এবং আপনার নিখুঁত কোর্স / স্ট্রিমটি বেছে নিতে নিচে দেওয়া সম্পূর্ণ তথ্য টি মনোযোগ সহকারে পড়ুন । 


আমি এই সময়ে জানি আপনি আপনার পেশাদার জীবনের জন্য সমস্ত কেরিয়ারের সুযোগগুলি জানেন না। তাই এখানে আমি বিজ্ঞান, কলা ও বাণিজ্য কেরিয়ারের সমস্ত দিক উল্লেখ করছি। কোথা থেকে আপনি সহজেই বেছে নিতে পারেন কোনটি আপনার পক্ষে ভাল এবং যার মধ্যে আপনার দৃঢ় ইচ্ছা রয়েছে। আমার এই তথ্য টি সম্পূর্ণ পরলে আপনার উত্তরও স্পষ্ট হয়ে যাবে ।


দেখে নিন আর্টস (কলা বিভাগ) এর মধ্যে কি কি বিষয় আছে -


  • ইতিহাস
  • ভুগোল
  • শিক্ষা বিজ্ঞান
  • সংস্কৃত
  • রাষ্ট্র বিজ্ঞান
  • সোশিয়লজি বা সমাজবিজ্ঞান
  • সাইকোলজি
  • একনমিক্স
  • পরিবেশ বিদ্যা
  • পুস্টি বিজ্ঞান
  • ডান্স
  • মিউজিক
  • ফাইন আর্টস
  • শারীরশিক্ষা

আরও কিছু বিষয় আছে ।


কোন বিভাগ কেমন এবং মাধ্যামিক বা ১০ ক্লাস পাশ করার পর কি নেবেন জানতে - ক্লিক করুন


দেখে নিন সাইন্স ( বিজ্ঞান বিভাগ) মধ্যে কি কি বিষয় আছে -

সাইন্স বিভাগে দুটি আরও ভাগ থাকে ১) পিওর সাইন্স ২) বইয়ো সাইন্স । 
  • ম্যাথমেটিক্স 
  • ফিজিক্স 
  • কেমিস্ট্রি 
  • বায়োলজি 
  • এনভায়রনমেন্টাল সাইন্স 
  • কম্পিউটার সাইন্স
  • বায়োটেকনোলজি 
  • ইঞ্জিনিয়ারিং গ্রাফিক 
  • পুস্টি বিজ্ঞান
  • জিওলজি

ইত্যাদি আরও কিছু বিষয় আছে ।


দেখে নিন কমার্স  ( বাণিজ্য বিভাগ )  মধ্যে কি কি বিষয় আছে -


  • আকাউন্টেসি
  • ইকোনমিক 
  • বিসনেস স্টাডিস 
  • ম্যাথমেটিক্স 
  • ইনফোরম্যাটিক্স প্রাকটিস 
  • ম্যানেজমেন্ট 
  • বিসনেস ফিনান্স 
  • বিসনেস কমিউনিকেশন
  • কস্ট একাউন্টিং 
  • মার্কেটিং

ইত্যাদি আরও কিছু বিষয় আছে ।

উপরে কোন বিভাগে কি কি সাবজেক্ট আছে সমস্ত কিছুই আলোচনা করা হয়েছে । এই নিয়ে আপানাদের কোন রকম মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন । ধন্যবাদ 💓

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.