How to apply Caste Certificate online full Details | কাস্ট সার্টিফিকেট (OBC/ST/SC) আবেদন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে কি কি ডকুমেন্টস লাগবে ?

How to apply Caste Certificate online full Details : কাস্ট সার্টিফিকেট বর্তমানে চাকরির জন্য একটি অতি প্রয়োজনীয় নথিপত্র । তবে আমাদের মধ্যে অনেকের ই পরিবারের কাস্ট সার্টিফিকেট থাক্লেও আমাদের নেই । কি ভাবে আবেদন করবেন ? অনালাইন না অফলাইন । আবেদন করলে কিভাবে খুব তারাতারি পেয়ে যাবেন এই সার্টিফিকেট , এই সমস্ত বিষয় নিয়ে নিচে আলচনা করলাম । 



চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই আবেদন এর জন্য কি কি করতে হবে আমাদের -

প্রথমেই বলে রাখি আপনাকে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে তারপর , সেই ফর্ম প্রিন্ট আউট করে সঠিক জায়গায় ছবি লাগিয়ে সই করে , সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতে হবে

চলুন এবার জেনে নিই এই কাস্ট সার্টিফিকেট ( SC,ST,OBC)  জন্য কি কি নতিপত্র লাগে ?

1.   অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম (SC/ST/OBC)

2.   আধার কার্ড

3.   ভোটার কার্ড

4.   রেশন কার্ড

5.   শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ( যদি থাকে )

6.   বাসিন্দা সার্টিফিকেট

7. ২ কপি পাসপোর্ট সাইজ ফোট ( পিছন দিকে গ্রাম প্রধানের সই )

8.   বাবার ভোটার কার্ড

9.   বাবার আধার কার্ড

10. বাবার ইনকাম সার্টিফিকেট

11. পরিবারের ভোটার লিস্ট

12. মায়ের ভোটার কার্ড

13. মায়ের রেশন কার্ড

14. বাবার রেশন কার্ড

15. জায়গার দলিল কপি

16.  পূর্ব পুরুশের লাইন এজ লিস্ট

17. আত্মিয়ের কাস্ট সার্টিফিকেট

19. আপনাকে চেনে এলাকার ২/৩ জন মানুসের সাক্ষী

20. ডিক্লেরেশান  ফর্ম ( যদি কোন নামের বানান ভুল থাকে )

 

এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন কাস্ট সার্টিফিকেটের জন্য , এবং খুব সহজেই পেয়ে যাবেন আপনার কাস্ট সার্টিফিকেট । কোন রকম প্রশ্ন থাকলে আপনি কমেন্টে করতে পারেন । 

৪টি মন্তব্য:

  1. I am in confusion on what are all the documents required to caste certificate online. Now it's cleared. A caste system is an institutionalised system of stratification in which social, economic, political, cultural and religious differences based on birth or ancestry are used to classify individuals into different groups.

    উত্তরমুছুন
  2. The NDA format has to be very simple and can be understood by anyone.

    Non-disclosure agreements (NDAs) are contracts that typically involve confidential information.
    Non disclosure agreement in India

    উত্তরমুছুন
  3. Court marriage takes place in front of the marriage officer in the court without any traditional ceremony. Arya Samaj Mandir Agra

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.