যাদবপুর বিশ্ববিদ্যালয় একাধিক পদে কর্মী নিয়োগ!

এপ্রিল ২০, ২০২৪

Jadavpur University recruitment notice - যাদবপুর বিশ্ববিদ্যালয় একাধিক পদে কর্মী নিয়োগ! প্রতি মাসের বেতন ৩৭ হাজার টাকা! আবেদন করুন অনলাইনে

যাদবপুর ইউনিভার্সিটির নতুন কর্মী নিয়োগ ২০২৪( Jadavpur University recruitment notice)

Skill India Training 2024 -স্কিল ইন্ডিয়ান মাধ্যমে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন।

এপ্রিল ২০, ২০২৪

Skill India Training 2024 -স্কিল ইন্ডিয়ান মাধ্যমে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন।

Skill India training 2024 - চাকরিপ্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ভারত সরকারের স্কিল ইন্ডিয়া লিমিটেড দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। উপযুক্ত মাধ্যমিক যোগ্যতা থেকে যেকোনো ইচ্ছুক প্রার্থীরা এই পথগুলিতে বিনামূল্য পাবে প্রশিক্ষণের সুযোগ। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? মাসিক বেতন কত হবে?  










সমস্ত বিষয়ে নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে লেখা রয়েছে প্রতিবেদনটিকে শেষ অব্দি পড়বেন ও নিজ দায়িত্ব সহকারে আবেদন সম্পন্ন করবেন।















1.পদের নাম ও শুন্যপদ  :- 

এখানে যে পথগুলিতে নিয়োগ করা হবে সেই

 2.পদগুলি হলো:-

 (Fitter, Welder, Carpenter, Painter, Turner,  Electrician)

3.এই পথগুলিতে মোট শুন্য পদ:-

৮৬১ জন পার থেকে নিয়োগ করা হবে।

4.বয়স সীমা বেতন (Skill India Training 2024):-

উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের বয়সের সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে এই পদগুলি তে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

এই পথগুলিতে যাচাই করনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিকের কাজে নিয়ম অনুসারে দেয়া হবে

5.শিক্ষাগত যোগ্যতা :-

সকল ইচ্ছুক প্রার্থীরা এই পথগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ন্যূনতম ৫০% নম্বর সহ মেট্রিকুলেশন পাস বা সমমানের পরীক্ষার পাশ করতে হবে। 

6.নিয়োগ প্রক্রিয়া (skill India Training 2024) :-

উল্লেখিত পদগুলিতে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে সব থাকলে যাচাই করার কোন রকম পরীক্ষা দিতে হবে না। আবেদনকারী সকল প্রার্থীদের জন্য প্রস্তুতকৃতি মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে। করা হবে সেখানে মেট্রিকুলেশনের ন্যূনতম ৫০% (সমষ্টিগত) নম্বর সহ এবং আইটিআই নম্বরের শতাংশের ভিত্তিতে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে।

7.কিভাবে আবেদন করতে হবে :- 

এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।, সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।, এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফরম ফিলাপ করতে হবে, তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলি নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।, নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন।

8.গুরুত্বপূর্ণ তারিখ:- 

আবেদনের শেষ তারিখ :-  ০৯/০৫/২০২৪

9.প্রয়োজনীয় লিংক:-

অফিসিয়াল বিজ্ঞপ্তি  & Download PDF  - DOWNLOAD NOW

Apply now -  view now


বি: দ্র:- উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের কাজের উদ্দেশ্যে। Bongedutech.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি সরকারি প্রকল্প স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না এটা সারা ভারতবর্ষ জুড়ে খবর সংগ্রহ করে সমস্ত তথ্য ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । Bongedutech.com সর্বদা চেষ্টা করেন নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন 
(পদের নাম,  শূন্য পদের সংখ্যা,  আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও 
(পদের নাম,  শূন্য পদের সংখ্যা,  আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন ,দেখবেন , বুঝবেন তবেই নিজে দায়িত্বে আবেদন করতে পারেন।

NIT তে টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি,

এপ্রিল ২০, ২০২৪

 NIT তে টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি, মোট শূন্য পদও আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রতিবেদন টিকে ফলো করুন

 চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর হলো জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইঞ্জিনিয়ারিং গবেষণা প্রতিষ্ঠান। এখানে গ্রুপে (টিচিং) প্রার্থী নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া,  ও যাবতীয় তথ্য প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।


NIT তে টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি,


















1.নিয়োগের বিস্তারিত তথ্য :-


নোটিশ প্রকাশ তারিখ:- 30,03,2024

যে পদে নিয়োগ করা হবে:- প্রোফেসর (professor)

মোট শূন্য পদ:- ১টি শূন্য পদ রয়েছে।

যোগ্যতা :- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রী থাকতে হবে সাথে ১৩ বছরের পড়ানো অথবা রিচার্জ এর অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন:-  এই পদের জন্য প্রার্থীর মাসিক ১৫৯১০০ বেতন হিসাবে পাবেন


2.অ্যাসোসিয়েট প্রফেসর (Associate Professor)

মোট শূন্য পদ :- এখানে মোট ১ শূন্য পদ রয়েছে

যোগ্যতা:- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষ হয় পিএইচডি ডিগ্রি থাকতে হবে। সাথে ছয় বছর পড়ানো অথবা রিচার্জের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন :- এই পদের জন্য প্রার্থীরা মাসিক ১,৩৯,৬০০ টাকা বেতন পাবেন।

3.অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (assistant professor)

মোট শূন্য পদ :- এখানে বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ৩৭টি শূন্য পদে রয়েছে।

যোগ্যতা :- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রী থাকতে হবে। সাথে তিন বছরের পড়ানো অথবা রিচার্জের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন :-

এই পদের জন্য প্রার্থীরা মাসিক ১,০১, ৫০০টাকা বেতন হিসেবে পাবেন।


আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের এর জন্যhttp://www.nitdgp.ac.in/p/careers ওয়েবসাইটে অনলাইন আবেদন পত্র আপলোড করা হবে। এরপর আবেদন পত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টর ফটোগ্রাফি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদনের মূল্য জমা দিয়ে ফ্রন্টে সাবমিট করতে হবে। এরপরে নিজের ঠিকানায় ভর্তি করা ফর্মটির একটি প্রিন্ট আউট নিয়ে পাঠিয়ে দিতে হবে সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সার্টিফিকেট।


আবেদন মূল্য :- এখানে আবেদন করার জন্য UR,OBC দের ১,৫০০ টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। এবং SC,ST,EWS পার্থীদের কোনো টাকা দিতে হবে না।


আবেদনপাঠানো ঠিকানা :- register (I/C), National institute of technology Durgapur -713209,West Bengal


গুরুত্বপূর্ণ তারিখ:-

অনলাইনে আবেদন করা শেষ দিন ৩০/৪/২০২৪। অন্যদিকে অফলাইনে আবেদন পাঠাবার শেষ দিন হল ১০/০৫/২০২৪

বি: দ্র:- উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের কাজের উদ্দেশ্যে। Bongedutech.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি সরকারি প্রকল্প স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না এটা সারা ভারতবর্ষ জুড়ে খবর সংগ্রহ করে সমস্ত তথ্য ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । Bongedutech.com সর্বদা চেষ্টা করেন নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন 
(পদের নাম,  শূন্য পদের সংখ্যা,  আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও 
(পদের নাম,  শূন্য পদের সংখ্যা,  আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন ,দেখবেন , বুঝবেন তবেই নিজে দায়িত্বে আবেদন করতে পারেন।






উচ্চ মাধ্যমিক এ কোন ধরনের প্রশ্ন থাকবে প্রথম ও তৃতীয় সেমিস্টারের তা জানিয়ে দিল শিক্ষা সংসদ শিক্ষা সংসদ WBCHSE Semester Exam pattern

এপ্রিল ১৮, ২০২৪

 উচ্চ মাধ্যমিক এ কোন ধরনের প্রশ্ন থাকবে প্রথম ও তৃতীয় সেমিস্টারের তা জানিয়ে দিল শিক্ষা সংসদ শিক্ষা সংসদ WBCHSE Semester Exam pattern






আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে পঠন-পাঠন এবং পরীক্ষার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার উচ্চ মাধ্যমিকের প্রথম ও তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্রের ধরণের নির্দিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করলে সংসদ।

















রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র ছাত্রীরা ইতিমধ্যে জানেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পঠন-পাঠন সেমিস্টার পদ্ধতি শুরু হতে চলেছে এর জন্য নির্দিষ্ট বিষয় ভিত্তিক সিলেবাস তৈরির কাজ যেমন চলছে সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরের নতুন কিছু বিষয় অন্তর্ভুক্তির পরিকল্পনাও করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রসঙ্গে শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।পরীক্ষার পদ্ধতি, নম্বর বিভাজন এবং প্রশ্নপত্রের ধরন সম্পর্কে স্পষ্ট বক্তব্য রেখেছি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

WBCHSE Semester Exam Pattern

সম্প্রতি শিক্ষা সংসদের প্রকাশিত নতুন একটি বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিকের প্রথম এবং তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্রের প্যাটার্ন সম্পর্কে তথ্য দেওয়া হলো। ছাত্রছাত্রীরা ইতিমধ্যে জানেন যে একাদশ শ্রেণীর শুরুতে হবে প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর শুরুতে হবে তৃতীয় সেমিস্টার। এই দুটি সেমিস্টারের প্রশ্নপত্রের ধরন একই থাকবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি মাধ্যমে দুটি পরীক্ষা প্রশ্নপত্রের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। কোন ধরনের প্রশ্ন বলি এই দুটি সেমিস্টারের পরীক্ষাতে থাকবে সেগুলো নিচে উল্লেখ করা হলো।                                                
  • শূন্যস্থান পূরণ
  •  ,কলম ম্যাচে, 
  • দাবী যুক্তি এবং রিজনিং টাইপ, 
  • ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন, 
  • নির্ধারিত ক্রম অনুসারে বাক্য সাজানো,
  • সত্য এবং মিথ্যা নির্ণয় করা প্রশ্ন, 
  • কেস ভিত্তিক প্রশ্ন



























এর আগে সংসদ জানিয়েছেল যে প্রথম এবং তৃতীয় সেমিস্টার এ যথাক্রমে ৩৫ এবং ৪০ নম্বরের পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল এবং নন প্রাকটিক্যাল বিষয়গুলির জন্য।সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি সংসদ আরো জানিয়েছে এই প্রশ্নগুলির মধ্যে ৫০ শতাংশ প্রশ্ন থাকবে সহজ। ৩০ শতাংশ প্রশ্ন থাকবে জটিল এবং ২০ শতাংশ প্রশ্ন থাকবে উপস্থিত বুদ্ধির পরীক্ষার জন্য। মাল্টিপেল চয়েস প্রশ্নগুলির ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের উত্তরে চারটি বিকল্প থাকবে এই বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে।

বি: দ্র:- উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের কাজের উদ্দেশ্যে। Bongedutech.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি সরকারি প্রকল্প স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না এটা সারা ভারতবর্ষ জুড়ে খবর সংগ্রহ করে সমস্ত তথ্য ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । Bongedutech.com সর্বদা চেষ্টা করেন নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন 
(পদের নাম,  শূন্য পদের সংখ্যা,  আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও 
অফিশিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন ,দেখবেন , বুঝবেন তবেই নিজে দায়িত্বে আবেদন করতে পারেন।


সাব ইন্সপেক্টর নিয়োগ ভারতীয় রেলে আবেদন শুরু হল আগামী ১৬ তারিখ থেকে

এপ্রিল ১৭, ২০২৪

 সাব ইন্সপেক্টর নিয়োগ ভারতীয় রেলে আবেদন শুরু হল আগামী ১৬ তারিখ থেকে




ভারতীয় রেল পরিষদ রক্ষা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আজকের পোস্টটি ফলো করুন।
sab inspector job requirement




















চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর দিলে ভারতীয় রেল ভারতীয় রেলের পক্ষ থেকে আরপিএফ সাব ইন্সপেক্টর। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোন ভারতীয় নাগরিক অর্থে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে এই পদে নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে ১৬ তারিখ থেকে। সংশ্লিষ্ট পদে নিয়োগের আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment number:- RPF01/2024

পদের নাম:-  sube inspector

মোট শূন্য পদ:- ৪৫২টি।

শিক্ষাগত যোগ্যতা:- সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের যেকোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম স্নাতক পাস করে থাকতে হবে

মাসিক বেতন :- আর পি এফ সাব-ইন্সপেক্টর পদে কর্মরত প্রার্থীদের মাজিক বেতন হলো ৩৫, ৪০০₹টাকা।

বয়স সীমা:- পয়লা জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী ইচ্ছুক আবেদনকারীদের বয়স ন্যূনতম কুড়ি বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী সরকারি নিয়োগ আইন অনুযায়ী বয়সের ছাড় পাবে।

আবেদন পদ্ধতি :- আবেদন জানানোর জন্য প্রথমে আপনাকে ভারতীয় রেলের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপর হোম পেজের অ্যাপ্লাই অপশন থেকে আবেদন পত্রটি ওপেন করতে হবে এরপর অনলাইন আবেদন পত্রের প্রথমে প্রার্থীকে নিজের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি পূর্ণ করতে হবে। সমস্ত তথ্য পূরণ করার পর ডকুমেন্ট আপলোড করার অপশনে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে সবসময় আবে জমা করতে হবে আবেদন পত্র সাবমিট করতে হবে।।

আবেদন ফ্রি :- আবেদনকারী প্রার্থীদের এককালীন ২৫০₹ টাকা মডিফিকেশন ফ্রি হিসেবে জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ:-  ১৪ই ফেব্রুয়ারি 2024

Official notification :- Download  now 

official website :-  click here  

বি: দ্র:- উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের কাজের উদ্দেশ্যে। Bongedutech.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি সরকারি প্রকল্প স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না এটা সারা ভারতবর্ষ জুড়ে খবর সংগ্রহ করে সমস্ত তথ্য ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । Bongedutech.com সর্বদা চেষ্টা করেন নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন 
(পদের নাম,  শূন্য পদের সংখ্যা,  আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও 
অফিশিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন ,দেখবেন , বুঝবেন তবেই নিজে দায়িত্বে আবেদন করতে পারেন।


SSC CHSL: ৩৭১২ শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর ক্লার্ক নিয়োগ মাসিক বেতন ১৯ হাজার টাকা

এপ্রিল ১৬, ২০২৪

 SSC CHSL:  ৩৭১২ শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর ক্লার্ক নিয়োগ মাসিক বেতন ১৯ হাজার টাকা





কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেক্ট সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেলের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে তথ্য জানুন আজকের প্রতিবেদনে এ


ssc thumnail


















কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন। এই বিজ্ঞপ্তি মাধ্যমে ক্লার্ক (LDC) ও ডাটা এন্টি অপারেটর (DEO) পরে করবি নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্জন পশ্চিমবঙ্গের যে কোন জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি বয়সী মাসের তারিখ ইত্যাদি বিস্তারিত উল্লেখ করা হলে আজকের পোস্টে এ

Employment number:- 

combined Higher secondary (10+2)levelexamination,2024

পদের নাম :- (LDC) ক্লার্ক, টাটা ইন্ডিয়া অপারেট (DEO)

মোট শূন্য পদ :- ৩৭১২টি

শিক্ষাগত যোগ্যতা:-  আবেদরে ইচ্ছুক চারটি প্রার্থীদের যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম HS EXAM পাস করতে হবে এ পাশাপাশি টাইপিং স্পিড ভালো থাকতে হবে।

মাসিক বেতন :- ক্লাস (ক্লার্ক) পদের মাসিক বেতন ১৯,৯০০ টাকা, ডাটা এন্ট্রি পদের মাসিক বেতন ২৫,৫০০₹ টাকা

বয়স সীমা:- ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সে চাকরি-বাতিদের এখানে আবেদন জানাতে পারবেন তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের পাঁচ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর এবং pwBD প্রার্থীদের ১০ বছর বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি :- অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট নিজেদের বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে এরপর প্রস্তাবিত অনলাইন আবেদন পত্র সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে জরুরী নথিপত্র করে আপলোড করতে হবে সবশেষে আবেদন ফ্রি জমা করা আবেদন থেকে সাবমিট করত হবে ।

আবেদন ফ্রি:- মহিলা ও তপশিলি জাতি এবং শারীরিক প্রতিবন্ধী বাদে বাকি অন্যদের আবেদনকারীর দের ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি :- দুটি অনলাইন পরীক্ষার মাধ্যমে যোগাযোগ চাকরিপ্রার্থী বাছাই করে নিয়োগ করা হয় পরীক্ষার সিলেবাসে যাওয়া হল






























আবেদনের শেষ তারিখ :- ৭ মে ২০২৪


Official notification:-  dounlod now

Oficial website:- apply now



বি: দ্র:- উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের কাজের উদ্দেশ্যে। Bongedutech.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি সরকারি প্রকল্প স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না এটা সারা ভারতবর্ষ জুড়ে খবর সংগ্রহ করে সমস্ত তথ্য ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । Bongedutech.com সর্বদা চেষ্টা করেন নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন 
(পদের নাম,  শূন্য পদের সংখ্যা,  আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও 
অফিশিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন ,দেখবেন , বুঝবেন তবেই নিজে দায়িত্বে আবেদন করতে পারেন।














ICDS Supervisor Result: অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল

এপ্রিল ১৫, ২০২৪

 ICDS Supervisor Result: অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল:-




বহু বছর প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পরীক্ষার রেজাল্ট বিস্তারিত রেজাল্ট সম্পর্ক জানতে আজকের পোস্টটি  ফলো করুন।
















অপেক্ষার অবসান দীর্ঘ পাঁচ বছর পর ICDS প্রমোশনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো। যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে নিয়োগ প্রাপ্ত পরীক্ষার্থীদের নামে তালিকা প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা আপডেট করা হয়েছে আজকের এই পোস্ট টির প্রার্থীদের নামের তালিকাটি ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
 
ICDS সুপারভাইজার রেজাল্ট ডাউনলোড    
  1. তালিকাটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম পরীক্ষার্থীদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।     
  2. এরপর ভিউ অল অপশনে ক্লিক করে সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি গুলি একটি টেবিল স্ক্রিনে প্রদর্শিত হবে।    
  3. 2019 সালে আয়োজিত আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের নামের তালিকাটি অপশনটি দেখা যাবে।   
  4. এই অপশনের পাশেই ডাউনলোড অপশন থেকে নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের নামে তালিকা ডাউনলোড করতে পারবে।

পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রতিবেদনের নিজের রেজাল্ট ডাউনলোড লিংক দেয়া হয়েছে অন্যান্য বিশ্বজিতের তথ্য জানার জন্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন চাকরি প্রার্থীরা।

ICDS Supervisor Result: download now

বি: দ্র:- উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের কাজের উদ্দেশ্যে। Bongedutech.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি সরকারি প্রকল্প স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না এটা সারা ভারতবর্ষ জুড়ে খবর সংগ্রহ করে সমস্ত তথ্য ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । Bongedutech.com সর্বদা চেষ্টা করেন নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন 
(পদের নাম,  শূন্য পদের সংখ্যা,  আবেদন করার লাস্ট তারিখ, ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও 
অফিশিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন ,দেখবেন , বুঝবেন তবেই নিজে দায়িত্বে আবেদন করতে পারেন।


Blogger দ্বারা পরিচালিত.