Results for North 24 Pgs

রাজ্যে বিভিন্ন জেলায় রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি

এপ্রিল ০১, ২০২৩

রাজ্যে বিভিন্ন জেলায় রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে



রাজ্য সরকারের ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এর মাধ্যমে জেলায় রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো। এক বিরাট সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ সরকার ডিলারদের জন্য এই ডিলারশিপ নেয়ার জন্য প্রচুর প্রার্থীরা অপেক্ষায় থাকেন। চলুন দেখে নিই কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত আজকের এই প্রতিবেদনে।

Fair Price Shop Dealer Recruitment 2023 :


পদের নাম ও মোট শূন্যপদ :
Fair Price Shop Dealer মোট শূন্যপদ ৩০ টি

যোগ্যতা : প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে।

আরো চাকরীর খবর : 

IGNOU Recruitment 2023 : Apply Now

ISRO Recruitment 2023 : Apply Now 

Data Entry Operator Recruitment : Apply Now 

শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ : Apply Now 


বয়স : ৪০ বছরের মধ্যে হতে হবে প্রার্থীদের ।


যে সমস্ত যায়গায় ডিলারশিপ দেওয়া হবে :
হুগলি : ১৬ ,পূর্ব মেদিনীপুর : ১৩ ,  নর্থ ২৪ পরগণা : ১ টি


আবেদন মূল্য : ১০০০/- টাকা ধার্য করা হয়েছে।


আবেদন পদ্ধতি :
  • প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিচে দেওয়া লিঙ্ক থেকে।
  • প্রার্থীদের ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে হবে তারপর ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।





আবেদনের শেষ তারিখ : বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে।



রাজ্যের ইউনিভার্সিটিতে ‘নন টিচিং স্টাফ’ নিয়োগ -এখনই অফলাইনে আবেদন করুন

সেপ্টেম্বর ১৪, ২০২২


রাজ্যের ইউনিভার্সিটিতে ‘নন টিচিং স্টাফ’ নিয়োগ -এখনই অফলাইনে আবেদন করুন



জেলার বিশ্ববিদ্যালয়ের নন স্টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন । যোগ্য প্রার্থীরা অফলাইনে এর মাধ্যম 18 অক্টোবর, 2022 তারিখে বা তার আগে তাদের আবেদন জমা দিতে পারেন।


পদের নাম, শিক্ষাগত যোগ্যতা , শূন্যপদ সংখ্যা কয়টি আছে, বেতন এবং অন্যান্য বিস্তারিত বিবরণের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন।


West Bengal Non Teaching Staff Recruitment 2022 :- 


পদের নাম :- টেকনিক্যাল অফিসার- III (University Science Instrumentation Centre) 

মোট শূন্যপদ :- 1 টি 

বয়স সীমা :  আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 40 বছরের মধ্যে হতে হবে ।

বেতন :- 1,44,200 টাকা-2,18,200 টাকা ( পে লেভেল 14)

শিক্ষাগত যোগ্যতা :- 
যেকোনো শাখায় স্নাতক অথবা ইলেকট্রনিক্স /রেডিও ফিজিক্স এবং ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইন্সটুমেনটেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সটুমেনটেশন /অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স এন্ড ইন্সটুমেনটেশনে B.E/ B.Tech কোর্স করে থাকতে হবে। যেকোনো শাখায় 55 শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর অথবা ইলেকট্রনিক্স/রেডিও ফিজিক্স এবং ইলেকট্রনিক্স /ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন /ইন্সটুমেনটেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সটুমেনটেশন /অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স এন্ড ইন্সটুমেনটেশনে এ M.E/M. Tech থাকতে হবে এবং সাইন্স/ ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি গ্রুপে Ph.D থাকতে হবে ।

স্টেট ব্যাংকের তরপ থেকে সকল ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ দেওয়া হবে : APPLY NOW 





পদের নাম :- টেকনিক্যাল অফিসার- I (University Science Instrumentation Centre) 

মোট শূন্যপদ :- 01টি (UR)

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 30 নিচে হওয়া যাবে না ।

বেতন :- 57,270 টাকা-1,82,400 টাকা ( পে লেভেল 10)

শিক্ষাগত যোগ্যতা :- 
যে কোন শাখায় স্নাতক অথবা ইলেকট্রনিক্স /ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ ইন্সটুমেনটেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সটুমেনটেশন /অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স এন্ড ইন্সটুমেনটেশন – এ B.E/B.Tech কোর্স করে থাকতে হবে ।
এছাড়া একাডেমিক ইনস্টিটিউট/ রেপুটেড ল্যাবটারিতে অন্ততপক্ষে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ।
 এছাড়াও সাইন্স/ ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি গ্রুপে Ph.D কোর্স, কম্পিউটেশনাল মডেলিং এ জ্ঞান এবং হ্যান্ডেলিং সফিস্টিকেটেড এনালাইটিক্যাল ইন্সটুমেনটেশনে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন।





পদের নাম :- ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার-I

মোট শূন্যপদ :- 01টি (UR)

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 35বছরের মধ্যে হতে হবে ।

বেতন :- 79,800 টাকা-2,11,5007 টাকা ( পে লেভেল 12)

শিক্ষাগত যোগ্যতা :- 
পদার্থবিদ্যা অথবা ইলেকট্রনিক্স এ স্নাতক কোর্স করে থাকতে হবে অথবা ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ ইন্সটুমেনটেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সটুমেনটেশন /অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স এন্ড ইন্সটুমেনটেশনে B.E/B.Tech কোর্স করে থাকতে হবে ।
এনালাইটিকাল ইন্সটুমেন্ট অথবা হ্যান্ডেলিং সফিস্টিকেটে ইলেকট্রনিক্স এ দক্ষতা থাকলে কাজে অগ্রাধিকার পাবেন ।
এছাড়াও ইলেকট্রনিক্স /Instrumentation in an Academic Institute অথবা ইন্ডাস্ট্রিতে অন্ততপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।






পদের নাম :- কো অর্ডিনেটর ফর SC/ST Cell-I

মোট শূন্যপদ :- 01টি (UR)

বয়স সীমা: - আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 30 বছরের নিচে হওয়া যাবে না ।
বেতন: - বেতন: - 57,700 টাকা-1,82,400 টাকা ( পে লেভেল 10)
শিক্ষাগত যোগ্যতা: -
যেকোন শাখায় স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে ।
এছাড়াও এডমিনিস্ট্রেটিভ অথবা একাডেমিক পজিশন হিসেবে বিশ্ববিদ্যালয় অথবা কলেজে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ।
ডাটা এনালাইসিস অথবা স্ট্যাটিস্টিকালে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন ।






পদের নাম :- প্রজেক্ট অফিসার (Department of Lifelong Learning)

মোট শূন্যপদ :- 01টি (UR)

বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/01/2022 তারিখে 30 বছরের নিচে হওয়া যাবে না ।

বেতন :- 57,770 টাকা-1,82,400 টাকা ( পে লেভেল 10)

শিক্ষাগত যোগ্যতা :- গুড একাডেমিক রেকর্ড নিয়ে স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে অথবা সোশ্যাল সাইন্স গ্রুপ অথবা এডুকেশনে অন্ততপক্ষে 55 শতাংশ নম্বর সহ যেকোনো ফরেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে ।
সোশ্যাল সাইন্স অথবা এডুকেশনে M.Phill/ Ph.D কোর্স করে থাকতে হবে ।






আবেদন পদ্ধতি :-
1. অফলাইনে আবেদন করুন ।
2. আবেদনপত্র ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন। (লিঙ্ক নিচে দেওয়া হয়েছে)।
3.তারপর আবেদন ফরম্যাট ডাউনলোড করুন এবং কোনো ভুল ছাড়াই যথাযথ বিবরণ সহ ফর্মটি পূরণ করুন।
4. উল্লিখিত সমস্ত ডকুমেন্ট সহ পোস্ট/ কুরিয়ার/ হাতে নিদিষ্ট ঠিকানায় জমা দিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করার পর বন্ধ খামের উপর লিখুন "অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ…………" (যে পদে আবেদন করবেন) ।
প্রয়োজনীয় ডকুমেন্ট: - Self-Attested সহ নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে:
1. বয়সের সার্টিফিকেট
2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
3. দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
4. কাস্ট সার্টিফিকেট


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের নিচের দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি জমা করতে হবে ।
The University of Burdwan, Golden Jubilee Building, Nurse Quarter More, Purba Bardhaman- 713104, West Bengal




আবেদন ফ্রি :-
 টেকনিক্যাল অফিসার-III পদের জন্য জেনারেল প্রার্থীদের 1500 টাকা এবং অন্যান্য প্রার্থীদের 1000/- টাকা আবেদন ফি লাগবে ।
 এছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে জেনারেল প্রার্থীদের 1000 টাকা এবং অন্যান্য প্রার্থীদের 700 টাকা আবেদন ফি লাগবে।




নিয়োগের স্থান :- বর্ধমান বিশ্ববিদ্যালয়





অফলাইন আবেদনের শেষ তারিখ :- 18/10/2022, 5 P.M.







Bank Resource Person Recruitment in Self Help Group Notification 2022

জুন ১৯, ২০২২


রাজ্যে ব্যাঙ্ক রিসোর্স পার্সন (BRP) নিয়োগ 2022, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি 

 

 

আজ আমরা পশ্চিমবঙ্গ ব্যাঙ্ক রিসোর্স পার্সন (BRP) নিয়োগ -এর বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি।







পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক রিসোর্স পার্সন (BRP) পদে চাকরি 2022 :- পশ্চিমবঙ্গের জেলায় ব্যাঙ্ক রিসোর্স পার্সন (BPR) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে চাকরিপ্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোন আবেদনের প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট দিনে ও সময়ে ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত থাকতে হবে। পোস্টটি সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই উল্লিখিত শূন্য পদের যোগ্য।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা , ইন্টারভিউয়ের তারিখ ও স্থান এবং অন্যান্য বিস্তারিত বিবরণের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন। 


পদের নাম :-

Bank Resource Person (BRP)


বয়স সীমা :- আবেদনকারীর বয়স 01/07/2022 তারিখে 64 বছরের মধ্যে হতে হবে।


শিক্ষাগত যোগ্যতা :-

1. স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক।

2. কম্পিউটার ইন্টারনেটে এবং MS-Office সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

3. সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড বা মিডল ম্যানেজমেন্ট গ্রেডে ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে।

4. প্রাসঙ্গিক ক্ষেত্রে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

5. বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা, পড়া ও লেখায় দক্ষতা থাকতে হবে।




কাজের বিস্তারিত তথ্য :-

নির্বাচিত প্রার্থীদের অবশ্যই মাসে কমপক্ষে 15 থেকে 20 দিন কাজ করতে হবে। প্রতিদিন 2200/- টাকা দেওয়া হবে এবং উপরন্তু পৃথকভাবে ভ্রমণের জন্য প্রতিদিন 500/- টাকা প্রদান করা হবে ।




কাজের অভিজ্ঞতা :- প্রাসঙ্গিক ক্ষেত্রে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।



নিয়োগ প্রক্রিয়া :- এই শূন্যপদের জন্য কোন আবেদনের প্রয়োজন নেই। নিয়োগ শুধুমাত্র ইন্টারভিউ দ্বারা করা হবে । ইন্টারভিউয়ের দিন সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে হবে। ইন্টারভিউয়ের তারিখ এবং স্থান নিচে দেওয়া হল-


ইন্টারভিউয়ের তারিখ এবং সময় :- ইন্টারভিউ শুরু হবে 29/06/2022 তারিখে দুপুর 12 টা থেকে। 



ইন্টারভিউয়ের স্থান :-

Office Chamber of Additional District Magistrate (Zilla Parishad), North 24 Parganas Zilla Parishad Bhavan (First Floor), Rishi Bankim Sarani Barasat- 700124, North 24 Parganas



সাপোর্টিভ ডকুমেন্টস :- 

ইন্টারভিউয়ের দিন নিম্নলিখিত ডকুমেন্ট জমা দিতে হবে:

1. প্যান কার্ড

2. আধার কার্ড

3 Self-Attested সহ দুই কপি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি

 4. বয়সের প্রমাণপত্র

5. Self-Attested সহ সমস্ত মার্ক-শীট/পরীক্ষার সার্টিফিকেটের কপি

6. অভিজ্ঞতা সার্টিফিকেট 



কাজের অবস্থান :- উত্তর 24 পরগনা




Official Notice

Official Website

Telegram Link

WhatsApp Group Link



West Bengal Municipality Group C Recruitment Notification 2022

মে ৩১, ২০২২

West Bengal Municipality  Group C Recruitment Notification 2022 , অফলাইনের মাধ্যমে আবেদন করুন  




পশ্চিমবঙ্গ পৌরসভা গ্রুপ সি পদে নিয়োগ, 2022 -ডব্লিউবি রাজ্য পৌরসভা গ্রুপ সি-এর পদগুলির জন্য শূন্যপদগুলির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অষ্টম শ্রেণী করা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীই উল্লেখিত শূন্যপদে আবেদন করার যোগ্য। 

WB Municipality Recruitment : শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এবং বিশদ বিবরণের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন। 


পশ্চিমবঙ্গ পৌরসভা গ্রুপ সি নিয়োগ 2022 :- একজন ভারতীয় নাগরিক হতে হবে। 



পদের নাম:- পিওন মোট শূন্যপদ: – ০২টি পদ 



শিক্ষাগত যোগ্যতা :- 

1. পড়তে এবং লিখতে সক্ষম হবেন এবং যেকোনো সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে VII শ্রেণী পাস করতে হবে। 
2. ভালো শরীর এবং ক্রীড়াঙ্গন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 




বয়স সীমা :- 18 বছরের কম বয়সী এবং 01/01/202 তারিখে 40 বছরের বেশি হওয়া উচিত নয় 





বেতন :- বেতনের স্কেল Rs. 4,900/- থেকে টাকা 16,200/- 





পদের নাম :- মজদুর


মোট শূন্যপদ :- ০৩টি পদ 



শিক্ষাগত যোগ্যতা: - 
1. পড়তে এবং লিখতে সক্ষম হবেন এবং যেকোনো সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে VII শ্রেণী পাস করতে হবে। 
2. ভালো শরীর এবং ক্রীড়াঙ্গন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 




বয়সসীমা :- 18 বছরের কম বয়সী এবং 01/01/202 তারিখে 40 বছরের বেশি হওয়া উচিত নয় 



👉📌 Click Here To Download 📲📲



বেতন: বেতন স্কেল Rs. 4,900/- থেকে টাকা 16,200/- 




আবেদন পদ্ধতি:- 

1. অফলাইনে আবেদন করুন। 
2. আবেদনপত্র ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন। (লিঙ্ক নিচে দেওয়া হয়েছে)। 
3. সঠিক বিবরণ সহ ফর্মটি পূরণ করুন কোন ভুল ছাড়াই সঠিক বিবরণ সহ ফর্মটি পূরণ করুন৷ 
4. উল্লেখিত সমস্ত নথি সহ ঠিকানার নীচে জমা দিন (হাতে)। 
5.অত্যাবশ্যকীয় নথি সংযুক্ত করার পর ঢের আবেদনপত্রে লিখুন "অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ_" আবেদনকারীকে অবশ্যই নির্দিষ্ট ফরম্যাটে সমস্ত প্রাসঙ্গিক সহায়ক নথির সত্যায়িত/স্ব-প্রত্যয়িত কপি জমা দিতে হবে এবং নীচের উল্লেখিত ঠিকানায় তাদের আবেদন পাঠাতে হবে- ঠিকানা:- চেয়ারম্যানের কাছে কামারহাটি মিউনিসিপ্যালিটি, 1, M. M. Feeder Road, P.O-Belgoria, Kolkata-700056 (প্রধান ভবনের এক্সিকিউটিভ অফিস কক্ষ ১ম তলায়) 







প্রয়োজনীয় নথি:-  উপযুক্ত পদ্ধতিতে দাখিল করা আবেদনটি অবশ্যই যথাযথভাবে স্ব-প্রত্যয়িত নিম্নলিখিত নথিগুলির কপি সহ জমা দিতে হবে- 
1. বয়স প্রমাণ 
2. SC/ST/OBC সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা 
3. মার্ক-শীট/পরীক্ষার সার্টিফিকেট পাস 
4. দুই নম্বর রুপি পোস্টাল স্ট্যাম্প সহ স্ব-ঠিকানা খামের। 5/- প্রতিটি 
5. প্রার্থীর তিনটি স্ব-প্রত্যয়িত সাম্প্রতিক রঙিন পাসপোর্ট আকারের ছবি (4.5 সেমি X 3.5 সেমি) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং ভাইভা ভয়েস। 






চাকরির অবস্থান:- কামারহাটি পৌরসভা কর্পোরেশন 








 আবেদনের শেষ তারিখ:- 07/06/2022 







West Bengal Group-D & Clerk Recruitment Notification 2022 in

মে ২০, ২০২২

 

পশ্চিমবঙ্গ আদালতে গ্রুপ-ডি এবং ক্লার্ক নিয়োগ বিজ্ঞপ্তি 2022 - অনলাইনে আবেদন করুন 




গ্রুপ-ডি ও ক্লার্ক নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এবং বিশদ বিবরণের জন্য আজকের প্রতিবেদনটি দেখুন। 



Group-D & Clerk Recruitment Notification 2022 in West Bengal  :- একজন ভারতীয় নাগরিক হতে হবে। 




পদের নাম এবং মোট শূন্যপদ:- 
লোয়ার ডিভিশন ক্লার্ক – 22 পদ 
প্রসেস সার্ভার - 1 টি 
পোস্ট নাইট গার্ড – 28 পদ 
ঝাড়ুদার – ৩ পদ 
ইংরেজি স্টেনোগ্রাফার – 1 পদ 



বয়সসীমা:- আপনি 01/01/2022 অনুযায়ী 18 থেকে 39 বছরের মধ্যে আবেদন করতে পারেন। 




বেতন:- 
  • লোয়ার ডিভিশন ক্লার্ক – Rs.22,700 – Rs.58,000/- 
  • প্রসেস সার্ভার – Rs.21,000 – Rs.54000/- 
  • নাইট গার্ড – Rs.17,000 – RS.43,000/- 
  • সুইপার – 17,000 টাকা – 43,600/- 
  • ইংরেজি স্টেনোগ্রাফার – Rs.32,100 – RS.82,900/- 


শিক্ষাগত যোগ্যতা :- 

লোয়ার ডিভিশন ক্লার্ক – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ। 

প্রসেস সার্ভার - 
  • যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৮ম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ। 
  • প্রাথমিক কম্পিউটার জ্ঞান। 

নাইট গার্ড – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে 8ম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ 


ঝাড়ুদার - যেকোনো স্বীকৃত বোর্ড থেকে 8 ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ 


ইংরেজি স্টেনোগ্রাফার - 
  • যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ। 
  • সার্টিফিকেট সহ প্রাথমিক কম্পিউটার জ্ঞান। 
  • টাইপিং গতির সাথে প্রতি মিনিটে 80 শব্দ। 



আবেদনের মূল্য :- লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভারের পদের জন্য- Rs.700 (জেন), Rs.500 (ST/SC) স্টেনোগ্রাফার- Rs.800 (Gen), Rs.600 (ST/SC) নাইট গার্ড/সুইপার- রুপি 600 (জেনারেল), 400 টাকা (ST/SC) 




নিয়োগ পদ্ধতি:- 
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এরপর ব্যক্তিগত সাক্ষাৎকারের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। 



আবেদন পদ্ধতি :- 
  • অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করুন। 
  • অনলাইনে আবেদন করার সময়, প্রার্থীদের তাদের ছবি, স্বাক্ষর, জন্ম শংসাপত্র বা মাধ্যমিক মার্কশিট, কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। 
  • প্রতিটি নথির আকার 100kb এর বেশি হওয়া উচিত নয়। 



চাকরির অবস্থান:-  জেলা আদালত ঝাড়গ্রাম। 




আবেদনের শেষ তারিখ  10/07/2022 .




রাজ্যে রুপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ অনলাইনে আবেদন করুন

জানুয়ারী ০৯, ২০২২
রাজ্যে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে । রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের নাম আমরা সবাই শুনেছি আর এই রূপশ্রী প্রকল্পে উত্তর 24 পরগনায় 19 জন ডাটা এন্ট্রি অপারেটর ও একাউন্টের নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 


এখানে শূন্যপদের বিভাজন বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে 16 টি শূন্যপদ ও একাউন্টেন্ট পদে 3 টি শুন্যপদ আছে ।

শিক্ষাগত যোগ্যতা -
ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে - ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে যে কোন শাখায় গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে সাথে প্রতি মিনিটে তিনটি শব্দে গতিতে টাইপিং স্পিড ও সাথে মাইক্রোসফট অফিসের কাজের দক্ষতা থাকতে হবে এবং কোনো সরকারি বা বেসরকারি অফিসে অন্তত এক বছরের কাজের এক্সপেরিয়েন্স থাকতে হবে ।

একাউন্টেন্ট পদের ক্ষেত্রে - একাউন্টেন্ট পদের ক্ষেত্রে অনার্সসহ কমার্স গ্রাজুয়েট হতে হবে সাথে মাইক্রোসফট অফিস এক্সেল কাজের দক্ষতা থাকতে হবে । সাথে কোনো সরকারি বা বেসরকারি কোম্পানিতে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে। 

বয়স সীমা - উভয় পদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা 40 বছর রাখা হয়েছে তবে রাজ্যের তপশিলি জাতি উপজাতি রা অসংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন।  বয়স হিসাব করতে হবে 1-1-2022 তারিখ হিসেবে ।

বেতনসীমা - একাউন্টেন্ট পদের ক্ষেত্রে 15000 টাকা বেতন দেওয়া হবে ও ডাটা এন্ট্রি পদের ক্ষেত্রে বেতন 11000 টাকা প্রতি মাসে প্রদান করা হবে ।

আবেদন পদ্ধতি - অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করা যাবে সমস্ত লিংক নিচে দেওয়া হল ।

আবেদনের শেষ তারিখ - আগামী 18 জানুয়ারি 2022 তারিখ অব্দি আবেদন করা যাবে। 

অফিসিয়াল নোটিশ - Download Now
অনলাইনে আবেদন - Click Here


Blogger দ্বারা পরিচালিত.