Swami Vivekananda Merit-cum-means Scholarship 2022-23 Full Details | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২২

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) সাধারণত পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা দপ্তর থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের দেয়া হয়ে থাকে।  এই স্কলার্শিপ থেকে বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলার্শিপ নামেও বলা হয়। মাধ্যমিক পাস করা ছাত্র ছাত্রী উচ্চমাধ্যমিক পাস করা ছাত্র ছাত্রী ও গ্রাজুয়েশন পাস করা ছাত্র ছাত্রী এছাড়া মেডিকেল ইঞ্জিনিয়ারিং সমস্ত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে ।



স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলার্শিপ (Swami Vivekananda Scholarship 2021-22) এর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন ?

প্রথমেই বলে রাখি এই স্কলারশিপের আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের নিচে দেওয়া পয়েন্টগুলি ভালো করে পড়ে নিতে হবে এগুলি যদি ছাত্র-ছাত্রীদের ম্যাচ করে তবেই তারা এই স্কলারশিপের আবেদন করতে পারবেন ।

  1. ছাত্র-ছাত্রীর পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে ।
  2. পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
  3. যে সমস্ত ছাত্র-ছাত্রী এ বছর পাশ করেছে এবং নতুন ক্লাসে ভর্তি হয়েছে তারাই একমাত্র আবেদন করতে পারবেন। 
  4. নিচে দেওয়া টেবিল অনুযায়ী অর্থাৎ কোন কোর্সে কত পার্সেন্ট নম্বর পেতে হবে তা দেয়া হলো সেগুলি যদি থাকে তবেই সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে ।

LIC Scholarship বিনামূল্যে আবেদন করুন - ক্লিক করুন 


DIRECTORATE

COURSE

Eligibility Criteria

SCHOLARSHIP RATE PER MONTH (RS.)

DPI

UG (ARTS)

উচ্চমাধ্যমিকে 60% নম্বর পেতে হবে। 

1000/-

UG(COMMERCE)

উচ্চমাধ্যমিকে 60% নম্বর পেতে হবে। 

1000/-

UG (SCIENCE)

উচ্চমাধ্যমিকে 60% নম্বর পেতে হবে। 

1500/-

UG (OTHER PROFESSIONAL COURSES, UGC APPROVED)

উচ্চমাধ্যমিকে 60% নম্বর পেতে হবে। 

1500/-

PG (ARTS)

At least 53% marks for SVMCM and 45% for Kanyashree(K3 applicants in Last Qualifying Exam

2000/-

PG (COMMERCE)

At least 53% marks for SVMCM and 45% for Kanyashree(K3 applicants in Last Qualifying Exam

2000/-

PG (SCIENCE)

At least 53% marks for SVMCM and 45% for Kanyashree(K3 applicants in Last Qualifying Exam

2500/-

PG (OTHER PROFESSIONAL COURSES, UGC APPROVED)

At least 53% marks in Last Qualifying Exam

2500/-

NON NET M.PHIL./NON NET PH.D.

Date of Enrolment/Date of Registration not before 01.04.2017

5000/- / 8000/- Respectively

DSE

HS

উচ্চমাধ্যমিকে 60% নম্বর পেতে হবে। 

1000/-

DTE

UG (ENGG.), PG (ENGG.) AND OTHER PROFESSIONAL COURSES (AICTE APPROVED)

UG: 1. 60% 2. 60% in Diploma Course from WBSCT&VE&SD for lateral entry scheme. PG: 55% in Graduation from any State University/AICTE approved institute institute in West Bengal

5000/-

DTE&T

POLYTECHNIC (DIPLOMA COURSES)

At least 60% marks in Last Qualifying Exam

1500/-

DME

UG (MEDICAL-DEGREE) AND DIPLOMA COURSES

At least 60% marks in Last Qualifying Exam

5000/- AND 1500/- RESPECTIVELY




স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলার্শিপ এ কিভাবে আবেদন করতে হবে ?

স্বামী বিবেকানন্দ বা বিকাশ ভবন স্কলার্শিপ এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে https://svmcm.wbhed.gov.in এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করা যাবে ।


এই স্কলারশিপের আবেদনের জন্য কি কি নথিপত্র লাগবে ?

স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলার্শিপ এ আবেদনের জন্য বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন যেমন - 
  1. লাস্ট পরীক্ষার মার্কশিট এর উভয় দিক ।
  2. লাস্ট পরীক্ষার এডমিট কার্ড।
  3. মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড।
  4. ইনকাম সার্টিফিকেট (BDO/Municipality)
  5. আধার কার্ড /রেশন কার্ড /ভোটার কার্ড।
  6. ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠা (যেখানে ছাত্র-ছাত্রীর নাম ব্যাংক অ্যাকাউন্টের নম্বর ও IFSC কোড স্পষ্টভাবে লেখা আছে)
  7. নতুন ক্লাসে ভর্তি হওয়ার রিসিপ্ট ।

আরও কিছু স্কলারশিপ আবেদন করুন - বিস্তারিত জানতে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ কিছু তারিখ -

2022-23 এর নতুন ও রিনিউয়াল আবেদন -  এখনো শুরু হয়নি 
অনলাইনে আবেদনের শেষ তারিখ - পরে তথ্য দেয়া হবে ।


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.